চুঁচুড়া, 1 জুন : করোনায় কালীপুজোর জাঁকজমক বন্ধ করল পুজো কমিটি । করোনা রোগীর পাশে থাকার জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিল চুঁচুড়া কাপাসডাঙার এক পুজো কমিটি ।ডাল, ভাত, মাছ, মাংস - সব কিছুই থাকবে অন্নপূর্ণার ক্যান্টিনে ।
করোনা রোগী ও তাঁর পরিবার এবং এলাকার দুঃস্থ মানুষদের জন্য দুপুরে রান্না করা খাবারের আয়োজন করল কাপাসডাঙা তারা মা পুজো কমিটি ৷ হুগলির চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য চালু করল এই ক্যান্টিন । ওয়ার্ডের দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের প্রতিদিন ডাল, ভাত, সবজির সঙ্গে কোনও দিন ডিম, কোনওদিন মাছ অথবা মাংসের আয়োজন করেছেন কমিটির সদস্যরা । যাঁদের খাবার দেওয়া হচ্ছে, তাঁদের আগে থেকেই কুপন দিয়ে দেওয়া হয় । করোনা আক্রান্তদের বাড়িতে প্যাকেট করা খাবার পৌঁছে দেন কমিটির সদস্যরা ৷
আরও পড়ুন: দেশে প্রথম বঙ্গতনয়ার নামে রেলস্টেশন, কে এই বেলা বসু ?
পুজো কমিটির সদস্য সঞ্জীব মণ্ডল বলেন, "কাপাসডাঙায় কালীপুজো বিখ্যাত । প্রতিবছর খুব বড় করে পুজো হয় তারা মা পুজো কমিটির । কিন্তু করোনা আর লকডাউনের জন্য দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের হাতে খাবার তুলে দিচ্ছি । এমনকী করোনা রোগীদেরও আমরা সহযোগিতা করছি । এখন আপাতত আমরা এক মাস এই ক্যান্টিন চালাবার চিন্তাভাবনা করেছি ৷ পুজো নিয়ে চিন্তা ভাবনা বন্ধ । করোনা কালে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে খাবার পরিবেশনের ভাবনা । আপাতত একমাসের টার্গেট নিয়ে নেমেছি ।লকডাউন বাড়লে মানুষের পাশে থাকার চেষ্টা করব ।"