ETV Bharat / state

থানায় ঢুকে ভাঙচুর, মারধর সশস্ত্র পুলিশের - arambagh police station

আরামবাগ থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল রাজ্যের সশস্ত্র পুলিশকর্মীরা । মারধর করা হয় থানার পুলিশকর্মীদের । মারধর করা হয় সাংবাদিকদেরও ।

ফাইল ফোটো
author img

By

Published : May 10, 2019, 12:06 PM IST

Updated : May 10, 2019, 1:10 PM IST

আরামবাগ, 10 মে : নির্দিষ্ট সময়ে বাস না পেয়ে থানায় ঢুকে ভাঙচুর চালাল রাজ্যের সশস্ত্র পুলিশকর্মীরা । গতরাতে প্রায় 70 জন পুলিশকর্মী আরামবাগ থানায় হামলা চালান । মারধরও করা হয় ।

কোচবিহার থেকে আরামবাগে ভোটের কাজে এসেছিল রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর একটি অংশ । এতদিন তাঁরা আরামবাগ বয়েজ় স্কুলে ছিলেন । গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার খাতরায় যাওয়ার কথা ছিল তাঁদের । সেই মতো খবরও এসে যায় । এদিকে, অপেক্ষা করেও দীর্ঘক্ষণ বাস না আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা । এরপর আরামবাগ থানায় ঢুকে হামলা চালান ।

ঘটনাস্থনের ভিডিয়ো

ব্যাপক ভাঙচুর চালানো হয় থানায় । ছবি তুলতে গেলে মারধর করা হয় কয়েকজন সাংবাদিককেও । কয়েকজনের ক্যামেরা ও ফোন কেড়ে নেন তাঁরা ।

আরামবাগ, 10 মে : নির্দিষ্ট সময়ে বাস না পেয়ে থানায় ঢুকে ভাঙচুর চালাল রাজ্যের সশস্ত্র পুলিশকর্মীরা । গতরাতে প্রায় 70 জন পুলিশকর্মী আরামবাগ থানায় হামলা চালান । মারধরও করা হয় ।

কোচবিহার থেকে আরামবাগে ভোটের কাজে এসেছিল রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর একটি অংশ । এতদিন তাঁরা আরামবাগ বয়েজ় স্কুলে ছিলেন । গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার খাতরায় যাওয়ার কথা ছিল তাঁদের । সেই মতো খবরও এসে যায় । এদিকে, অপেক্ষা করেও দীর্ঘক্ষণ বাস না আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা । এরপর আরামবাগ থানায় ঢুকে হামলা চালান ।

ঘটনাস্থনের ভিডিয়ো

ব্যাপক ভাঙচুর চালানো হয় থানায় । ছবি তুলতে গেলে মারধর করা হয় কয়েকজন সাংবাদিককেও । কয়েকজনের ক্যামেরা ও ফোন কেড়ে নেন তাঁরা ।

sample description
Last Updated : May 10, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.