ETV Bharat / state

ভ্যাকসিন বন্ধ সিঙ্গুরে, নাজেহাল সাধারণ মানুষ - corona situation

সিঙ্গু্র গ্ৰামীণ হাসপাতালে প্রচুর মানুষের ভিড় হচ্ছে ভ্যাকসিন পাবার আশায়। কিন্তু গত কালের পর আজ নতুন নোটিস ঝোলানো হয়েছে হাসপাতাল চত্বরে। বিনা স্ট‍্যাপ কিংবা স্বাক্ষর ছাড়া সেই নোটিসে লেখা আছে ভ‍্যাক্সিনের ক‍্যাম্প না হবার কথা । পরবর্তী কবে হবে তার কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ না করেই লেখা আছে " পরবর্তী ক‍্যাম্প কবে হবে, তা নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এই নোটিস নিয়ে বাড়ছে বিভ্রান্তি। কবে হবে ভ‍্যাকসিন তা জানতে ভোর থেকে ভিড় জমাচ্ছেন প্রথম ডোজ নেওয়া মানুষেরা ৷ কিন্তু ছ‘দিন হয়ে গেল ক‍্যাম্প বন্ধ। তাই হয়রানির শিকার হচ্ছেন শয়ে শয়ে প্রথম ডোজ নেওয়া মানুষ।

নোটিস পর নোটিস, ভ্যাকসিন চালু হচ্ছে না সিঙ্গুরে
নোটিস পর নোটিস, ভ্যাকসিন চালু হচ্ছে না সিঙ্গুরে
author img

By

Published : May 18, 2021, 11:01 PM IST

সিঙ্গুর, 18 মে : ভ্যাকসিনের আকাল ৷ কোথাও মিলছে তো কোথাও মিলছে না ৷ যাঁরা বয়স্ক অথবা যাঁদের টোটো অটো ভাড়া করে দূর থেকে আসতে হয়, বিপাকে পড়ছেন তাঁরা ৷ এরকমই ছবি ফুটে উঠল সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ৷ হাসপাতাল জুড়ে পোষ্টার লাগানো, ভ‍্যাকসিন না থাকার কারণে ১৮ ও ১৯ মে ভ‍্যাক্সিনেসনের দ্বিতীয় ডোজ হবে না । আপাতত অনির্দিষ্ট কালের জন‍্য ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্প বন্ধ থাকবে।

এই সেই নোটিস
এই সেই নোটিস

স্থানীয় সূত্রে খবর, এর আগে 12 মে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে ভ্যাসকিন দেওয়া হয়েছিল । তারপরের দিন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ভ্যাকসিন না থাকায় বন্ধ ছিল হাসপাতাল। ফের একই কারণে নোটিস পড়েছে হাসপাতলে। স্থানীয় মানুষের অভিযোগ, তাঁরা টোটো ভাড়া দিয়ে দুর দুরান্ত থেকে আসছেন ৷ কিন্তু রোজই হাসপাতালের সামনে নোটিস দেখে ফিরে যেতে হচ্ছে ৷ এভাবে কতদিন এসে ভোগান্তির স্বীকার হতে হবে, প্রশ্ন তুলেছেন সিঙ্গুরবাসী। বাড়ি থেকে বারবার বেরলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি ৷ সবথেকে বেশি সমস্যায় পড়ছেন বয়স্করা।

নোটিস পর নোটিস, ভ্যাকসিন চালু হচ্ছে না সিঙ্গুরে

জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে খবর , ভ্যাকসিন কম থাকার কারণে নিদিষ্ট কিছু জায়গায় ভ্যাকসিন দেওয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন এলেই দেওয়া হবে। আজও ভোরবেলা থেকে সিঙ্গু্র গ্ৰামীণ হাসপাতালে প্রচুর মানুষের ভিড় হয় ভ্যাকসিন পাবার আশায়। কিন্তু গত কালকের পর আজ নতুন নোটিস ঝোলানো হয়েছে হাসপাতাল চত্বরে। বিনা স্ট‍্যাপ কিংবা স্বাক্ষর ছাড়া সেই নোটিসে লেখা আছে ভ‍্যাক্সিনের ক‍্যাম্প না হবার কথা ।

