ETV Bharat / state

শ্রীরামপুরে অস্ত্র কারখানার হদিশ, চালাচ্ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার - চন্দননগর কমিশনারেট

আজ শ্রীরামপুরের জলকল মাঠে সুজাত গোস্বামীর বাড়িতে ওই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে ৷ শ্রীরামপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী রমেশ দাসকে গ্রেপ্তার করে।

police_recovered_arms_from_arms_factory_at_shrirampur
শ্রীরামপুরে অস্ত্র কারখানা চালাচ্ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার
author img

By

Published : Oct 21, 2020, 7:39 PM IST

শ্রীরামপুর, 21 অক্টোবর: অস্ত্র কারখানার হদিশ পেল চন্দননগর কমিশনারেট । আজ শ্রীরামপুরের জলকল মাঠে সুজাত গোস্বামীর বাড়িতে ওই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে ৷ শ্রীরামপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী রমেশ দাসকে গ্রেপ্তার করে। তাকে জেরা করেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া যায় । অভিযুক্তর বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় অস্ত্র, কার্তুজ,ম্যাগাজিন, অস্ত্র তৈরির সরঞ্জাম ও লেদ মেশিন । পুলিশ জানতে পেরেছে, অনেকদিন ধরেই ওই বাড়িতে অস্ত্র তৈরির কারখানাটি চলছিল । কীভাবে এই চক্র বেড়ে উঠল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷


গত সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) দক্ষিণ বন্দর থানার স্ট্র্যান্ড রোড থেকে দু'জনকে গ্রেপ্তার করে। ধৃত সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদের কাছ থেকে আটটি দেশি ওয়ান শর্টার উদ্ধার হয়। সুজাত গোস্বামীর বাড়ি শ্রীরামপুরের গোস্বামী পাড়ায়।

আজ শ্রীরামপুর থেকে ধৃত রমেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে অস্ত্র সুজাত গোস্বামীর কাছ থেকেই কিনেছিল ৷ তারপরই নড়েচড়ে বসে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর বলেন,"এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত সুজাত । সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কিন্তু এত শিক্ষিত হয়েও সে বেকারত্ব না স্বভাবে এ সব করছিল তা খতিয়ে দেখা হবে ৷ কোথায় এই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হত এবং কারা কারা এই কাজের সঙ্গে জড়িত সেই সবই খতিয়ে দেখা হবে।"

শ্রীরামপুর, 21 অক্টোবর: অস্ত্র কারখানার হদিশ পেল চন্দননগর কমিশনারেট । আজ শ্রীরামপুরের জলকল মাঠে সুজাত গোস্বামীর বাড়িতে ওই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে ৷ শ্রীরামপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী রমেশ দাসকে গ্রেপ্তার করে। তাকে জেরা করেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া যায় । অভিযুক্তর বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় অস্ত্র, কার্তুজ,ম্যাগাজিন, অস্ত্র তৈরির সরঞ্জাম ও লেদ মেশিন । পুলিশ জানতে পেরেছে, অনেকদিন ধরেই ওই বাড়িতে অস্ত্র তৈরির কারখানাটি চলছিল । কীভাবে এই চক্র বেড়ে উঠল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷


গত সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) দক্ষিণ বন্দর থানার স্ট্র্যান্ড রোড থেকে দু'জনকে গ্রেপ্তার করে। ধৃত সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদের কাছ থেকে আটটি দেশি ওয়ান শর্টার উদ্ধার হয়। সুজাত গোস্বামীর বাড়ি শ্রীরামপুরের গোস্বামী পাড়ায়।

আজ শ্রীরামপুর থেকে ধৃত রমেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে অস্ত্র সুজাত গোস্বামীর কাছ থেকেই কিনেছিল ৷ তারপরই নড়েচড়ে বসে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর বলেন,"এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত সুজাত । সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কিন্তু এত শিক্ষিত হয়েও সে বেকারত্ব না স্বভাবে এ সব করছিল তা খতিয়ে দেখা হবে ৷ কোথায় এই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হত এবং কারা কারা এই কাজের সঙ্গে জড়িত সেই সবই খতিয়ে দেখা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.