ETV Bharat / state

ফিরল ভাগাড় কাণ্ডের স্মৃতি, গুপ্তিপাড়ায় 100 কেজি পচা মাংস-সহ গ্রেপ্তার ব্যবসায়ী - ভাগাড় কাণ্ড

গুপ্তিপাড়ার একটি দোকানে পচা মাংস মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে আজ এলাকায় হানা দেয় পুলিশ ৷ দোকানের ভিতর ফ্রিজ থেকে প্রায় 100 কেজি পচা মাংস বাজেয়াপ্ত করে পুলিশ ৷ দোকানের মালিক সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ফিরল ভাগাড় কাণ্ডের স্মৃতি, গুপ্তিপাড়ায় 100 কেজি পচা মাংস-সহ গ্রেপ্তার ব্যবসায়ী
author img

By

Published : Aug 18, 2019, 11:12 PM IST

Updated : Aug 18, 2019, 11:19 PM IST

গুপ্তিপাড়া, 18 অগাস্ট : ফিরে এল ভাগাড় কাণ্ডের স্মৃতি ৷ ফ্রিজে মজুত রাখা পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হল ৷ ধৃতের নাম সুশান্ত দাস ৷ গুপ্তিপাড়া স্টেশন বাজারের ঘটনা ৷

আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির

গুপ্তিপাড়ার একটি দোকানে পচা মাংস মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে আজ এলাকায় হানা দেয় পুলিশ ৷ দোকানের ভিতর ফ্রিজ থেকে প্রায় 100 কেজি পচা মাংস বাজেয়াপ্ত করে পুলিশ ৷ দোকানের মালিক সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা নির্মল দাস বলেন, "গ্রামের মধ্যে ভাগাড়ের মাংস মজুতের খবর পেয়ে খুবই চিন্তিত ৷ এবার থেকে সামনে না কাটিয়ে আর মাংস কিনব না ৷"

আরও পড়ুন : এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

গতবছর এপ্রিল-মে মাসে বজবজ এবং দেগঙ্গায় ভাগাড় কাণ্ডের হদিশ মেলে ৷ জানা যায়, ভাগাড়ে ফেলে দেওয়া পশুদের মাংস কলকাতার বিভিন্ন রেস্তরাঁ ও দোকানে পাঠানো হত ৷ গ্রেপ্তার করা হয় বজবজ ভাগাড় কাণ্ডের মূল পান্ডা বিশ্বনাথ ভড়ে ওরফে বিশুকে ৷ এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ৷

গুপ্তিপাড়া, 18 অগাস্ট : ফিরে এল ভাগাড় কাণ্ডের স্মৃতি ৷ ফ্রিজে মজুত রাখা পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হল ৷ ধৃতের নাম সুশান্ত দাস ৷ গুপ্তিপাড়া স্টেশন বাজারের ঘটনা ৷

আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির

গুপ্তিপাড়ার একটি দোকানে পচা মাংস মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে আজ এলাকায় হানা দেয় পুলিশ ৷ দোকানের ভিতর ফ্রিজ থেকে প্রায় 100 কেজি পচা মাংস বাজেয়াপ্ত করে পুলিশ ৷ দোকানের মালিক সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা নির্মল দাস বলেন, "গ্রামের মধ্যে ভাগাড়ের মাংস মজুতের খবর পেয়ে খুবই চিন্তিত ৷ এবার থেকে সামনে না কাটিয়ে আর মাংস কিনব না ৷"

আরও পড়ুন : এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

গতবছর এপ্রিল-মে মাসে বজবজ এবং দেগঙ্গায় ভাগাড় কাণ্ডের হদিশ মেলে ৷ জানা যায়, ভাগাড়ে ফেলে দেওয়া পশুদের মাংস কলকাতার বিভিন্ন রেস্তরাঁ ও দোকানে পাঠানো হত ৷ গ্রেপ্তার করা হয় বজবজ ভাগাড় কাণ্ডের মূল পান্ডা বিশ্বনাথ ভড়ে ওরফে বিশুকে ৷ এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ৷

Intro:ভাগার কান্ডের স্মৃতি ফিরিয়ে আটক দোকান মালিক। ফ্রিজে রাখা মুরগীর মাংস।গুপ্তিপাড়া স্টেশন বাজারে সুশান্ত দাসের মাংসের দোকান থেকে আজ বিকেলে প্রায় এক কুইন্টাল মাংস আটক করে পুলিশ।ডিপ ফ্রিজারে রাখা ছিল বিপুল পরিমান প্রায় বরফ হয়ে যাওয়া মাংস।নামি ফার্মের মাংস বিক্রির নামে ফ্রিজে জমিয়ে রাখা মুরগীর মাংস বিক্রি করার অভিযোগ ছিল বিক্রেতার বিরুদ্ধে।খবর পেয়ে আজ হানা দেয় পুলিশ।কি উদ্দেশ্যে এই মাংস মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে বলাগড় থানার পুলিশ।Body:WB_HGL_BALAGAR INCIDENT_7203418Conclusion:
Last Updated : Aug 18, 2019, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.