ETV Bharat / state

Piyali Basak: মাকালু জয়ের পর নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালী, ভর্তি রয়েছেন কাঠমান্ডুর এইমসে - মাকালু জয়ের পর নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালী

মাকালু জয়ের পর দীর্ঘ 22 ঘণ্টা লড়াইয়ের পর জীবন হাতে নিয়ে ফিরেছেন বাঙালি পর্বতারোহী পিয়ালী বসাক ৷ তবে এখনও দুর্বল রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, দুই পায়ে ফ্রস্টবাইট ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি ৷ বর্তমানে ভর্তি রয়েছেন কাঠমান্ডুর এইমসে ৷

Etv Bharat
পিয়ালী বসাক
author img

By

Published : May 23, 2023, 9:31 PM IST

Updated : May 23, 2023, 9:52 PM IST

পিয়ালী বসাকের বক্তব্য

হুগলি, 23 মে: মাকালু জয় করতে গিয়ে 7 হাজার 400 মিটার উচ্চতায় আটকে পড়েছিলেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক । উপর থেকে নামার ক্ষমতা ছিল না তাঁর । শৃঙ্গের উপর প্রবল ঠান্ডার মধ্যে দীর্ঘ 22 ঘণ্টা আটকে ছিলেন এই বাঙালি পর্বতারোহী । 4 নম্বর ক্যাম্প থেকে বেসক্যাম্পে নামতেও অনেকটাই সময় লেগে যায় । পরে অবশ্য এজেন্সি উদ্ধার করার পর হোটেলে রাখা হয় তাঁকে ।

মঙ্গলবার সকাল থেকে জ্বর আসে পিয়ালীর । সোমবার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি । নামার পর থেকেই অনেকটাই দুর্বলতা ছিল । পরিবারের কাছে পিয়ালী জানিয়েছেন, দুই পায়ের বুড়ো আঙুলে ফ্রস্টবাইট হয়েছে । তবে আসতে আসতে তা ঠিক হলেও । ঠান্ডায় গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তাঁর । তবে দুর্বলতা থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলেন পিয়ালী । কিন্তু আবার মঙ্গলবার নিউমোনিয়ার প্রকোপ শুরু হয় । পরিস্থিতি বেগতিক বুঝে এজেন্সি বিকেলে তাঁকে কাঠমান্ডু এইমসে ভর্তি করে । সেখানেই চিকিৎসা শুরু হয়েছে পিয়ালী । শরীর খারাপের কারণে তাঁর সঙ্গে সেভাবে কোনও কথা বলা যাচ্ছে না ।

এই বিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক ইটিভি ভারতকে বলেন,"আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছিল । কিন্তু দিদি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে । সেটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি । যদিও এজেন্সির তরফে জানানো হয়েছে, তিনদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আশা করা হচ্ছে । যেহেতু এখানে আসার পর আক্রান্ত হয়েছে তাই সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি । দীর্ঘক্ষণ বরফের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য এই ঘটনা ।"

প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওই উচ্চতায় ঘুমানো মানে নির্ঘাত মৃত্যু । তাই ঘুম পেলেও সারারাত জেগে বসেছিলেন পিয়ালী । তবে ইতিমধ্যেই পিয়ালীর মাকালু অভিযান ও উদ্ধারের খরচ নিয়ে মোট 24 লক্ষ টাকা হিসাব পাঠিয়েছে এজেন্সি । তার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা পেমেন্ট হয়েছে । বাকিটা বাকিই রয়ে গিয়েছে । এমনিতেই অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন পিয়ালী । তার উপর অভিযানের এত টাকা কী করে শোধ করা হবে তাই নিয়েই দুশ্চিন্তায় রয়েছে পরিবার ।

আরও পড়ুন : মাকালুর হাড়হিম ঠান্ডায় 24 ঘণ্টা পর উদ্ধার পিয়ালী

উল্লেখ্য, 27 এপ্রিল বাড়ি থেকে মাকালু জয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পিয়ালী । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের সামিট কিছুটা পিছিয়েছিল । গত 17 মে সকাল 7টা থেকে 8টার মধ্যে মাকালু জয় করেন তিনি । তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পড়ে জানা যায়, শেরপারা নিচে নেমে গেলেও পিয়ালী আটকে পড়েন । পরদিন খবর পেয়ে তাঁকে উদ্ধার কাজ শুরু করে এজেন্সি । নানা প্রতিকূলতার মধ্যে প্রাণ হাতে নিয়ে ফেরেন পিয়ালী ।

