শ্রীরামপুর, 20 সেপ্টেম্বর : রবিবার ছুটির দিনে স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন ৷ বাইকে করে কোথাও যাচ্ছিলেন দুজনে ৷ কিন্তু, পথে যে মৃত্যু ওঁত পেতে আছে, তা কে জানত ? শ্রীরামপুরের রেলব্রিজ দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি গাড়ি ধাক্কা মারে বাইকে ৷ এরপরেই বাইক থেকে ছিটকে প্রায় 40 ফুট নিচে পড়ে যান মহিলা ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ৷ মৃতার নাম অর্পিতা পাল (32) ৷
গতকাল সন্ধ্যায় স্বামী মলয় পালের সঙ্গে বেরিয়েছিলেন অর্পিতা ৷ বাইকে করে শ্রীরামপুরের রেল ব্রিজ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে ৷ অর্পিতা পিছনেই বসেছিলেন ৷ রেল ব্রিজ দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি হঠাৎ তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ সেইসময় আর নিয়ন্ত্রণ না রাখতে পেরে বাইকটিও সোজা গিয়ে ব্রিজে ধাক্কা মারে ৷ সেইসময় ব্রিজ থেকে সোজা 40 ফুট নিচে পড়ে যান ওই মহিলা ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা দুজনকেই হাসপাতালে নিয়ে যায় ৷
আরও পড়ুন, Mumbai Ganpati Visarjan : গণেশ বিসর্জনে অঘটন, সমুদ্রে তলিয়ে গেল 5টি প্রাণ
কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অর্পিতার মৃত্যু হয় । স্বামী মলয় পাল গুরুতর আহত অবস্থায় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন । শ্রীরামপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ।