ETV Bharat / state

Youth Killed by Neighbour: দোলের দিনে মায়ের সামনেই যুবককে পিটিয়ে মারল প্রতিবেশী - Youth Killed by Neighbour

দোলের দিন যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে ৷ হুগলির চণ্ডীতলার জনাইয়ের ঘটনা (Hooghly News)৷

ETV Bharat
মৃত যুবক
author img

By

Published : Mar 7, 2023, 11:00 PM IST

হুগলি, 7 মার্চ: মায়ের সামনে ছেলেকে পিটিয়ে খুন (Youth Killed in Front of his Mother)৷ গ্রেফতার অভিযুক্ত । পলাতক আরও দুই । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় । মৃতের নাম কৃষ্ণেন্দু দাস (32)। বাড়ির জমি নিয়ে আগে থেকেই বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে । এদিন দুপুরে দোল খেলে আসার পর কৃষ্ণেন্দুর সঙ্গে প্রতিবেশী রুনু সিং সঙ্গে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে ।

মদ্যপ অবস্থায় রুনু মারধর করে কৃষ্ণেন্দুকে । এর সঙ্গে যোগ দেয় তার দুই ছেলে বুদো আর বাবু । তিনজনে মিলে কৃষ্ণেন্দুকে উঠোনে ফেলে লাথি, ঘুষি, লাঠি ও বিয়ারের বোতল ভেঙে মারতে থাকে । এহেন পরিস্থিতি দেখে মা যূথিকা দাস আটকাতে গেলে তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা । ইতিমধ্যে চেঁচামেচি শুনে বেরিয়ে আসে বাকি প্রতিবেশীরা । আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কৃষ্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই উত্তেজনা সৃষ্টি হয় । খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায় । পুলিশ তদন্তে নেমে প্রতিবেশী রুনু সিংকে গ্রেফতার করে । কিন্তু দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক । তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । দোলের দিন এই ঘটনায় শোকের ছায়া নামে জনাই স্টেশন এলাকায় ।

এই ঘটনায় মা যূথিকা দাস বলেন,"আগে আমাদের সঙ্গে মাঝে মধ্যে অশান্তি হত । আজ তেমন কিছুই হয়নি । গালিগালাজ করছিল ৷ কৃষ্ণেন্দু প্রতিবাদ করতে যাওয়ায় ওকে মারতে যায় ওরা । লাঠি, বাঁশ, কাঁচের বোতল দিয়ে মারে ।আমার সামনে মেরে ফেলল ছেলেকে ।" দিদি দীপা বন্দ্যোপাধ্যায় বলেন,"স্থানীয় একজন আমাকে ফোন করে বলে কৃষ্ণেন্দু ওরফে বুবাইকে মেরেছে । আমার দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে । বুবাই আর মা দুজনে থাকত । রুনু ও তার দুই ছেলে বুবাইকে বিয়ারের বোতল দিয়ে গলা কেটেছে । বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সে । কাঁচ ছড়ানো ছিল চারিদিকে । পরে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় । বুবাইয়ের উপর আগে থেকেই রাগ ছিল ওদের । সেই রাগ থেকে আজ একা পেয়ে মারল ওরা । তুচ্ছ কারণে মারতে যেত ওকে ।"

হুগলি, 7 মার্চ: মায়ের সামনে ছেলেকে পিটিয়ে খুন (Youth Killed in Front of his Mother)৷ গ্রেফতার অভিযুক্ত । পলাতক আরও দুই । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় । মৃতের নাম কৃষ্ণেন্দু দাস (32)। বাড়ির জমি নিয়ে আগে থেকেই বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে । এদিন দুপুরে দোল খেলে আসার পর কৃষ্ণেন্দুর সঙ্গে প্রতিবেশী রুনু সিং সঙ্গে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে ।

মদ্যপ অবস্থায় রুনু মারধর করে কৃষ্ণেন্দুকে । এর সঙ্গে যোগ দেয় তার দুই ছেলে বুদো আর বাবু । তিনজনে মিলে কৃষ্ণেন্দুকে উঠোনে ফেলে লাথি, ঘুষি, লাঠি ও বিয়ারের বোতল ভেঙে মারতে থাকে । এহেন পরিস্থিতি দেখে মা যূথিকা দাস আটকাতে গেলে তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা । ইতিমধ্যে চেঁচামেচি শুনে বেরিয়ে আসে বাকি প্রতিবেশীরা । আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কৃষ্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই উত্তেজনা সৃষ্টি হয় । খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায় । পুলিশ তদন্তে নেমে প্রতিবেশী রুনু সিংকে গ্রেফতার করে । কিন্তু দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক । তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । দোলের দিন এই ঘটনায় শোকের ছায়া নামে জনাই স্টেশন এলাকায় ।

এই ঘটনায় মা যূথিকা দাস বলেন,"আগে আমাদের সঙ্গে মাঝে মধ্যে অশান্তি হত । আজ তেমন কিছুই হয়নি । গালিগালাজ করছিল ৷ কৃষ্ণেন্দু প্রতিবাদ করতে যাওয়ায় ওকে মারতে যায় ওরা । লাঠি, বাঁশ, কাঁচের বোতল দিয়ে মারে ।আমার সামনে মেরে ফেলল ছেলেকে ।" দিদি দীপা বন্দ্যোপাধ্যায় বলেন,"স্থানীয় একজন আমাকে ফোন করে বলে কৃষ্ণেন্দু ওরফে বুবাইকে মেরেছে । আমার দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে । বুবাই আর মা দুজনে থাকত । রুনু ও তার দুই ছেলে বুবাইকে বিয়ারের বোতল দিয়ে গলা কেটেছে । বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সে । কাঁচ ছড়ানো ছিল চারিদিকে । পরে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় । বুবাইয়ের উপর আগে থেকেই রাগ ছিল ওদের । সেই রাগ থেকে আজ একা পেয়ে মারল ওরা । তুচ্ছ কারণে মারতে যেত ওকে ।"

আরও পড়ুন : অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.