তারকেশ্বর, 22 মার্চ : প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে গোটা তারকেশ্বর জুড়ে চলছে জনতা কারফিউ । সকাল থেকেই সমস্ত দোকান পাঠ বন্ধ, চার জেলার সংযোগকারি তারকেশ্বর বাস স্ট্যান্ড ও সুনসান । তারকেশ্বর রেল স্টেশনেও একই চিত্র দেখা গেল । খোলা রয়েছে পেট্রল পাম্প ও ওষুধ দোকান ।
জনতা কারফিউ হলেও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খোলা খাবার কখা ওষুধ দোকান, খাবার দোকান বা পেট্রল পাম্প । রাজ্যের অন্যান্য শহরে বা জেলায় সে চিত্র দেখা না গেলেও তারকেশ্বরে সকাল থেকেই খোলা ওষুধ দোকান । খোলা পেট্রল পাম্পও । কিন্তু নেই সাধারণ মানুষ ।
অন্যদিকে, বাস বা অটো বন্ধ থাকলেও পেটের টানে বাড়ি থেকে বেরিয়েছেন টোটো চালকরা । কোরোনা সংক্রমণের কথা বলতেই তাদের দাবি, গরীব মানুষের এসব হয় না । একদিন না বেরলে খাব কী ? বেরিয়েও তো লোক নেই । বসেই আছি সকাল থেকে ।