ETV Bharat / state

তারকেশ্বরে পৌরভোটের আগে দল গোছাতে ময়দানে শাসক-বিরোধী - TMC

হুগলির তারকেশ্বর পৌর এলাকা। তৃণমূলের স্বীকৃতি সম্মেলন। যেখানে পৌরভোটের আগে পুরনো কর্মীদের দলে ফিরিয়ে এনে দল চাঙ্গা করতে তৎপর শাসক শিবির । অন্যদিকে, দলীয় কর্মীদের নিয়ে পৌরভোটের প্রস্তুতি শিবির করল BJP । শুধু প্রস্তুতি শিবিরই নয় তৃণমূল ট্রেড ইউনিয়নে ভাঙ্গনও ধারালো BJP।

তারকেশ্বরে
তারকেশ্বরে
author img

By

Published : Mar 15, 2020, 5:57 PM IST

হুগলি, 15 মার্চ :তারকেশ্বরে পৌরভোটের আগে ঘর গোছাতে ময়দানে শাসক-বিরোধী সকলেই । পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে তৎপর শাসক দল । অন্যদিকে শাসক দলের ঘর ভাঙতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা।

হুগলির তারকেশ্বর পৌর এলাকা। তৃণমূলের স্বীকৃতি সম্মেলন। যেখানে পৌরভোটের আগে পুরনো কর্মীদের দলে ফিরিয়ে এনে দল চাঙ্গা করতে তৎপর শাসক শিবির । অন্যদিকে, দলীয় কর্মীদের নিয়ে পৌরভোটের প্রস্তুতি শিবির করল BJP । শুধু প্রস্তুতি শিবিরই নয় তৃণমূল ট্রেড ইউনিয়নে ভাঙ্গনও ধারালো BJP।

BJP-র দাবি তারকেশ্বর পৌর এলাকার প্রায় তিনশো জন তৃণমূল কর্মী এবং পঞ্চাশ জন CPI (M) কর্মী BJP-তে যোগদান করেন। আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ''তারকেশ্বর পৌর এলাকার ট্রেড ইউনিয়নের ২০০ জন তৃণমূল ট্রেড ইউনিয়ন কর্মী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় চল্লিশ জন তৃণমূল কর্মী আজ BJP-তে যোগ দান করেন । তৃণমূলের প্রতি মানুষের আশা ভরসা সরে যাচ্ছে । আগামী দিনে এই দলটির সঙ্গে কেউ থাকবেন না ।''

পালটা দিতে ছাড়েনি তৃণমূলও । তৃণমূল নেতা তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্তের কটাক্ষ, ''BJP গণতন্ত্র মনে না। আজকে আমাদের পুরনো কর্মীদের সম্মান প্রদান করা হচ্ছে সেটা দেখে ভয় পেয়ে কিছু মানুষকে সাজিয়ে তারা এই নাটক করছে । তারা আজ যে কর্মসূচি করছে সেটা লোক দেখানো ।

হুগলি, 15 মার্চ :তারকেশ্বরে পৌরভোটের আগে ঘর গোছাতে ময়দানে শাসক-বিরোধী সকলেই । পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে তৎপর শাসক দল । অন্যদিকে শাসক দলের ঘর ভাঙতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা।

হুগলির তারকেশ্বর পৌর এলাকা। তৃণমূলের স্বীকৃতি সম্মেলন। যেখানে পৌরভোটের আগে পুরনো কর্মীদের দলে ফিরিয়ে এনে দল চাঙ্গা করতে তৎপর শাসক শিবির । অন্যদিকে, দলীয় কর্মীদের নিয়ে পৌরভোটের প্রস্তুতি শিবির করল BJP । শুধু প্রস্তুতি শিবিরই নয় তৃণমূল ট্রেড ইউনিয়নে ভাঙ্গনও ধারালো BJP।

BJP-র দাবি তারকেশ্বর পৌর এলাকার প্রায় তিনশো জন তৃণমূল কর্মী এবং পঞ্চাশ জন CPI (M) কর্মী BJP-তে যোগদান করেন। আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ''তারকেশ্বর পৌর এলাকার ট্রেড ইউনিয়নের ২০০ জন তৃণমূল ট্রেড ইউনিয়ন কর্মী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় চল্লিশ জন তৃণমূল কর্মী আজ BJP-তে যোগ দান করেন । তৃণমূলের প্রতি মানুষের আশা ভরসা সরে যাচ্ছে । আগামী দিনে এই দলটির সঙ্গে কেউ থাকবেন না ।''

পালটা দিতে ছাড়েনি তৃণমূলও । তৃণমূল নেতা তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্তের কটাক্ষ, ''BJP গণতন্ত্র মনে না। আজকে আমাদের পুরনো কর্মীদের সম্মান প্রদান করা হচ্ছে সেটা দেখে ভয় পেয়ে কিছু মানুষকে সাজিয়ে তারা এই নাটক করছে । তারা আজ যে কর্মসূচি করছে সেটা লোক দেখানো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.