ETV Bharat / state

"বিজেপিকে একটিও ভোট নয়" পোস্টারে ছয়লাপ হুগলি - srirampur

উত্তরপাড়া,কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর সহ একাধিক এলাকায় পড়েছে বিজেপি বিরোধী পোস্টার ৷ লেখা রয়েছে, " ভালোবাসার উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার ৷" এই বিষয়ে বিজেপি রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যর বক্তব্য,বাঙালির ভ্যালেন্টাইন ডে নিয়ে বজরং দলকে দোষারোপ করা হচ্ছে । তবে পাশ্চাত্য সংস্কৃতি এখানে জোর করে আনা হয়েছে । এগুলি আমাদের প্রয়োজন নেই । "

ছবি
ছবি
author img

By

Published : Feb 19, 2021, 4:07 PM IST

হুগলি, 19 ফেব্রুয়ারি : ভোট যত এগোচ্ছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে ৷ শাসক-বিরোধী শিবির কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ ভোটের প্রচারে ইতিমধ্যেই বাংলায় এসেছেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী ৷ খোদ প্রধানমন্ত্রীও এসেছেন একাধিকবার রাজ্যে ৷ আবারও আসার কথা রয়েছে তাঁর ৷ কিন্তু তাঁর নরেন্দ্র মোদির সভার আগেই হুগলিতে লাল পোস্টারে ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷ তাতে লেখা রয়েছে " বিজেপিকে একটিও ভোট নয় ৷ ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা "

উত্তরপাড়া,কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর সহ একাধিক এলাকায় পড়েছে এমনই পোস্টার ৷ তবে, বাংলা ও ইংরেজিতে লেখা এই লাল পোস্টারে কোনও দলের নাম নেই । ঘটনার বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "গণতন্ত্র প্রিয় মানুষ মানেন না ফ্যাসিস্টদের ৷ তাই ফ্যাসিস্ট নেতা ,আরএসএস-এর নেতা তিনি হুগলিতে আসছেন । সাধারণ মানুষ তাঁরা বিজেপির বিরুদ্ধে । ধর্ম নিরপেক্ষ মানুষের একটা পক্ষ রাস্তায় নেমেছেন । আর যেই হোক ফ্যাসিস্ট দলকে ভোট দিতে নেই । বহু বামপন্থী দলের মানুষরাও রাস্তায় নেমে এটা বলছেন । তাঁদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ।"

দেখুন কী কী লেখা রয়েছে পোস্টারে

আবার বিজেপি রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যর বক্তব্য, "বিরোধীদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তারাই এই ধরনের পোস্টার লাগাচ্ছে । ভক্ত সিংয়ের নামে পোস্টার দিচ্ছে । তৃণমূল তার মধ্যে প্রধান ৷ বাঙালির ভ্যালেন্টাইন ডে নিয়ে বজরং দলকে দোষারোপ করা হচ্ছে । তবে পাশ্চাত্য সংস্কৃতি এখানে জোর করে আনা হয়েছে । এগুলি আমাদের প্রয়োজন নেই । আমাদের সংস্কৃতি আছে । বিজেপিকে ভোট দিও না , ওরা ভয় করে পোস্টার লাগাচ্ছে । এটা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে অপপ্রচার ।"

হুগলি, 19 ফেব্রুয়ারি : ভোট যত এগোচ্ছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে ৷ শাসক-বিরোধী শিবির কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ ভোটের প্রচারে ইতিমধ্যেই বাংলায় এসেছেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী ৷ খোদ প্রধানমন্ত্রীও এসেছেন একাধিকবার রাজ্যে ৷ আবারও আসার কথা রয়েছে তাঁর ৷ কিন্তু তাঁর নরেন্দ্র মোদির সভার আগেই হুগলিতে লাল পোস্টারে ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷ তাতে লেখা রয়েছে " বিজেপিকে একটিও ভোট নয় ৷ ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা "

উত্তরপাড়া,কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর সহ একাধিক এলাকায় পড়েছে এমনই পোস্টার ৷ তবে, বাংলা ও ইংরেজিতে লেখা এই লাল পোস্টারে কোনও দলের নাম নেই । ঘটনার বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "গণতন্ত্র প্রিয় মানুষ মানেন না ফ্যাসিস্টদের ৷ তাই ফ্যাসিস্ট নেতা ,আরএসএস-এর নেতা তিনি হুগলিতে আসছেন । সাধারণ মানুষ তাঁরা বিজেপির বিরুদ্ধে । ধর্ম নিরপেক্ষ মানুষের একটা পক্ষ রাস্তায় নেমেছেন । আর যেই হোক ফ্যাসিস্ট দলকে ভোট দিতে নেই । বহু বামপন্থী দলের মানুষরাও রাস্তায় নেমে এটা বলছেন । তাঁদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ।"

দেখুন কী কী লেখা রয়েছে পোস্টারে

আবার বিজেপি রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যর বক্তব্য, "বিরোধীদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তারাই এই ধরনের পোস্টার লাগাচ্ছে । ভক্ত সিংয়ের নামে পোস্টার দিচ্ছে । তৃণমূল তার মধ্যে প্রধান ৷ বাঙালির ভ্যালেন্টাইন ডে নিয়ে বজরং দলকে দোষারোপ করা হচ্ছে । তবে পাশ্চাত্য সংস্কৃতি এখানে জোর করে আনা হয়েছে । এগুলি আমাদের প্রয়োজন নেই । আমাদের সংস্কৃতি আছে । বিজেপিকে ভোট দিও না , ওরা ভয় করে পোস্টার লাগাচ্ছে । এটা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে অপপ্রচার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.