পরবর্তী কবে হবে তার কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ না করেই লেখা আছে, পরবর্তী ক‍্যাম্প কবে হবে, তা নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এই নোটিস নিয়ে বাড়ছে বিভ্রান্তি। কবে হবে ভ‍্যাকসিন তা জানতে ভোর থেকে ভিড় জমাচ্ছেন প্রথম ডোজ নেওয়া মানুষেরা ৷ কিন্তু ছয় দিন হয়ে গেল ক‍্যাম্প বন্ধ। তাই হয়রানির শিকার হচ্ছেন শয়ে শয়ে প্রথম ডোজ নেওয়া মানুষ।


আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

সিঙ্গুর, 18 মে : ভ্যাকসিনের আকাল ৷ কোথাও মিলছে তো কোথাও মিলছে না ৷ যাঁরা বয়স্ক অথবা যাঁদের টোটো অটো ভাড়া করে দূর থেকে আসতে হয়, বিপাকে পড়ছেন তাঁরা ৷ এরকমই ছবি ফুটে উঠল সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ৷ হাসপাতাল জুড়ে পোষ্টার লাগানো, ভ‍্যাকসিন না থাকার কারণে ১৮ ও ১৯ মে ভ‍্যাক্সিনেসনের দ্বিতীয় ডোজ হবে না । আপাতত অনির্দিষ্ট কালের জন‍্য ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্প বন্ধ থাকবে।

এই সেই নোটিস
এই সেই নোটিস

স্থানীয় সূত্রে খবর, এর আগে 12 মে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে ভ্যাসকিন দেওয়া হয়েছিল । তারপরের দিন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ভ্যাকসিন না থাকায় বন্ধ ছিল হাসপাতাল। ফের একই কারণে নোটিস পড়েছে হাসপাতলে। স্থানীয় মানুষের অভিযোগ, তাঁরা টোটো ভাড়া দিয়ে দুর দুরান্ত থেকে আসছেন ৷ কিন্তু রোজই হাসপাতালের সামনে নোটিস দেখে ফিরে যেতে হচ্ছে ৷ এভাবে কতদিন এসে ভোগান্তির স্বীকার হতে হবে, প্রশ্ন তুলেছেন সিঙ্গুরবাসী। বাড়ি থেকে বারবার বেরলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি ৷ সবথেকে বেশি সমস্যায় পড়ছেন বয়স্করা।

নোটিস পর নোটিস, ভ্যাকসিন চালু হচ্ছে না সিঙ্গুরে

জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে খবর , ভ্যাকসিন কম থাকার কারণে নিদিষ্ট কিছু জায়গায় ভ্যাকসিন দেওয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন এলেই দেওয়া হবে। আজও ভোরবেলা থেকে সিঙ্গু্র গ্ৰামীণ হাসপাতালে প্রচুর মানুষের ভিড় হয় ভ্যাকসিন পাবার আশায়। কিন্তু গত কালকের পর আজ নতুন নোটিস ঝোলানো হয়েছে হাসপাতাল চত্বরে। বিনা স্ট‍্যাপ কিংবা স্বাক্ষর ছাড়া সেই নোটিসে লেখা আছে ভ‍্যাক্সিনের ক‍্যাম্প না হবার কথা ।

পরবর্তী কবে হবে তার কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ না করেই লেখা আছে, পরবর্তী ক‍্যাম্প কবে হবে, তা নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এই নোটিস নিয়ে বাড়ছে বিভ্রান্তি। কবে হবে ভ‍্যাকসিন তা জানতে ভোর থেকে ভিড় জমাচ্ছেন প্রথম ডোজ নেওয়া মানুষেরা ৷ কিন্তু ছয় দিন হয়ে গেল ক‍্যাম্প বন্ধ। তাই হয়রানির শিকার হচ্ছেন শয়ে শয়ে প্রথম ডোজ নেওয়া মানুষ।


আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.