ETV Bharat / state

পাণ্ডুয়ায় বাইক চুরির ঘটনায় গ্রেফতার 5 - Pandua

পাণ্ডুয়ায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার 5 ৷ উদ্ধার 1টি বাইক ৷

পাণ্ডুয়ায় বাইক চুরির ঘটনায় গ্রেফতার 5
পাণ্ডুয়ায় বাইক চুরির ঘটনায় গ্রেফতার 5
author img

By

Published : May 24, 2021, 4:04 PM IST

পাণ্ডুয়া , 24 মে : পাণ্ডুয়ায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার 5 ৷ উদ্ধার 1টি বাইক ৷

ধৃতদের নাম সেখ সলমান ওরফে রাজা, সঞ্জীব গঞ্জ ওরফে ছোট্টু, হাবিব মণ্ডল, রাজকুমার তুড়ি এবং চিরঞ্জিত দাস ৷ সোমবার অভিযুক্তদের তোলা হয়েছে চুঁচুড়া আদালতে ।

রবিবার নামাজগড়ের বাসিন্দা পারভেজ আহমেদ সরকারের আবাসনের সামনে থেকে চুরি যায় একটি বাইক ৷ এরপরই তিনি পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামেন পাণ্ডুয়া থানার পুলিশ ।

পাণ্ডুয়ায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার 5

আরও পড়ুন : কোভিড বিধিনিষেধ অমান্য করেই হাওড়ায় খোলা মদের দোকান, গ্রেফতার 3

পুলিশ সূত্রে খবর, পাণ্ডুয়া কালনা রোড, জয়পুর রোড ও নামাজগড় থেকে প্রায়ই বাইক চুরির খবর আসছিল । তাই বিষয়টি নজরে ছিল প্রশাসনিক কর্তাদের ৷

এরপর রবিবার রাতে তাঁরা ধাওয়া করে একটি সন্দেহভাজন বাইককে ৷ তখনই দেবীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবকদের ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা গেছে চুরি যাওয়া একটি বাইক । পুরো ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷

পাণ্ডুয়া , 24 মে : পাণ্ডুয়ায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার 5 ৷ উদ্ধার 1টি বাইক ৷

ধৃতদের নাম সেখ সলমান ওরফে রাজা, সঞ্জীব গঞ্জ ওরফে ছোট্টু, হাবিব মণ্ডল, রাজকুমার তুড়ি এবং চিরঞ্জিত দাস ৷ সোমবার অভিযুক্তদের তোলা হয়েছে চুঁচুড়া আদালতে ।

রবিবার নামাজগড়ের বাসিন্দা পারভেজ আহমেদ সরকারের আবাসনের সামনে থেকে চুরি যায় একটি বাইক ৷ এরপরই তিনি পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামেন পাণ্ডুয়া থানার পুলিশ ।

পাণ্ডুয়ায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার 5

আরও পড়ুন : কোভিড বিধিনিষেধ অমান্য করেই হাওড়ায় খোলা মদের দোকান, গ্রেফতার 3

পুলিশ সূত্রে খবর, পাণ্ডুয়া কালনা রোড, জয়পুর রোড ও নামাজগড় থেকে প্রায়ই বাইক চুরির খবর আসছিল । তাই বিষয়টি নজরে ছিল প্রশাসনিক কর্তাদের ৷

এরপর রবিবার রাতে তাঁরা ধাওয়া করে একটি সন্দেহভাজন বাইককে ৷ তখনই দেবীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবকদের ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা গেছে চুরি যাওয়া একটি বাইক । পুরো ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.