ETV Bharat / state

গোঘাটে BJP কর্মীর রহস্যমৃত্যু, গাছে উদ্ধার ঝুলন্ত দেহ - গণেশ রায়

হুগলির গোঘাটে স্টেশন সংলগ্ন এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় BJP কর্মীর দেহ উদ্ধার হয় । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

bjp worker body recover at goghat
গোঘাটে BJP কর্মীর রহস্যমৃত্যু
author img

By

Published : Sep 13, 2020, 11:30 AM IST

Updated : Sep 13, 2020, 12:23 PM IST

গোঘাট, 13 সেপ্টেম্বর : BJP কর্মীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে । মৃতের নাম গণেশ রায় (60) । বাড়ি গোঘাটের খানাটি গ্রামে । আজ সকালে গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোঘাট থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পরিবার সূত্রে খবর, গণেশ গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন । এরপর আর বাড়িতে ফেরেননি তিনি । অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি । আজ সকালে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃত BJP কর্মীর ছেলেদের অভিযোগ, "BJP করায় বাবাকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন । তারাই বাবাকে খুন করে গাছে টাঙিয়ে দিয়েছে ।" অন্যদিকে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গোঘাট স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী সমর্থকরা ।

যদিও এই প্রসঙ্গে গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । গণেশ রায় দীর্ঘ 30 বছর ধরে বামকর্মী হিসেবে পরিচিত ছিলেন । তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে BJP-র হাত থাকতে পারে কারণ BJP লাশের রাজনীতি করে । তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয় । উপযুক্ত তদন্ত হোক দোষীরা সাজা পাক ।"

গোঘাট স্টেশন সংলগ্ন এলাকায় গাছে BJP কর্মীর ঝুলন্ত দেহ

গোঘাট, 13 সেপ্টেম্বর : BJP কর্মীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে । মৃতের নাম গণেশ রায় (60) । বাড়ি গোঘাটের খানাটি গ্রামে । আজ সকালে গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোঘাট থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পরিবার সূত্রে খবর, গণেশ গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন । এরপর আর বাড়িতে ফেরেননি তিনি । অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি । আজ সকালে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃত BJP কর্মীর ছেলেদের অভিযোগ, "BJP করায় বাবাকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন । তারাই বাবাকে খুন করে গাছে টাঙিয়ে দিয়েছে ।" অন্যদিকে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গোঘাট স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী সমর্থকরা ।

যদিও এই প্রসঙ্গে গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । গণেশ রায় দীর্ঘ 30 বছর ধরে বামকর্মী হিসেবে পরিচিত ছিলেন । তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে BJP-র হাত থাকতে পারে কারণ BJP লাশের রাজনীতি করে । তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয় । উপযুক্ত তদন্ত হোক দোষীরা সাজা পাক ।"

গোঘাট স্টেশন সংলগ্ন এলাকায় গাছে BJP কর্মীর ঝুলন্ত দেহ
Last Updated : Sep 13, 2020, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.