পিয়ালী বসাকের বক্তব্য

হুগলি, 23 মে: মাকালু জয় করতে গিয়ে 7 হাজার 400 মিটার উচ্চতায় আটকে পড়েছিলেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক । উপর থেকে নামার ক্ষমতা ছিল না তাঁর । শৃঙ্গের উপর প্রবল ঠান্ডার মধ্যে দীর্ঘ 22 ঘণ্টা আটকে ছিলেন এই বাঙালি পর্বতারোহী । 4 নম্বর ক্যাম্প থেকে বেসক্যাম্পে নামতেও অনেকটাই সময় লেগে যায় । পরে অবশ্য এজেন্সি উদ্ধার করার পর হোটেলে রাখা হয় তাঁকে ।

মঙ্গলবার সকাল থেকে জ্বর আসে পিয়ালীর । সোমবার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি । নামার পর থেকেই অনেকটাই দুর্বলতা ছিল । পরিবারের কাছে পিয়ালী জানিয়েছেন, দুই পায়ের বুড়ো আঙুলে ফ্রস্টবাইট হয়েছে । তবে আসতে আসতে তা ঠিক হলেও । ঠান্ডায় গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তাঁর । তবে দুর্বলতা থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলেন পিয়ালী । কিন্তু আবার মঙ্গলবার নিউমোনিয়ার প্রকোপ শুরু হয় । পরিস্থিতি বেগতিক বুঝে এজেন্সি বিকেলে তাঁকে কাঠমান্ডু এইমসে ভর্তি করে । সেখানেই চিকিৎসা শুরু হয়েছে পিয়ালী । শরীর খারাপের কারণে তাঁর সঙ্গে সেভাবে কোনও কথা বলা যাচ্ছে না ।

এই বিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক ইটিভি ভারতকে বলেন,"আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছিল । কিন্তু দিদি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে । সেটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি । যদিও এজেন্সির তরফে জানানো হয়েছে, তিনদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আশা করা হচ্ছে । যেহেতু এখানে আসার পর আক্রান্ত হয়েছে তাই সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি । দীর্ঘক্ষণ বরফের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য এই ঘটনা ।"

প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওই উচ্চতায় ঘুমানো মানে নির্ঘাত মৃত্যু । তাই ঘুম পেলেও সারারাত জেগে বসেছিলেন পিয়ালী । তবে ইতিমধ্যেই পিয়ালীর মাকালু অভিযান ও উদ্ধারের খরচ নিয়ে মোট 24 লক্ষ টাকা হিসাব পাঠিয়েছে এজেন্সি । তার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা পেমেন্ট হয়েছে । বাকিটা বাকিই রয়ে গিয়েছে । এমনিতেই অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন পিয়ালী । তার উপর অভিযানের এত টাকা কী করে শোধ করা হবে তাই নিয়েই দুশ্চিন্তায় রয়েছে পরিবার ।

আরও পড়ুন : মাকালুর হাড়হিম ঠান্ডায় 24 ঘণ্টা পর উদ্ধার পিয়ালী

উল্লেখ্য, 27 এপ্রিল বাড়ি থেকে মাকালু জয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পিয়ালী । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের সামিট কিছুটা পিছিয়েছিল । গত 17 মে সকাল 7টা থেকে 8টার মধ্যে মাকালু জয় করেন তিনি । তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পড়ে জানা যায়, শেরপারা নিচে নেমে গেলেও পিয়ালী আটকে পড়েন । পরদিন খবর পেয়ে তাঁকে উদ্ধার কাজ শুরু করে এজেন্সি । নানা প্রতিকূলতার মধ্যে প্রাণ হাতে নিয়ে ফেরেন পিয়ালী ।

Last Updated : May 23, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.