ETV Bharat / state

"অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্বস্তি পাব না" - police

আক্রান্ত হওয়ার পর ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দিয়েছিলেন আশ্বাস ৷ এরপরও স্বস্তিতে নেই কোন্নগরের হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চ্যার্টাজি ৷ বলেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না ৷

আক্রান্ত অধ্যাপক সুব্রত চ্যাটার্জি
author img

By

Published : Jul 27, 2019, 11:37 AM IST

Updated : Jul 27, 2019, 2:17 PM IST

কোন্নগর, 27 জুলাই: আক্রান্ত হওয়ার পর ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দিয়েছিলেন আশ্বাস ৷ কলেজে গিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতিও ৷ এরপরও স্বস্তিতে নেই কোন্নগরের হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চ্যার্টাজি৷ বলেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না ৷ যদিও গতকাল সকাল থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়েছে ৷

অধ্যাপক সুব্রত চ্যাটার্জি বলেন, "মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত ৷ কিন্তু প্রশাসন যতক্ষণ না ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ আমি স্বস্তিতে নেই ৷ ওই কাউন্সিলরের ক্ষমতা আছে ৷ তিনি প্রতিহিংসাপরায়ণ ৷ আগামী দিনে প্রতিশোধ নিতেও পারেন ৷" তিনি আরও বলেন, "মারের ভয় পাই না ৷ যারা আমাকে মেরেছে, তারা আমার ছাত্র নয় ৷ সমাজবিরোধী কয়েকজন বিশেষ রাজনৈতিক দলের পোশাক পরে এই ধরনের কাজ করেছে ৷ " তবে সোমবার থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

শুনুন বক্তব্য

আরও পড়ুন : অধ্যাপককে ফোন মমতার, হাত ধরে ক্ষমাপ্রার্থনা তৃণমূল জেলা সভাপতির

যদিও অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কলেজ পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার বলেন, কলেজের নিরাপত্তায় CCTV বসানো হয়েছে ৷ বেসরকারি নিরাপত্তারক্ষীও নিয়োগ করা হয়েছে ৷ পরিচালন সমিতির বৈঠক করে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে ৷

আরও পড়ুন : কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP

কোন্নগর, 27 জুলাই: আক্রান্ত হওয়ার পর ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দিয়েছিলেন আশ্বাস ৷ কলেজে গিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতিও ৷ এরপরও স্বস্তিতে নেই কোন্নগরের হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চ্যার্টাজি৷ বলেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না ৷ যদিও গতকাল সকাল থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়েছে ৷

অধ্যাপক সুব্রত চ্যাটার্জি বলেন, "মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত ৷ কিন্তু প্রশাসন যতক্ষণ না ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ আমি স্বস্তিতে নেই ৷ ওই কাউন্সিলরের ক্ষমতা আছে ৷ তিনি প্রতিহিংসাপরায়ণ ৷ আগামী দিনে প্রতিশোধ নিতেও পারেন ৷" তিনি আরও বলেন, "মারের ভয় পাই না ৷ যারা আমাকে মেরেছে, তারা আমার ছাত্র নয় ৷ সমাজবিরোধী কয়েকজন বিশেষ রাজনৈতিক দলের পোশাক পরে এই ধরনের কাজ করেছে ৷ " তবে সোমবার থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

শুনুন বক্তব্য

আরও পড়ুন : অধ্যাপককে ফোন মমতার, হাত ধরে ক্ষমাপ্রার্থনা তৃণমূল জেলা সভাপতির

যদিও অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কলেজ পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার বলেন, কলেজের নিরাপত্তায় CCTV বসানো হয়েছে ৷ বেসরকারি নিরাপত্তারক্ষীও নিয়োগ করা হয়েছে ৷ পরিচালন সমিতির বৈঠক করে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে ৷

আরও পড়ুন : কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP

Intro:অধ্যাপক মারধরের ঘটনায় কালো ব্যাজ পরে প্রতিবাদ বাকি অধ্যাপক অধ্যাপিকাদের।আজ থেকে স্বাভাবিক হল কোন্নগর হিরালাল পাল কলেজ।আইকার্ড দেখিয়ে প্রবেশ করানো হয়েছে ছাত্র ছাত্রীদের।মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত অধ্যাপক সুব্রত চ্যাটার্জী।তবে প্রশাসন যতক্ষন না ঐ কাউন্সিলর তন্ময় দেবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।তখন আমি সস্তিতে নেই।এই কাউন্সিলরের অন্ধকার জগতের ক্ষমতা আছে।তিনি প্রতিহিংসা পরায়ন।আগামী দিনে প্রতিশোধ নিতেও পারেন।তবে আমি ভয় খাই না বলে দাবি করেন সুব্রত বাবু।
এখনও পর্যন্ত উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত করছে।খতিয়ে দেখছে CCTV ফুটেজ।তন্ময় দেবের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজও।
গতকাল রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছি বললেন কোন্নগর নবগ্রাম হিরালাল পাল কলেজের নিগৃহীত অধ্যাপক সুব্রত চ্যাটার্জী।ঘুমের ওষুধ তিনি খান না।কিন্তু কাল খেয়েছিলেন।কিন্তু তাসত্বেও তার রাতে ঘুম ভেঙে যান।তখন তিনি আতঙ্কিত বোধ করছিলেন।কারণ যে ভাবে তার মাথায় আঘাত করা হয়েছে।তাতে অনেক কিছুই হতে পারত 50 ঊর্ধ ঐ অধ্যাপকের।তার ব্যস্ততার মধ্যে তিনি আজ ডাক্তার দেখবেন বলে জানান।ডাক্তার পরামর্শ দিলে ব্রেনস্ক্যান করবেন সুব্রত বাবু।তিনি বলেন তৃণমূলের প্রতিনিধি দলের ভূমিকায় সন্তুষ্ট যদি তা লোক দেখানো না হয়।মুখ্যমন্ত্রী ফোনেও অভিভূত তিনি।আজ ও কাল ছুটি নেওয়ায় কলেজে জাননি।আগামী সোমবার থেকে আবার কলেজে যোগ দেবেন তিনি।আজ স্বাভাবিক ক্লাস করবেন।তিনি আরো বলেন মারের ভয় আমি পাই না।যারা আমাকে মেরেছে তারা আমার ছাত্র নয়।সমাজ বিরোধী কিছু ছেলে বিশেষ রাজনৈতিক দলের পোশাক পরে এসব করছে।কলেজে আমার ছাত্র ছাত্রীরা আমার বিরুদ্ধে কথা বলবে না।আমি কলেজে সে ভূমিকা পালন করি না।

কলেজের গভর্নিং বডির সভাপতি অপূর্ব মজুমদার জানিয়েছেন কলেজের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।বেসরকারী নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে। গভর্নিং বডির মিটিং করে আরো কি কি ব্যাবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে।ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেব কলেজে কলেজে যায় কিনা এই প্রশ্নে অপূর্ব বাবু বলেন,তিনি কোনো দিনও কাউন্সিলরকে কলেজে দেখেননি।
কলেজের এক অধ্যাপিকা অঙ্গনা রায় বলেন আজ থেকে কলেজে স্বাভাবিক ক্লাস শুরু হয়েছে।কম বেশি ছাত্র ছাত্রী এসেছে।আমরা এক সপ্তাহ কাল ব্যাজ পরে প্রতিবাদ জানাবো।কারণ আমাদের সহকর্মীর সঙ্গে যা ঘটেছে তা কাম্য নয়।
Body:WB_HGL_KONNAGAR COLLAGE INCIDENT FOLLOW UP_7203418Conclusion:
Last Updated : Jul 27, 2019, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.