ETV Bharat / state

সকাল থেকে প্রার্থনা, রাত জাগবেন চন্দ্রকান্তের বাবা-মা

তাঁদের ছেলে ISRO-তে কর্মরত ৷ তৈরি করেছেন সাতটি অ্যান্টেনাও ৷ সেজন্য গর্বিত গুড়াপে চন্দ্রকান্ত কুমারের বাবা-মা ৷

author img

By

Published : Sep 7, 2019, 12:01 AM IST

চন্দ্রকান্ত কুমার

গুড়াপ, 7 সেপ্টেম্বর : চোখ-মুখে গর্বের ছাপ ৷ একইসঙ্গে ফুটে উঠছে চাপা টেনশন ও উত্তেজনা ৷ আর তাই সকাল থেকেই ঠাকুরঘরেই কাটছে তাঁর ৷ একটাই প্রার্থনা, যেন সফলভাবে চাঁদের মাটিতে পা পড়ে চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের ৷ তাহলেই পূরণ হবে ছেলে চন্দ্রকান্ত কুমারের স্বপ্ন, তাঁদেরও স্বপ্ন ৷

আপাত শান্ত গুড়াপের শিবপুর গ্রাম ৷ কিন্তু, আজকের ছবিটা অন্য ৷ হবে নাই বা কেন? গ্রামের ছেলে তো ইতিহাসের সামনে দাঁড়িয়ে ৷ কিছুক্ষণ পরেই চাঁদের মাটিতে পা দেবে ল্যান্ডার বিক্রম ৷ আর সেই চন্দ্রযানের সাতটি অ্যান্টেনা তৈরি করেছেন চন্দ্রকান্তবাবু ৷ চন্দ্রযান 2-এর ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর (টেকনিকাল) চন্দ্রকান্তবাবুও ৷ 2001 সালে যখন ISRO-তে যোগ দিয়েছিলেন তিনি, তখন স্থানীয়রা ঘুণাক্ষরেও টের পাননি একদিন তাঁর জন্যই সারা দেশ জানবে শিবপুরের নাম ৷ আর তাই আজ সকাল থেকেই উত্তেজনায় ফুটছে গ্রাম ৷

Chandrakant Kumar
চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর : বাড়ি ফিরলে বুকে জড়িয়ে ধরব, বললেন ISRO-র বিজ্ঞানী চন্দ্রকান্তর মা-বাবা

একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা-মায়ের ৷ তাঁর মা অসীমা কুমার বলেন, "সকাল থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছি বিক্রম যেন ভালোভাবে নামতে পারে । এতদূর যখন গেছে এটাও সফল হবে ।" ছেলের সঙ্গে কথা হয়েছে? " বৃহস্পতিবার রাত 10টার সময় কথা হয়েছে ৷" তবে, চন্দ্রযান-2 নিয়ে কোনও কথা হয়নি বলে জানালেন চন্দ্রকান্তবাবুর গর্বিত মা ৷ একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা মধুসূদন কুমারেরও ৷ সকাল থেকে রেডিয়োয় ল্যান্ডার বিক্রমের অবতরণ সংক্রান্ত খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ৷ তাঁরও একটাই প্রার্থনা, সবকিছু ভালো হয়েছে ৷ এবার অবতরণও সফলভাবে হোক ৷ তাঁর কথায়, "ল্যান্ডিংটা সফলভাবে হোক এটাই কামনা করি ।"

Chandrakant Kumar
চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর : চাঁদের ঠিক দক্ষিণ মেরুতে অবতরণ নয় ল্যান্ডার বিক্রমের, বোঝালেন জ্যোতির্পদার্থবিদ

রাতে তাই নজর থাকবে টেলিভিশনের পর্দায় ৷ জানালেন, দিনকয়েক আগে টেলিভিশনটা খারাপ হয়েছিল ৷ গতকাল সকাল হতেই তাই ছুটেছেন মেকানিকের কাছে ৷ সারানোর পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ৷ আজ সকালে ছেলের সঙ্গেও কথা হয়েছে ৷ তবে, সেই কথায় ছিল না চন্দ্রযান 2-এর কোনও রেশ ৷ আর এখন একটাই অপেক্ষায় রয়েছেন, কখন চাঁদের মাটিতে পা দেয় ল্যান্ডার বিক্রম ৷ সেই মুহূর্তটি চাক্ষুষ করতে উদগ্রীব চন্দ্রকান্তবাবুর মা ৷ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন, যদি কোনও কারণে ঘুমিয়ে পড়েন ৷ তাঁর কথায়, "রাত জাগার চেষ্টা করব । তবে অনেক রাতে তো । আমার শরীরও ভালো নেই । রাত জাগা সম্ভব হবে কি না জানি না, তবে চেষ্টা করব । ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখব ।"

