ETV Bharat / state

রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ, তপ্ত পাণ্ডুয়ার হাসপাতাল - পাণ্ডুয়ো হাসপাতাল

পাণ্ডুয়ার হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনল এক রোগিণীর পরিবার ৷ হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত্যু, দাবি পরিবারের ৷

রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ, তপ্ত পাণ্ডুয়ার হাসপাতাল
author img

By

Published : Oct 20, 2019, 2:50 AM IST

পাণ্ডুয়া, 20 অক্টোবর : রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ৷ এই ইশুতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা ৷ মৃতার নাম নমিতা দাস ৷ তিনি পাণ্ডুয়া বোসপাড়ার বাসিন্দা ৷ ছেলের বিয়ে আজ৷ তাই গতকাল ঘর পরিষ্কারের তদারকি করছিলেন তিনি ৷ আচমকাই বিষাক্ত কোনও কিছু কামড়ায় তাঁকে ৷ যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ যন্ত্রণার উপশম করতে ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে ৷ বাড়িতে ফিরে যেতে বলা হয় ৷

বাড়িতে গেলে ফের যন্ত্রণা শুরু হয় ৷ হাসপাতালে নমিতাকে নিয়ে আসা হলে মারা যান তিনি ৷ এরপরই শুরু হয় বিক্ষোভ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ রোগীর পরিবারের অভিযোগ, কী কারণে নমিতা যন্ত্রণা পাচ্ছিলেন, তা বুঝতে পারেননি চিকিৎসকরা ৷ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি ৷ ভুল চিকিৎসায় মারা গিয়েছেন তিনি ৷

মৃতার স্বামী ভরত দাসের অভিযোগ, ''ECG-র জন্য আমার থেকে 150 টাকা চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু ওঁর হৃদযন্ত্রে কোনওরকম সমস্যা ছিল না ৷ চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেননি৷''

পাণ্ডুয়া, 20 অক্টোবর : রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ৷ এই ইশুতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা ৷ মৃতার নাম নমিতা দাস ৷ তিনি পাণ্ডুয়া বোসপাড়ার বাসিন্দা ৷ ছেলের বিয়ে আজ৷ তাই গতকাল ঘর পরিষ্কারের তদারকি করছিলেন তিনি ৷ আচমকাই বিষাক্ত কোনও কিছু কামড়ায় তাঁকে ৷ যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ যন্ত্রণার উপশম করতে ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে ৷ বাড়িতে ফিরে যেতে বলা হয় ৷

বাড়িতে গেলে ফের যন্ত্রণা শুরু হয় ৷ হাসপাতালে নমিতাকে নিয়ে আসা হলে মারা যান তিনি ৷ এরপরই শুরু হয় বিক্ষোভ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ রোগীর পরিবারের অভিযোগ, কী কারণে নমিতা যন্ত্রণা পাচ্ছিলেন, তা বুঝতে পারেননি চিকিৎসকরা ৷ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি ৷ ভুল চিকিৎসায় মারা গিয়েছেন তিনি ৷

মৃতার স্বামী ভরত দাসের অভিযোগ, ''ECG-র জন্য আমার থেকে 150 টাকা চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু ওঁর হৃদযন্ত্রে কোনওরকম সমস্যা ছিল না ৷ চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেননি৷''

Intro:পান্ডুয়া গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় থেকে স্থানীয় বাসিন্দারা।মৃতের নাম নমিতা দাস।তিনি পান্ডুয়া বোসপাড়ার বাসিন্দা।আগামী কাল ছেলের বিয়ের দেখাশোনার জন্য ঘর ঝাড়পোছ করছিলেন তিনি। নিজের বাড়িতে বিষাক্ত কিছু কামরায়।সঙ্গে সঙ্গে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যন্ত্রনা হওয়ায় হাসপাতালে ইঞ্জেকশান দিয়ে ছেরে দেয়।বাড়িতে গেলে আবার যন্ত্রনা শুরু হলে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।অভিযোগ চিকিৎসকের গাফিলতির জন্য মারা গেছে নমিতা।তাতেই উত্তেজনা হাসপাতালে ।ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ।

বাড়িতে সেসময় আলনার কাছে বিষাক্ত কিছু কামরায়।হাসপাতালে থেকে বাড়ি চলে আসে।বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ তখন তাকে ঠিকমত চিকিৎসা করা হয়নি।ইসিজি করার জন্য টাকা চাওয়া হয়।মৃত্যুর খবর পেয়ে মৃতার আত্মীয় এবং বোসপাড়ার লোকজন জরো হয় হাসপাতালে।উত্তেজনা
ছড়ায়।অভিযোগ সাপ না অন্য কিছু বিষাক্ত কিছুর কামরায় বুঝতে পারেনি হাসপাতালের চিকিৎসক। দ্রুত চিকিৎসার প্রয়োজন থাকলেও তা করা হয়নি।
স্বামী ভরত দাসের অভিযোগ চিকিৎসা সেরকম করেনি।আবার 150 টাকা ECG জন্য চায়।কিন্তু হার্টের কোন সমস্যাই ছিল নাআমার স্ত্রীর।Body:WB_HGL_PANDUA HOSPITAL AGITATION_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.