ETV Bharat / state

Nayna Bandyopadhyay on ED Raid: 'শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতাই ভরসা !' ইডি অভিযানের নিয়ে মত নয়নার - হুগলি

তৃণমূল নেতাদের বাড়িতে ইডি অভিযান চালিয়ে কিচ্ছু হবে না ৷ হুগলিতে 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে এসে একথা বললেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায় (Nayna Bandyopadhyay on ED Raid) ৷

Nayna Bandyopadhyay Comments on ED Raid at TMC Leader House in Hooghly
ইডি অভিযান প্রসঙ্গে মুখ খুললেন বিধায়ক
author img

By

Published : Jan 20, 2023, 1:40 PM IST

Updated : Jan 20, 2023, 1:53 PM IST

ইডি অভিযানকে আমল দিতে নারাজ নয়না বন্দ্যোপাধ্যায়

তারকেশ্বর, 20 জানুয়ারি: "গ্রামের মানুষ জানেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ভরসা ! ইডির অভিযান চালিয়ে কিচ্ছু হবে না ৷" শুক্রবার হুগলির তারকেশ্বরে এসে একথা বললেন কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায় (Nayna Bandyopadhyay on ED Raid) ৷ এদিন 'দিদির দূত' (Didir Doot) হিসাবে তারকেশ্বরের মোজপুরে আসেন নয়না ৷ উপলক্ষ, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচি ৷ এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান (ED Raid at TMC Leader Santanu Banerjee House) নিয়ে এই মন্তব্যটি করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিধায়ক স্ত্রী ৷

এদিন মোজপুরের শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন নয়না ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ তাঁদের অভাব, অভিযোগ শোনেন ৷ জনসংযোগের সময় রীতিমতো হালকা মেজাজে দেখা যায় বিধায়ককে ৷ শান্ত গলায় মানুষের প্রশ্নের উত্তর দেন তিনি ৷ এমনকী, বাসিন্দাদের সঙ্গে মশকরা করতেও দেখা যায় তাঁকে ৷ ছোটদের সঙ্গে কথা বলেন তাঁদের মতো করে ৷ প্রসঙ্গত, এত দিন এই এলাকায় স্থানীয় বিধায়ক রামেন্দু সিনহা রায় দিদির দূত হিসাবে মানুষের বাড়ি বাড়ি ঘুরছিলেন ৷ এদিন সেই ভূমিকায় দেখা গেল নয়নাকে ৷

আরও পড়ুন: ফের হুগলির এক তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

কর্মসূচি চলাকালীনই সাংবাদিকদের মুখোমুখি হন নয়না ৷ সেই সময় তাঁকে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ইডি অভিযান নিয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু, বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে রাজি হননি বিধায়ক ৷ তাঁর বিশ্বাস, এই ধরনের ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে না ৷ কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে রয়েছে ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে ৷ শুক্রবার সকালে কুন্তলের নিউ টাউনের দু'টি ফ্ল্য়াটে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা ৷ একইসঙ্গে, তল্লাশি চালানো হয় বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতেও ৷ এই শান্তনু নাকি কুন্তলের ঘনিষ্ঠ ৷ সূত্রের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন শান্তনুও ৷ তাঁর কাছেও এই দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা গিয়েছে ৷ সেই তথ্য যাচাই করতেই শুক্রবার সকালে 12 জন ইডি আধিকারিক শান্তনুর বাড়িতে তল্লাশি চালান ৷ শান্তনুর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে ৷ তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ৷

ইডি অভিযানকে আমল দিতে নারাজ নয়না বন্দ্যোপাধ্যায়

তারকেশ্বর, 20 জানুয়ারি: "গ্রামের মানুষ জানেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ভরসা ! ইডির অভিযান চালিয়ে কিচ্ছু হবে না ৷" শুক্রবার হুগলির তারকেশ্বরে এসে একথা বললেন কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায় (Nayna Bandyopadhyay on ED Raid) ৷ এদিন 'দিদির দূত' (Didir Doot) হিসাবে তারকেশ্বরের মোজপুরে আসেন নয়না ৷ উপলক্ষ, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচি ৷ এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান (ED Raid at TMC Leader Santanu Banerjee House) নিয়ে এই মন্তব্যটি করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিধায়ক স্ত্রী ৷

এদিন মোজপুরের শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন নয়না ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ তাঁদের অভাব, অভিযোগ শোনেন ৷ জনসংযোগের সময় রীতিমতো হালকা মেজাজে দেখা যায় বিধায়ককে ৷ শান্ত গলায় মানুষের প্রশ্নের উত্তর দেন তিনি ৷ এমনকী, বাসিন্দাদের সঙ্গে মশকরা করতেও দেখা যায় তাঁকে ৷ ছোটদের সঙ্গে কথা বলেন তাঁদের মতো করে ৷ প্রসঙ্গত, এত দিন এই এলাকায় স্থানীয় বিধায়ক রামেন্দু সিনহা রায় দিদির দূত হিসাবে মানুষের বাড়ি বাড়ি ঘুরছিলেন ৷ এদিন সেই ভূমিকায় দেখা গেল নয়নাকে ৷

আরও পড়ুন: ফের হুগলির এক তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

কর্মসূচি চলাকালীনই সাংবাদিকদের মুখোমুখি হন নয়না ৷ সেই সময় তাঁকে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ইডি অভিযান নিয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু, বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে রাজি হননি বিধায়ক ৷ তাঁর বিশ্বাস, এই ধরনের ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে না ৷ কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে রয়েছে ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে ৷ শুক্রবার সকালে কুন্তলের নিউ টাউনের দু'টি ফ্ল্য়াটে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা ৷ একইসঙ্গে, তল্লাশি চালানো হয় বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতেও ৷ এই শান্তনু নাকি কুন্তলের ঘনিষ্ঠ ৷ সূত্রের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন শান্তনুও ৷ তাঁর কাছেও এই দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা গিয়েছে ৷ সেই তথ্য যাচাই করতেই শুক্রবার সকালে 12 জন ইডি আধিকারিক শান্তনুর বাড়িতে তল্লাশি চালান ৷ শান্তনুর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে ৷ তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ৷

Last Updated : Jan 20, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.