চন্দননগর, 3 অগস্ট: আবাসনের ঘর থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা ঝুলন্ত দেহ (A persons Body Recover in chandannagar) ৷ মৃতের নাম পুলক পাল ৷ স্থানীয় নারুয়া থানা এলাকার এক আবাসনের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি ৷ বুধবার আবাসনের একটি ঘর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ৷
জানা গিয়েছে, মৃত ওই ব্যাক্তি দর্জির কাজ করতেন ৷ বেশ কয়েকদিন তাঁকে দেখা যায়নি এলাকায় ৷ আজ সকালে ওই ব্যক্তির আবাসনের ঘর থেকে থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ এলাকাবাসীর ৷ দরজা খুলতে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান ৷ তাঁরাই স্থানীয় কাউন্সিলর ও পুলিশে খবর দেন ৷ চন্দননগর থানার পুলিশ এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: বেহালায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ার পচাগলা দেহ
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক বৃদ্ধকে শ্লীলতাহানির মিথ্যা অপবাদ ও প্রতারণার অভিযোগে ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান পুলিশের ৷ তার থেকে আত্মহত্যার ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