ETV Bharat / state

FIR Against Locket Chatterjee: মনোনয়ন চলাকালীন পুলিশের কাজে বাধা, লকেটের বিরুদ্ধে এফআইআর পাণ্ডুয়া থানার ওসির - লকেট চট্টোপাধ্যায়

12 জুন মনোনয়নের কাজ দেখতে বিডিও অফিসে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ মনোনয়ন চলাকালীন পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে হুগলির সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পাণ্ডুয়া থানার ওসি ।

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 18, 2023, 10:09 AM IST

Updated : Jun 18, 2023, 7:04 PM IST

লকেটের বিরুদ্ধে এফআইআর পাণ্ডুয়া ওসির

পাণ্ডুয়া, 18 জুন: মনোনয়ন কেন্দ্রে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এই অভিযোগ তুলে এফআইআর করলেন পাণ্ডুয়া থানার ওসি। প্রসঙ্গত, গত 12 জুন পাণ্ডুয়ার বিডিও অফিসে মনোনয়নের কাজ ঠিকঠাক চলছে কি না তা সরেজমিনে দেখতে যান লকেট । সেসময় মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি ছিল ৷ সেদিন সাংসদ পায়ে হেঁটে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন ৷ তবে সেখানে উপস্থিত কর্তব্যরত ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়-সহ পুলিশ আধিকারিকরা লকেটকে বিডিও অফিসের ভেতরে ঢুকতে বাঁধা দেন । এরপর তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুগলির এই সাংসদ ৷

বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর বিডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে শেষমেশ ঢুকতে দেওয়া হয় লকেটকে । এ ব্যাপারে নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানান হুগলির সাংসদ । পরবর্তী সময়ে পুলিশের কাজে বাঁধা দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই এফআইআর করলেন ওসি অর্ণব গঙ্গোপাধ্যায় ।

Locket Chatterjee
লকেটের বিরুদ্ধে এফআইআর

তাঁর বিরুদ্ধে করা অভিযোগের ব্যাপারে সাংসদ বলেন, " মনোনয়ন ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখতে গিয়েছিলাম । একজন সাংসদ তাঁর সংসদ এলাকায় ঘুরতে পারবে না ! ওসির সাংসদকে আটকানোর অধিকার আছে ? বাংলায় অরাজকতা চলছে । সন্ত্রাস চলছে । পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । একজন সাংসদ হিসেবে আমি বিষয়টি মুখ্যসচিবকে জানিয়েছি । এর পরবর্তী পদক্ষেপ কী হয় সেটার অপেক্ষায় রইলাম ।"

Locket Chatterjee
লকেটের বিরুদ্ধে এফআইআর

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিডিও অফিসে ঢুকতে বাধা সাংসদ লকেটকে, পুলিশের সঙ্গে বচসা

পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "হুগলির সাংসদকে মানুষের কোনও সমস্যার সময় দেখতে পাওয়ায় যায় না । পাণ্ডুয়ায় সমস্ত বিরোধীরা এক যোগে মনোনয়ন তুলছে । কিছু সমস্যা হয়নি । উনি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার করার চেষ্টা করছেন । পুলিশ ও নির্বাচন কমিশন তাদের প্রক্রিয়াকে সঠিকভাবে চালানোর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমাদের আইনের উপর ভরসা আছে ।"

লকেটের বিরুদ্ধে এফআইআর পাণ্ডুয়া ওসির

পাণ্ডুয়া, 18 জুন: মনোনয়ন কেন্দ্রে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এই অভিযোগ তুলে এফআইআর করলেন পাণ্ডুয়া থানার ওসি। প্রসঙ্গত, গত 12 জুন পাণ্ডুয়ার বিডিও অফিসে মনোনয়নের কাজ ঠিকঠাক চলছে কি না তা সরেজমিনে দেখতে যান লকেট । সেসময় মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি ছিল ৷ সেদিন সাংসদ পায়ে হেঁটে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন ৷ তবে সেখানে উপস্থিত কর্তব্যরত ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়-সহ পুলিশ আধিকারিকরা লকেটকে বিডিও অফিসের ভেতরে ঢুকতে বাঁধা দেন । এরপর তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুগলির এই সাংসদ ৷

বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর বিডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে শেষমেশ ঢুকতে দেওয়া হয় লকেটকে । এ ব্যাপারে নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানান হুগলির সাংসদ । পরবর্তী সময়ে পুলিশের কাজে বাঁধা দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই এফআইআর করলেন ওসি অর্ণব গঙ্গোপাধ্যায় ।

Locket Chatterjee
লকেটের বিরুদ্ধে এফআইআর

তাঁর বিরুদ্ধে করা অভিযোগের ব্যাপারে সাংসদ বলেন, " মনোনয়ন ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখতে গিয়েছিলাম । একজন সাংসদ তাঁর সংসদ এলাকায় ঘুরতে পারবে না ! ওসির সাংসদকে আটকানোর অধিকার আছে ? বাংলায় অরাজকতা চলছে । সন্ত্রাস চলছে । পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । একজন সাংসদ হিসেবে আমি বিষয়টি মুখ্যসচিবকে জানিয়েছি । এর পরবর্তী পদক্ষেপ কী হয় সেটার অপেক্ষায় রইলাম ।"

Locket Chatterjee
লকেটের বিরুদ্ধে এফআইআর

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিডিও অফিসে ঢুকতে বাধা সাংসদ লকেটকে, পুলিশের সঙ্গে বচসা

পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "হুগলির সাংসদকে মানুষের কোনও সমস্যার সময় দেখতে পাওয়ায় যায় না । পাণ্ডুয়ায় সমস্ত বিরোধীরা এক যোগে মনোনয়ন তুলছে । কিছু সমস্যা হয়নি । উনি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার করার চেষ্টা করছেন । পুলিশ ও নির্বাচন কমিশন তাদের প্রক্রিয়াকে সঠিকভাবে চালানোর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমাদের আইনের উপর ভরসা আছে ।"

Last Updated : Jun 18, 2023, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.