ETV Bharat / state

Peace Efforts in Rishra: চলছে নাকা চেকিং-মাইকিং, মাজারে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা; রিষড়ায় শান্তি ফেরাতে উদ্যোগ - রিষড়ায় উত্তেজনা

রিষড়ায় উত্তেজনার রেশ এখনও রয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা রুখতে চলছে নাকা চেকিং ও মাইকিং ৷ এলাকায় শান্তি ফেরাতে উদ্যোগী পুলিশ ও স্থানীয় মানুষ ৷

Rishra News ETV Bharat
রিষড়ায় মাইকিং
author img

By

Published : Apr 3, 2023, 1:26 PM IST

Updated : Apr 3, 2023, 2:15 PM IST

রিষড়ায় চলছে নাকা চেকিং-মাইকিং

রিষড়া, 3 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার রেশ এখনও অব্যাহত রিষড়ায় । নতুন করে হিংসা ছড়িয়েছে 7 নং ওয়ার্ডে ৷ ছোড়া হচ্ছে ইট-পাটকেল ৷ উত্তেজিত জনতাকে রুখতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ ৷ চলছে পুলিশি টহলদারি ৷ আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও অন্যান্যদের দেখতে আজ হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ দিকে, সম্প্রীতির পরিবেশ ফেরাতে মাজারে পুজো হল গঙ্গাজল দিয়ে ৷

আজ সকালে রিষড়ার মাজারে গঙ্গাজল দিয়ে পুজো দেন রাজুপ্রসাদ সাউ । তাঁর দাবি, "এই এলাকায় আগে কোনওদিন অশান্তি ছিল না । রবিবার বহিরাগতরা এসে গন্ডগোল পাকিয়েছে । শুধু শান্তি চাই । তাই মাজারে এসে পুজো দিলাম । এখানে হিন্দু ও মুসলিম সকলে পুজো দেয় ।" স্থানীয় দোকানদার থেকে সাধারণ মানুষ - সবাই চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক ।

Rishra News ETV Bharat
মাজারে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা

এখনও থমথমে হয়ে রয়েছে গোটা রিষড়া ৷ এলাকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর । এ ছাড়াও শ্রীরামপুর থেকে মাহেশ হয়ে রিষড়া যাওয়ার পথে জিটি রোডে নাকা চেকিং করছে চন্দননগর পুলিশ কমিশনারেট । প্রতিটি গাড়ি ও বাইক নাকা চেকিং করে তবেই রিষড়ার দিকে পাঠানো হচ্ছে । ব্যাগ, গাড়ির ডিকি-সহ সব কিছুই চেক করা হচ্ছে । যাতে আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন অলিতে গলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে । বিভিন্ন জায়গা ব্যারিকেড করে দেওয়া হয়েছে ।শ্রীরামপুর, মাহেশ ও রিষড়ায় জিটি রোড এবং বাজারে 144 ধারা জারি করা হয়েছে । যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় সে জন্য রবিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই এলাকায় । সোমবার সকাল থেকে রিষড়া থানার পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছে । তাতে রিষড়াবাসীদের অকারণে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

এ দিকে, আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ গতকাল যাঁরা আহত হয়েছিলেন তাঁদের একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান তিনি ৷ ওই এলাকায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যও ৷ তাঁকে রুখতে কোন্নগর বিশালক্ষ্মী সড়কে ব্যারিকেড করেছে পুলিশ ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত রিষড়া, কড়া বিবৃতি রাজ্যপালের

রিষড়ায় চলছে নাকা চেকিং-মাইকিং

রিষড়া, 3 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার রেশ এখনও অব্যাহত রিষড়ায় । নতুন করে হিংসা ছড়িয়েছে 7 নং ওয়ার্ডে ৷ ছোড়া হচ্ছে ইট-পাটকেল ৷ উত্তেজিত জনতাকে রুখতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ ৷ চলছে পুলিশি টহলদারি ৷ আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও অন্যান্যদের দেখতে আজ হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ দিকে, সম্প্রীতির পরিবেশ ফেরাতে মাজারে পুজো হল গঙ্গাজল দিয়ে ৷

আজ সকালে রিষড়ার মাজারে গঙ্গাজল দিয়ে পুজো দেন রাজুপ্রসাদ সাউ । তাঁর দাবি, "এই এলাকায় আগে কোনওদিন অশান্তি ছিল না । রবিবার বহিরাগতরা এসে গন্ডগোল পাকিয়েছে । শুধু শান্তি চাই । তাই মাজারে এসে পুজো দিলাম । এখানে হিন্দু ও মুসলিম সকলে পুজো দেয় ।" স্থানীয় দোকানদার থেকে সাধারণ মানুষ - সবাই চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক ।

Rishra News ETV Bharat
মাজারে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা

এখনও থমথমে হয়ে রয়েছে গোটা রিষড়া ৷ এলাকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর । এ ছাড়াও শ্রীরামপুর থেকে মাহেশ হয়ে রিষড়া যাওয়ার পথে জিটি রোডে নাকা চেকিং করছে চন্দননগর পুলিশ কমিশনারেট । প্রতিটি গাড়ি ও বাইক নাকা চেকিং করে তবেই রিষড়ার দিকে পাঠানো হচ্ছে । ব্যাগ, গাড়ির ডিকি-সহ সব কিছুই চেক করা হচ্ছে । যাতে আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন অলিতে গলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে । বিভিন্ন জায়গা ব্যারিকেড করে দেওয়া হয়েছে ।শ্রীরামপুর, মাহেশ ও রিষড়ায় জিটি রোড এবং বাজারে 144 ধারা জারি করা হয়েছে । যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় সে জন্য রবিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই এলাকায় । সোমবার সকাল থেকে রিষড়া থানার পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছে । তাতে রিষড়াবাসীদের অকারণে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

এ দিকে, আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ গতকাল যাঁরা আহত হয়েছিলেন তাঁদের একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান তিনি ৷ ওই এলাকায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যও ৷ তাঁকে রুখতে কোন্নগর বিশালক্ষ্মী সড়কে ব্যারিকেড করেছে পুলিশ ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত রিষড়া, কড়া বিবৃতি রাজ্যপালের

Last Updated : Apr 3, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.