ETV Bharat / state

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী - police

হুগলির তারকেশ্বরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে POCSO আইনে মামলা রুজু করেছে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 9, 2019, 11:33 AM IST

তারকেশ্বর, ৯ ফেব্রুয়ারি : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা হুগলির তারকেশ্বর থানার। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গতকাল রাতে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে চন্দননগর আদালতে তোলা হবে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে পাশের এক আত্মীয়ের বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেছিল ক্লাস ফোরে পড়া ওই নাবালিকা। সেই সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে যৌন নির্যাতন করে ৪০ বছর বয়সি প্রতিবেশী। আত্মীয় বাড়িতে ফিরলে পুরো ঘটনা জানায় নাবালিকা।

নাবালিকার বাবা বলেন, দিন দশেক আগে স্ত্রীকে নিয়ে দিনমজুরের কাজে হাওড়ায় গেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের দশ বছরের মেয়ে বাড়িতে একাই থাকত। মেয়ে গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী। তিনি বলেন, "আত্মীয়র কাছ থেকে ঘটনাটি সন্ধ্যায় জানতে পারি। গতকাল সকালে বাড়িতে আসি। মেয়ে পুরো ঘটনা জানায় আমাদের। তারাপরই থানায় লিখিত অভিযোগ করি অভিযুক্তের বিরুদ্ধে।"

নির্যাতিতার বাবার অভিযোগ, "এর আগেও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের শ্বশুর হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না। কিন্তু আমার মেয়ের সাথে এই ধরনের খারাপ কাজ করার জন্য ওর উপযুক্ত শাস্তি চাই।"

undefined

তারকেশ্বর, ৯ ফেব্রুয়ারি : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা হুগলির তারকেশ্বর থানার। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গতকাল রাতে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে চন্দননগর আদালতে তোলা হবে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে পাশের এক আত্মীয়ের বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেছিল ক্লাস ফোরে পড়া ওই নাবালিকা। সেই সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে যৌন নির্যাতন করে ৪০ বছর বয়সি প্রতিবেশী। আত্মীয় বাড়িতে ফিরলে পুরো ঘটনা জানায় নাবালিকা।

নাবালিকার বাবা বলেন, দিন দশেক আগে স্ত্রীকে নিয়ে দিনমজুরের কাজে হাওড়ায় গেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের দশ বছরের মেয়ে বাড়িতে একাই থাকত। মেয়ে গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী। তিনি বলেন, "আত্মীয়র কাছ থেকে ঘটনাটি সন্ধ্যায় জানতে পারি। গতকাল সকালে বাড়িতে আসি। মেয়ে পুরো ঘটনা জানায় আমাদের। তারাপরই থানায় লিখিত অভিযোগ করি অভিযুক্তের বিরুদ্ধে।"

নির্যাতিতার বাবার অভিযোগ, "এর আগেও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের শ্বশুর হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না। কিন্তু আমার মেয়ের সাথে এই ধরনের খারাপ কাজ করার জন্য ওর উপযুক্ত শাস্তি চাই।"

undefined

Moradabad (Uttar Pradesh), Feb 09 (ANI): Farmers faced the wrath of weather after hailstorm stuck parts of Uttar Pradesh and Delhi. Crops were affected badly due to harsh weather in Uttar Pradesh's Moradabad. The heavy rains followed by hailstorm left farms completely drenched in water. Farmers are now in distress due to loss. They only managed to save part of their crops.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.