ETV Bharat / state

"ভিক্ষা করব, তবু ছেলের কাছে ফিরব না" - police

ছেলে বউমাদের অবহেলায় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বৃদ্ধ দম্পতি ।

আত্মহত্যার চেষ্টায় বৃদ্ধ দম্পতি
author img

By

Published : May 10, 2019, 11:18 PM IST

Updated : May 10, 2019, 11:26 PM IST

ভদ্রেশ্বর, 10 মে : বউমাদের গঞ্জনা আর অবহেলায় গঙ্গায় ঝাঁপ দিল বৃদ্ধ দম্পতি । ঘটনা বুঝতে পেরে ঘাটে উপস্থিত মানুষজন তাঁদের উদ্ধার করেন । ঘটনাস্থানে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ ।

বৃদ্ধ দম্পতির নাম শত্রুঘ্ন সিনহা (80) ও মালা সিনহা (65) । বাড়ি ভদ্রেশ্বরের শিবতলায় । আজ সকাল 11 টা নাগাদ ছেলে বউমার সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা । তারপর চন্দননগরে বিশালক্ষ্মী ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন । খবর দেওয়া হয় বাড়িতে । দু'জনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

শত্রুঘ্নবাবু অবসরপ্রাপ্ত শ্রমিক । তাঁর দুই ছেলেই জুটমিলে কাজ করে । বয়সজনিত অসুস্থতার কারণে দুর্ব্যবহার করা হত তাঁদের সঙ্গে । তাই সহ্যশক্তি হারিয়ে আজ আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । এখনও তাঁদের বক্তব্য, "আমরা মরতে পারলেই ভালো হত ।" শত্রুঘ্নবাবু বলেন, "কোনও অশান্তি না থাকলে কি গঙ্গায় মরতে যাই ? ছেলে বউমারা আমাদের রাখতে চায় না । আমরা বাড়ি থেকে গিয়ে ভিক্ষা করে খাব । কিন্তু এদের কথা শুনতে পারব না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বউমা মমতা সিনহা বলেন, "এতদিন অত্যাচার তো ওঁরা করে এসেছেন । মারধর, থানা, কোর্ট, পুলিশ । সবই করেছেন । তাও তাঁদের আমি এখনও দেখছি । আমার খাচ্ছে না । ওঁদের ছেলের খাচ্ছে । আমার দেখতে অসুবিধা তো নেই । আমাদের খান । আর আমাদেরই দোষারোপ করেন ।"

ভদ্রেশ্বর, 10 মে : বউমাদের গঞ্জনা আর অবহেলায় গঙ্গায় ঝাঁপ দিল বৃদ্ধ দম্পতি । ঘটনা বুঝতে পেরে ঘাটে উপস্থিত মানুষজন তাঁদের উদ্ধার করেন । ঘটনাস্থানে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ ।

বৃদ্ধ দম্পতির নাম শত্রুঘ্ন সিনহা (80) ও মালা সিনহা (65) । বাড়ি ভদ্রেশ্বরের শিবতলায় । আজ সকাল 11 টা নাগাদ ছেলে বউমার সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা । তারপর চন্দননগরে বিশালক্ষ্মী ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন । খবর দেওয়া হয় বাড়িতে । দু'জনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

শত্রুঘ্নবাবু অবসরপ্রাপ্ত শ্রমিক । তাঁর দুই ছেলেই জুটমিলে কাজ করে । বয়সজনিত অসুস্থতার কারণে দুর্ব্যবহার করা হত তাঁদের সঙ্গে । তাই সহ্যশক্তি হারিয়ে আজ আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । এখনও তাঁদের বক্তব্য, "আমরা মরতে পারলেই ভালো হত ।" শত্রুঘ্নবাবু বলেন, "কোনও অশান্তি না থাকলে কি গঙ্গায় মরতে যাই ? ছেলে বউমারা আমাদের রাখতে চায় না । আমরা বাড়ি থেকে গিয়ে ভিক্ষা করে খাব । কিন্তু এদের কথা শুনতে পারব না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বউমা মমতা সিনহা বলেন, "এতদিন অত্যাচার তো ওঁরা করে এসেছেন । মারধর, থানা, কোর্ট, পুলিশ । সবই করেছেন । তাও তাঁদের আমি এখনও দেখছি । আমার খাচ্ছে না । ওঁদের ছেলের খাচ্ছে । আমার দেখতে অসুবিধা তো নেই । আমাদের খান । আর আমাদেরই দোষারোপ করেন ।"

বৌমাদের গঞ্জনা আর অবহেলায় গঙ্গায় ঝাঁপ শ্বশুর ও শাশুড়ি।ঘাটের স্থানীয় মানুষ উদ্ধার করে দুই বয়স্ক দম্পতিদের। অভিযোগ ছেলে ও বৌমাদের বিরুদ্ধে।ঘটনাস্থানে ভদ্রেশ্বর থানার পুলিশ।পরে স্থানীয় বাসিন্দারা গঙ্গা জল থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।তবে ছেলে বৌমাদের বক্তব্য আমরা কোন অত্যাচার করি না।ওনাদের বয়সের জন্যই মাঝে মধ্যেই এসব করেন।ওনারা আমাদের খাবেন আমাদেরই বদনাম করবেন। আজ 11 নাগাদ ছেলে বৌমার সঙ্গে অশান্তির করে চন্দননগরে বিশালক্ষী গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির ।স্থানীয় মানুষেরা দেখতে পেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধার করে বৃদ্ধ দম্পতিকে।পরে খবর দেওয়ায় হয় পরিবারে।পরে তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।তারা ছেলে বৌমার সঙ্গে ভাড়া বাড়িতে ভদ্রেশ্বরের শিবতলায়।বৃদ্ধ দম্পতির নাম শত্রুঘ্ন সিনহা ।(80 )ও তার স্ত্রী মালা সিনহা ।(65)।শত্রুঘ্ন বাবু ব্রেথয়েট অবসর প্রাপ্ত শ্রমিক।দুই ছেলে জুটমিলও কারখানায় কাজ করে।মাঝে মধ্যেই বৌমাদের সঙ্গে ঝামেলা হয়।বয়স জনিত অসুস্থতার কারণে জন্য দুর্ব্যবহার করা হত তাদের সঙ্গে।তাই আজ সহ্য শক্তি হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তারা।এখনো বক্তব্য আমরা মরতে পারলেই ভালো হয়। বৃদ্ধ শত্রুঘ্ন বাবুর অভিযোগ কোনো অশান্তি না থাকলে গঙ্গায় মরতে যাই।আমাদের রাখতে চায় না আমাদের ছেলে ও বৌমারা।আমরা আবার বাড়ি থেকে চলে গিয়ে ভিক্ষা করে খাবো।কিন্তু এদের কথা শুনতে পারব না। বৌমা মমতা সিনহা দাবী আমাদের খাচ্ছে আমাদেরই বদনাম করছে।আমাদের সঙ্গে কেস ঝামেলা অনেক কিছু হয়েছে।তাসত্বেও আমরা রেখেছি।
Last Updated : May 10, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.