ETV Bharat / state

কোরোনা হওয়ায় ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ,পঞ্চায়েত অফিসে ভাঙচুর - harassment of health workers in Hooghly

ক্যানসারে আক্রান্ত হওয়ায় SSKM হাসপাতালে কেমোথেরাপি চলছিল এক ব্যক্ত্রি ৷ সেখানেই তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর তাঁকে ব্যান্ডেল ESI হাসপাতালে ভরতি করা হয় ।

Balagarh
author img

By

Published : Sep 23, 2020, 11:06 AM IST

বলাগড় , 23 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হওয়ায় এক ক্যানসার রোগীর চিকিৎসায় গাফিলতির উঠল হাসপাতালের বিরুদ্ধে । এমনকী , ওই রোগীকে মারধর করা হয় বলেও অভিযোগ । এর জেরে গতকাল বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতে অফিসে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ৷ সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ এরপর বলাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে বলাগড়ের BDO-র নির্দেশে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয় । সেই সঙ্গে যারা পঞ্চায়েত ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান নিমাই সাধুখাঁ ।

ওই রোগী ক্যানসারে আক্রান্ত হওয়ায় SSKM হাসপাতালে তাঁর কেমোথেরাপি চলছিল ৷ সেখানেই 5 সেপ্টেম্বর তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই ওই ব্যক্তিকে ব্যান্ডেল ESI হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁকে 14 দিন কোয়ারানটিনে রাখা হয় ৷ অভিযোগ সেই সময় তাঁকে মারধর করা হয় ৷ অন্যদিকে হাসপাতাল থেকে বলা হয় তিনি মানসিক রোগী হয়ে গেছেন ৷ হাসপাতাল থেকে তাঁকে নিয়ে আসতে বলা হয় ৷ এরপরই পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে ৷ ওই ব্যক্তির কাছ থেকে পরিবার ও প্রতিবেশীরা পুরো বিষয়টি জানতে পারে ৷ পঞ্চায়েতে সমস্ত জানানো হলেও সেখান থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এরপরই ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ পরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর করা হয় ৷ স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার অভিযোগ ওঠে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলাগড় থানার পুলিশ ।

সন্দীপ সিং নামে একজন বিক্ষোভকারী বলেন , ’’আমরা চাঁদা তুলে ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা করছিলাম । তাঁর কলকাতায় কেমো চলছিল । সেখানে থেকে তিনি কোরোনা আক্রান্ত হয়েছিল বলে স্বাস্থ্যকর্মীরা । ব্যান্ডেল ESI হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁকে মানসিক রোগী বলে মারধর করা হয় ৷ আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলাম । কিন্তু তা পাইনি ।"

বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই চাঁদ সাধুখাঁ বলেন , ’’BDO সাহেবকে বিষয়টি জানানো হয়েছে ৷ ক্যানসার রোগীকে মারধরের অভিযোগে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু পঞ্চায়েত অফিস ভাঙচুর করা ঠিক হয়নি । মানবিকতার খাতিরে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ’’

ঘটনার পর থেকে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে ৷ পম্পা ঘোষ নামে এক স্বাস্থ্যকর্মী বলেন , ’’আমি কোনওরকমে গ্রামের মহিলাদের হাত থেকে রক্ষা পেয়েছি । পঞ্চায়েতের দুই ব্যক্তি আমাদের রক্ষা করেছে । আমরা জিরাট হাসপাতালে হয়ে কাজ করছি । সেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি । আমাদের তাহলে কী নিরাপত্তা আছে ? যাতায়াত ব্যবস্থা না থাকা সত্ত্বেও আমরা কাজ করছি। তার উপর এই ঘটনা ঘটলে কী করব আমরা ?’’

বলাগড় , 23 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হওয়ায় এক ক্যানসার রোগীর চিকিৎসায় গাফিলতির উঠল হাসপাতালের বিরুদ্ধে । এমনকী , ওই রোগীকে মারধর করা হয় বলেও অভিযোগ । এর জেরে গতকাল বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতে অফিসে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ৷ সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ এরপর বলাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে বলাগড়ের BDO-র নির্দেশে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয় । সেই সঙ্গে যারা পঞ্চায়েত ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান নিমাই সাধুখাঁ ।

ওই রোগী ক্যানসারে আক্রান্ত হওয়ায় SSKM হাসপাতালে তাঁর কেমোথেরাপি চলছিল ৷ সেখানেই 5 সেপ্টেম্বর তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই ওই ব্যক্তিকে ব্যান্ডেল ESI হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁকে 14 দিন কোয়ারানটিনে রাখা হয় ৷ অভিযোগ সেই সময় তাঁকে মারধর করা হয় ৷ অন্যদিকে হাসপাতাল থেকে বলা হয় তিনি মানসিক রোগী হয়ে গেছেন ৷ হাসপাতাল থেকে তাঁকে নিয়ে আসতে বলা হয় ৷ এরপরই পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে ৷ ওই ব্যক্তির কাছ থেকে পরিবার ও প্রতিবেশীরা পুরো বিষয়টি জানতে পারে ৷ পঞ্চায়েতে সমস্ত জানানো হলেও সেখান থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এরপরই ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ পরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর করা হয় ৷ স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার অভিযোগ ওঠে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলাগড় থানার পুলিশ ।

সন্দীপ সিং নামে একজন বিক্ষোভকারী বলেন , ’’আমরা চাঁদা তুলে ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা করছিলাম । তাঁর কলকাতায় কেমো চলছিল । সেখানে থেকে তিনি কোরোনা আক্রান্ত হয়েছিল বলে স্বাস্থ্যকর্মীরা । ব্যান্ডেল ESI হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁকে মানসিক রোগী বলে মারধর করা হয় ৷ আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলাম । কিন্তু তা পাইনি ।"

বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই চাঁদ সাধুখাঁ বলেন , ’’BDO সাহেবকে বিষয়টি জানানো হয়েছে ৷ ক্যানসার রোগীকে মারধরের অভিযোগে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু পঞ্চায়েত অফিস ভাঙচুর করা ঠিক হয়নি । মানবিকতার খাতিরে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ’’

ঘটনার পর থেকে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে ৷ পম্পা ঘোষ নামে এক স্বাস্থ্যকর্মী বলেন , ’’আমি কোনওরকমে গ্রামের মহিলাদের হাত থেকে রক্ষা পেয়েছি । পঞ্চায়েতের দুই ব্যক্তি আমাদের রক্ষা করেছে । আমরা জিরাট হাসপাতালে হয়ে কাজ করছি । সেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি । আমাদের তাহলে কী নিরাপত্তা আছে ? যাতায়াত ব্যবস্থা না থাকা সত্ত্বেও আমরা কাজ করছি। তার উপর এই ঘটনা ঘটলে কী করব আমরা ?’’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.