ETV Bharat / state

সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপে টাকা নেওয়ার অভিযোগ

সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম বিনা মূল্যে প্রদান করার সরকারি নির্দেশিকা জারি রয়েছে । অভিযোগ, সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে । ফর্ম পিছু তিনশো টাকা করে ।

Hooghly news
ছবি
author img

By

Published : Sep 24, 2020, 9:54 PM IST

তারকেশ্বর, 24 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পের ফর্ম ফিলআপের জন্য টাকা নিচ্ছিলেন । অভিযোগ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির এক সদস্যের বিরুদ্ধে । অভিযুক্তের নাম রাজু পাখিরা । টাকা নেওয়ার সময় গ্রামবাসীদের কাছে হাতে-নাতে ধরা পড়েন তিনি । এরপর গ্রামবাসীরাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন ।

ক্যাম্প করে সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হচ্ছিল । অভিযোগ, ফর্ম পিছু তিনশো টাকা করে নিচ্ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমতির সদস্য রাজু পাখিরা ।

সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম বিনা মূল্যে প্রদান করার সরকারি নির্দেশিকা জারি রয়েছে । কিন্তু সেই ফর্ম বিলি করা হচ্ছে টাকার বিনিময়ে । ভঞ্জীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুলে ক্যাম্প করে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হয় এবং প্রতি জনের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এর পরই স্থানীয়রা ক্যাম্পে গিয়ে হাজির হন এবং পঞ্চায়েত সমিতির সদস্যকে হাতে নাতে ধরে ফেলেন ।

এদিকে ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । পুলিশ অবশ্য গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে ।

আরও পড়ুন : আমফান ক্ষতিপূরণে ফের স্বজনপোষণের অভিযোগ, দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম 3

তারকেশ্বর, 24 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পের ফর্ম ফিলআপের জন্য টাকা নিচ্ছিলেন । অভিযোগ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির এক সদস্যের বিরুদ্ধে । অভিযুক্তের নাম রাজু পাখিরা । টাকা নেওয়ার সময় গ্রামবাসীদের কাছে হাতে-নাতে ধরা পড়েন তিনি । এরপর গ্রামবাসীরাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন ।

ক্যাম্প করে সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হচ্ছিল । অভিযোগ, ফর্ম পিছু তিনশো টাকা করে নিচ্ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমতির সদস্য রাজু পাখিরা ।

সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম বিনা মূল্যে প্রদান করার সরকারি নির্দেশিকা জারি রয়েছে । কিন্তু সেই ফর্ম বিলি করা হচ্ছে টাকার বিনিময়ে । ভঞ্জীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুলে ক্যাম্প করে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হয় এবং প্রতি জনের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এর পরই স্থানীয়রা ক্যাম্পে গিয়ে হাজির হন এবং পঞ্চায়েত সমিতির সদস্যকে হাতে নাতে ধরে ফেলেন ।

এদিকে ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । পুলিশ অবশ্য গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে ।

আরও পড়ুন : আমফান ক্ষতিপূরণে ফের স্বজনপোষণের অভিযোগ, দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.