ETV Bharat / state

ঋষভের অবস্থা আশঙ্কাজনক, মা-দিদিমার ডাকে চোখ মেলল দিব‍্যাংশ - ঋষভ সিংকে SSKM হাসপাতালের CTVS-এ রাখা হয়েছে

এখনও সংকটে পোলবা পুর্ঘটনায় জখম ঋষভ সিং ৷ তবে চিকিৎসায় সাড়া দিচ্ছে দিব্যাংশ ভগত ৷

image
দিব্যাংশ ভগত
author img

By

Published : Feb 19, 2020, 9:48 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশু ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা সংকটে ৷ তবে অন্য জখম শিশু দিব্যাংশ তার মা ও দিদিমার ডাকে সাড়া দিয়েছে ৷ তবে সেও এখনও পুরোপুরি সংকটমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার যে উন্নতি হচ্ছে না, সেই বিষয়ে মঙ্গলবার রাতেই জানা গেছিল । তবে আশা ছাড়ছেন না চিকিৎসকরা । শেষ খবর অনুযায়ী, ঋষভের যে ইউরিন বন্ধ হয়ে গেছিল তা সামান্য পরিমাণে বের হচ্ছে ৷ এই ধরনের পরিস্থিতি আরও দিন দশেক থাকলে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হতে পারে । মঙ্গলবার রাতেই বদল করা হয়েছে অ্যান্টিবায়োটিক ।

মা-দিদিমার ডাকে সাড়া দিল দিব‍্যাংশ

ঋষভ সিংকে SSKM হাসপাতালের CTVS-এ এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এ রাখা হয়েছে । দিব্যাংশ ভকতের অবস্থার উন্নতি হচ্ছে। বুধবার বিকালে তাকে যখন দেখতে যান তার মা-ও দিদিমা, তখন সে তাদের ডাকে সাড়াও দিয়েছে ।

দিব্যাংশর ডাক নাম রামন । এই ডাক নামেই তাকে ডেকেছিলেন তার মা ও দিদিমা । তার মা রিমা ভকত বলেন, "এখন ডাকলে ও সাড়া দিচ্ছে । ওর নাম ধরে ডাকলাম, ও সাড়া দিল । চোখ তুলে একবার তাকাল । আমি বললাম যে রামন এখানে থাকো, এখানে আঙ্কেল-আন্টিরা আছেন । সবাই তোমাকে খুব ভালোবাসবে । আমি এখানেই আছি ‌। ও মাথা হেলাল।" দিদিমা মুন্নি ভকত বলেন, "আমি তোমার নানি‌ । আমাকে চিনতে পারছ? তখন ও মাথা নাড়াল চিনতে পারছে বলে ।" চিকিৎসকরা জানিয়েছেন দিব্যাংশ ধীরে ধীরে সুস্থ হবে ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশু ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা সংকটে ৷ তবে অন্য জখম শিশু দিব্যাংশ তার মা ও দিদিমার ডাকে সাড়া দিয়েছে ৷ তবে সেও এখনও পুরোপুরি সংকটমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার যে উন্নতি হচ্ছে না, সেই বিষয়ে মঙ্গলবার রাতেই জানা গেছিল । তবে আশা ছাড়ছেন না চিকিৎসকরা । শেষ খবর অনুযায়ী, ঋষভের যে ইউরিন বন্ধ হয়ে গেছিল তা সামান্য পরিমাণে বের হচ্ছে ৷ এই ধরনের পরিস্থিতি আরও দিন দশেক থাকলে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হতে পারে । মঙ্গলবার রাতেই বদল করা হয়েছে অ্যান্টিবায়োটিক ।

মা-দিদিমার ডাকে সাড়া দিল দিব‍্যাংশ

ঋষভ সিংকে SSKM হাসপাতালের CTVS-এ এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এ রাখা হয়েছে । দিব্যাংশ ভকতের অবস্থার উন্নতি হচ্ছে। বুধবার বিকালে তাকে যখন দেখতে যান তার মা-ও দিদিমা, তখন সে তাদের ডাকে সাড়াও দিয়েছে ।

দিব্যাংশর ডাক নাম রামন । এই ডাক নামেই তাকে ডেকেছিলেন তার মা ও দিদিমা । তার মা রিমা ভকত বলেন, "এখন ডাকলে ও সাড়া দিচ্ছে । ওর নাম ধরে ডাকলাম, ও সাড়া দিল । চোখ তুলে একবার তাকাল । আমি বললাম যে রামন এখানে থাকো, এখানে আঙ্কেল-আন্টিরা আছেন । সবাই তোমাকে খুব ভালোবাসবে । আমি এখানেই আছি ‌। ও মাথা হেলাল।" দিদিমা মুন্নি ভকত বলেন, "আমি তোমার নানি‌ । আমাকে চিনতে পারছ? তখন ও মাথা নাড়াল চিনতে পারছে বলে ।" চিকিৎসকরা জানিয়েছেন দিব্যাংশ ধীরে ধীরে সুস্থ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.