পুরুলিয়া, 18 মে : খানিকক্ষণের কালবৈশাখী ঝড়ের বলি 1 ৷ আহত হয়েছেন দু’জন ৷ অপরদিকে বজ্রপাতে মারা গিয়েছে একটি গবাদি পশু এবং আহত হয়েছে আরও একটি (Purulia Thunderstorm Death) ৷
মঙ্গলবার বিকাল থেকেই পুরুলিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হয় সঙ্গে বজ্রপাত ৷ সেই সময়ে একটি মুরগি খামারে কাজ করছিলেন এক দিনমজুর ৷ বজ্রপাতে মৃত্যু হয় ওইব্যক্তির ৷ মৃতের নাম বিপিন কারিয়র (50) ৷ বজ্রপাতে আহতরা হলেন পাণ্ডব মাহাতো ও ইন্দ্রজিৎ মাহাতো ৷ আহতরা দু’জনেই চাঁদই গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে, ঝড়-বৃষ্টির সময় পাণ্ডব মাহাতোর মুরগির খামারে কাজ করছিলেন তাঁরা ৷ হঠাৎ বজ্রপাতে তিনজনে জখম হন গুরুতর ভাবে ৷ তাঁদের ঝালদা 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরা । সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপিনকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসাধীন রয়েছেন অন্য দু’জন ।
অন্যদিকে, ঝালদা 11 নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একটি গাভীর । জখম হয়েছে আরও একটি গরু। ঘটনাস্থল থেকে প্রায় 15 মিটার দূরে যেখানে বাজটি পড়েছে সেখানে বিশালাকার গর্ত সৃষ্টি হয়েছে ৷ ঝড়ে বেশ কিছু গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ পাশাপাশি বৈদ্যুতিন খুঁটি ভেঙে তার ছিঁড়ে যাওয়ার পরে প্রায় 5 ঘণ্টা ধরে পুরুলিয়ায় বিস্তৃর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে যায় ।
আরও পড়ুন: Death due to Storm : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়