চন্দননগর, 17 এপ্রিল: এভারেস্টের পর এবার অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন চন্দননগরের বাসিন্দা পিয়ালী বসাক ৷ সোমবার সকাল 8টা 25 মিনিটে বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ জয় করেছেন বঙ্গতনয়া, যার উচ্চতা 8 হাজার 91 মিটার ৷ হুগলির চন্দননগরের বাসিন্দা 35 বছরের পিয়ালী বসাক গত 9 মার্চ পর্বতারোহণের জন্য হুগলি থেকে রওনা দিয়েছিলেন ৷ অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয়ের পর, এ বার তিনি মাকালু পর্বত শৃঙ্গজয়ের জন্য যাত্রা শুরু করবেন ৷
যে সংস্থার সহায়তায় এই ট্রেকিং করছেন পিয়ালী বসাক, সেই সংস্থার তরফেই সোমবার সকালে অন্নপূর্ণা শৃঙ্গজয়ের খবরটি জানানো হয় ৷ গতকাল গভীর রাতে তিনি বেস ক্যাম্প থেকে অন্নপূর্ণা পর্বত জয়ের জন্য রওনা দিয়েছিলেন ৷ পিয়ালির সঙ্গে তাঁর দল ছাড়াও আরও দু’টি দল ছিল বলে জানা গিয়েছে ৷ আজ রাতেই বেস ক্যাম্পে ফিরে আসবেন পিয়ালী বসাক এবং তাঁর শেরপা ৷ তখনই এই সামিট নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে ওই ট্রেকিং সংস্থা ৷
জানা গিয়েছে, এ দিন অন্নপূর্ণা অভিযানের সময় আবহাওয়া যথেষ্টই খারাপ ছিল ৷ কিন্তু, পিয়ালী বসাক এবং তাঁর শেরপা দাওয়ানুরুর তাঁদের সাহস এবং অধ্যাবসায়ের কারণে সাফল্যের সঙ্গে পর্বতশৃঙ্গ জয় করতে পেরেছেন ৷ ওই সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পর্বতারোহণের দক্ষতা ও ঝুঁকি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকার কারণেই এই সাফল্য এসেছে ৷
উল্লেখ্য পিয়ালী বসাকের পর্বতারোহণের নেশা বহুদিনের ৷ পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন তিনি ৷ 2018 সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালী ৷ তারপর 2021 সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন চন্দননগরের মেয়ে ৷ 2019 সালে এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিলেন ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে তাঁকে মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছিল ৷ কিন্তু, হাল ছাড়েননি পিয়ালী ৷ 2022 সালের 22 মে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয়ের নজির গড়েছিলেন তিনি ৷
আরও পড়ুন: 'ভালবাসা'র টান, বাড়ি থেকে পালিয়ে তেনজিং নোরগের গ্রামে যান পিয়ালী
এভারেস্ট জয়ের দু’দিনের মাথায় বিশ্বের তুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন পিয়ালী বসাক ৷ এবার দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছেন এই বাঙালি-কন্যা ৷ তাঁর বোন তমালী বসাক জানিয়েছেন, নেপালের পর্বতারোহণ সংস্থার তরফে জানানো হয়েছে, পিয়ালী অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই সামিট করতে চেয়েছিলেন ৷ কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় সেটা সম্ভব হয়নি ৷