এই সংক্রান্ত আরও খবর : ভুল শুধরে সফল হবেই ISRO, আশাবাদী বিকাশ সিনহা

গুড়াপ, 7 সেপ্টেম্বর : চোখ-মুখে গর্বের ছাপ ৷ একইসঙ্গে ফুটে উঠছে চাপা টেনশন ও উত্তেজনা ৷ আর তাই সকাল থেকেই ঠাকুরঘরেই কাটছে তাঁর ৷ একটাই প্রার্থনা, যেন সফলভাবে চাঁদের মাটিতে পা পড়ে চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের ৷ তাহলেই পূরণ হবে ছেলে চন্দ্রকান্ত কুমারের স্বপ্ন, তাঁদেরও স্বপ্ন ৷

আপাত শান্ত গুড়াপের শিবপুর গ্রাম ৷ কিন্তু, আজকের ছবিটা অন্য ৷ হবে নাই বা কেন? গ্রামের ছেলে তো ইতিহাসের সামনে দাঁড়িয়ে ৷ কিছুক্ষণ পরেই চাঁদের মাটিতে পা দেবে ল্যান্ডার বিক্রম ৷ আর সেই চন্দ্রযানের সাতটি অ্যান্টেনা তৈরি করেছেন চন্দ্রকান্তবাবু ৷ চন্দ্রযান 2-এর ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর (টেকনিকাল) চন্দ্রকান্তবাবুও ৷ 2001 সালে যখন ISRO-তে যোগ দিয়েছিলেন তিনি, তখন স্থানীয়রা ঘুণাক্ষরেও টের পাননি একদিন তাঁর জন্যই সারা দেশ জানবে শিবপুরের নাম ৷ আর তাই আজ সকাল থেকেই উত্তেজনায় ফুটছে গ্রাম ৷

Chandrakant Kumar
চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর : বাড়ি ফিরলে বুকে জড়িয়ে ধরব, বললেন ISRO-র বিজ্ঞানী চন্দ্রকান্তর মা-বাবা

একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা-মায়ের ৷ তাঁর মা অসীমা কুমার বলেন, "সকাল থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছি বিক্রম যেন ভালোভাবে নামতে পারে । এতদূর যখন গেছে এটাও সফল হবে ।" ছেলের সঙ্গে কথা হয়েছে? " বৃহস্পতিবার রাত 10টার সময় কথা হয়েছে ৷" তবে, চন্দ্রযান-2 নিয়ে কোনও কথা হয়নি বলে জানালেন চন্দ্রকান্তবাবুর গর্বিত মা ৷ একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা মধুসূদন কুমারেরও ৷ সকাল থেকে রেডিয়োয় ল্যান্ডার বিক্রমের অবতরণ সংক্রান্ত খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ৷ তাঁরও একটাই প্রার্থনা, সবকিছু ভালো হয়েছে ৷ এবার অবতরণও সফলভাবে হোক ৷ তাঁর কথায়, "ল্যান্ডিংটা সফলভাবে হোক এটাই কামনা করি ।"

Chandrakant Kumar
চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর : চাঁদের ঠিক দক্ষিণ মেরুতে অবতরণ নয় ল্যান্ডার বিক্রমের, বোঝালেন জ্যোতির্পদার্থবিদ

