ETV Bharat / state

ভদ্রেশ্বরে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত বাড়িতে বোমা ফেটে জখম নাবালক - BOMB BLAST

শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে বাড়ির কাছেই খেলছিল কায়মুদ্দিন । খেলতে খেলতেই সে এঙ্গাস ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে যায় । সেখানে দুটি বোমা পড়েছিল । বোমা তুলতে গেলে ফেটে যায় । বোমের আওয়াজে স্থানীয় বাসিন্দারা সেখানে যান ।

Bhadreshwar
Bhadreshwar
author img

By

Published : Oct 31, 2020, 10:54 PM IST

ভদ্রেশ্বর , 31 অক্টোবর : পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমা ফেটে আহত নাবালক । নাম কায়ামুদ্দিন । তাঁর বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে উত্তর গোল পাড়ায় ।

শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে বাড়ির কাছেই খেলছিল কায়মুদ্দিন । খেলতে খেলতেই সে এঙ্গাস ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে যায় । সেখানে দুটি বোমা পড়েছিল । বোমা তুলতে গেলে ফেটে যায় । বোমের আওয়াজে স্থানীয় বাসিন্দারা সেখানে যান ।

কৈমুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে । পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । কৈমুদ্দিনের ডান হাত গুরুতর জখম হয়েছে ।

ফাঁড়ির পাশের বাড়িতে কোথা থেকে বোমা এল ? কারা এর এনেছে তা জানতে তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।

ভদ্রেশ্বর , 31 অক্টোবর : পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমা ফেটে আহত নাবালক । নাম কায়ামুদ্দিন । তাঁর বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে উত্তর গোল পাড়ায় ।

শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে বাড়ির কাছেই খেলছিল কায়মুদ্দিন । খেলতে খেলতেই সে এঙ্গাস ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে যায় । সেখানে দুটি বোমা পড়েছিল । বোমা তুলতে গেলে ফেটে যায় । বোমের আওয়াজে স্থানীয় বাসিন্দারা সেখানে যান ।

কৈমুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে । পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । কৈমুদ্দিনের ডান হাত গুরুতর জখম হয়েছে ।

ফাঁড়ির পাশের বাড়িতে কোথা থেকে বোমা এল ? কারা এর এনেছে তা জানতে তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.