রাতে তাই নজর থাকবে টেলিভিশনের পর্দায় ৷ জানালেন, দিনকয়েক আগে টেলিভিশনটা খারাপ হয়েছিল ৷ গতকাল সকাল হতেই তাই ছুটেছেন মেকানিকের কাছে ৷ সারানোর পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ৷ আজ সকালে ছেলের সঙ্গেও কথা হয়েছে ৷ তবে, সেই কথায় ছিল না চন্দ্রযান 2-এর কোনও রেশ ৷ আর এখন একটাই অপেক্ষায় রয়েছেন, কখন চাঁদের মাটিতে পা দেয় ল্যান্ডার বিক্রম ৷ সেই মুহূর্তটি চাক্ষুষ করতে উদগ্রীব চন্দ্রকান্তবাবুর মা ৷ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন, যদি কোনও কারণে ঘুমিয়ে পড়েন ৷ তাঁর কথায়, "রাত জাগার চেষ্টা করব । তবে অনেক রাতে তো । আমার শরীরও ভালো নেই । রাত জাগা সম্ভব হবে কি না জানি না, তবে চেষ্টা করব । ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখব ।"

এই সংক্রান্ত আরও খবর : ভুল শুধরে সফল হবেই ISRO, আশাবাদী বিকাশ সিনহা

Intro:"বিক্রমের" সফলতায় ঈশ্বরের কাছে প্রার্থনা চন্দ্রকান্তের মায়ের। 22 শে জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করেছিল চন্দ্রযান 2। রাত 1 টা 55 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার "বিক্রম"।তাই বিক্রমের সফলতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন চন্দ্রকান্তের মা অসীমা দেবী। "বিক্রম" যেন বিক্রমের মতোই কাজ করুক এই প্রার্থনাই করেছেন তিনি। শুক্রবার সকাল থেকেই গুড়াপের শিবপুর গ্রামের মানুষ আনন্দে ভাসছে। চন্দ্রকান্ত কুমার যে স্কুলে পড়াশোনা করেছেন সেই খাজুরদাহা হাই স্কুল উৎসব স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষিকা থেকে শিক্ষক সকলেই অধীর আগ্রহে রয়েছেন ।এই গ্রামেরই দুই ছেলে চন্দ্রকান্ত ও শশীকান্ত। দুই ছেলেই ইসরোয় কাজ করেন। বড় ছেলে চন্দ্রকান্ত চন্দ্রযান 2 এর ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত।যার তৈরি সাতটি অ্যান্টেনা। চন্দ্রকান্তের মা অসীমা দেবী বলেন, সকাল থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছি বিক্রম যেনো ভালোভাবে নামতে পারে। তবে এতদূর যখন গেছে এটাও সফল হবে। তবে ছেলের সাথে গত রাত্রির দশটার সময় কথা হয়েছিল। ছেলের বাড়ি ফেরার কোনো সময় নেই। শুক্রবার দুপুর দুটোর সময় যাওয়ার কথা আছে ,রাত্রিতে আর বাড়ি ফেরা হবে না সারা রাতে ওখানে থাকতে হবে। আজকে রাত্রে রাত জাগার চেষ্টা করব। তবে অনেক রাত্রে। আমার শরীরও অসুস্থ । রাত জাগা সম্ভব হবে কিনা জানিনা, তবে চেষ্টা করব। ঘড়িতে এলার্ম দিয়ে রাখব। নিজের ছেলে হিসেবে গর্ববোধ করতে ইচ্ছা করে ছেলে আরো ভাল কাজ করুক এই আশায় চাইবো। দুই ছেলে পড়াশোনায় খুব ভালো। তাদের শিক্ষা দেওয়ার জন্য যতটুকু আমরা পেরেছি চেষ্টা করেছি। তার যে দেশজোড়া নাম হল এটা আমাদের কাছে গর্বের। তার নামেই আমরা এখন আমাদের পরিচিতি । তা না হলে আমাদের কে কেউ চিনত না। এখনও কাঠের জ্বালে রান্না করেন অসীমা দেবী।তবে ছেলেরা বারণ করে । চন্দ্রকান্ত বাবা মধুসূদন বাবু বলেন, ল্যান্ডিংটা সফলভাবে হোক এটাই কামনা করি। বাড়ির টিভিটা খারাপ হয়েছিল, এটা দেখার জন্য আজই মেকানিকের কাজ থেকে সারিয়ে নিয়ে এলাম। এটা যদি সফল হয় এর পরের গুলো আরো ভালো ভাবে সফল হবে।তবে ছেলের জন্য গর্ববোধ করি।Body:WB_HGL_GURAP CHANDRA JAN 2_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.