ETV Bharat / state

মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুক : মুকুল - tmc

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ।

মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুক : মুকুল
author img

By

Published : Jul 6, 2019, 5:44 PM IST

শ্রীরামপুর, 6 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । আজ শ্রীরামপুরে বেন্টিং বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে সদস্য অভিযানে যোগ দেন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হবেন । তবে ভারতবর্ষে সেটার আর সম্ভাবনা নেই । যদি কোনওভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে মমতা একবার চেষ্টা করে দেখতে পারেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কি না ।"

শ্রীরামপুর মল্লিকপাড়ায় সদস্য সংগ্রহ অভিযানে এদিন মুকুল ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক । মিস কল দিয়ে কী ভাবে BJP-এর সদস্য হতে হবে তা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করেছেন মুকুল রায় ।

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় হেলিকপ্টরে চেপে মাহেশ এবং ISKCON-এ রথ যাত্রায় যান । কিন্তু কী করে নুসরতকে সেখানে নিয়ে গেলেন ? নুসরতের শিল্পীসত্ত্বা নিয়ে আমার কিছু বলার নেই । তবে আমার ধর্মে আঘাত করার অধিকার মমতা দেবীর নেই ।" তিনি এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন, "আপনি জানেন জগন্নাথের কী রীতি নীতি আছে ? বা একটি হিন্দু ছেলে যদি তার ধর্ম না বদলে হজে জেতে চায়, মমতা পারবেন তাঁকে হজে পাঠাতে ?"

এদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে মুকুল রায় বলেন, "নরেন্দ্র মোদি যে বাজেট দিয়েছেন তা গরিব মানুষকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে । সবাই এই বাজেটকে সমর্থন করেছেন । মমতা পাগলের মতো কথা বলছেন । উনি যা বলছেন তার কোনও প্রাসঙ্গিকতা নেই ।"

উলটে ন্যানো কারখানা নিয়ে মমতাকে বিধেঁ মুকুল রায় বলেন, "সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা করতে না দেওয়া হিমালয়ান ব্লান্ডার ছিল । একটা শিল্পও আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরে এখন না হবে শিল্প, না হবে চাষ । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সমর্থন করে ভুল করেছিলাম ।"

শ্রীরামপুর, 6 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । আজ শ্রীরামপুরে বেন্টিং বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে সদস্য অভিযানে যোগ দেন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হবেন । তবে ভারতবর্ষে সেটার আর সম্ভাবনা নেই । যদি কোনওভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে মমতা একবার চেষ্টা করে দেখতে পারেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কি না ।"

শ্রীরামপুর মল্লিকপাড়ায় সদস্য সংগ্রহ অভিযানে এদিন মুকুল ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক । মিস কল দিয়ে কী ভাবে BJP-এর সদস্য হতে হবে তা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করেছেন মুকুল রায় ।

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় হেলিকপ্টরে চেপে মাহেশ এবং ISKCON-এ রথ যাত্রায় যান । কিন্তু কী করে নুসরতকে সেখানে নিয়ে গেলেন ? নুসরতের শিল্পীসত্ত্বা নিয়ে আমার কিছু বলার নেই । তবে আমার ধর্মে আঘাত করার অধিকার মমতা দেবীর নেই ।" তিনি এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন, "আপনি জানেন জগন্নাথের কী রীতি নীতি আছে ? বা একটি হিন্দু ছেলে যদি তার ধর্ম না বদলে হজে জেতে চায়, মমতা পারবেন তাঁকে হজে পাঠাতে ?"

এদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে মুকুল রায় বলেন, "নরেন্দ্র মোদি যে বাজেট দিয়েছেন তা গরিব মানুষকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে । সবাই এই বাজেটকে সমর্থন করেছেন । মমতা পাগলের মতো কথা বলছেন । উনি যা বলছেন তার কোনও প্রাসঙ্গিকতা নেই ।"

উলটে ন্যানো কারখানা নিয়ে মমতাকে বিধেঁ মুকুল রায় বলেন, "সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা করতে না দেওয়া হিমালয়ান ব্লান্ডার ছিল । একটা শিল্পও আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরে এখন না হবে শিল্প, না হবে চাষ । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সমর্থন করে ভুল করেছিলাম ।"

Intro:মমতা ব্যানার্জি চাইছেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন কিন্তু এখন ভারতবর্ষে তা হওয়ার সম্ভাবনা নেই।যদি কোনভাবে পশ্চিমবাংলার কে বাংলাদেশ সঙ্গে মিলিয়ে একটা রাষ্ট্র করা হয়। তাহলে মমতা একবার চেষ্টা করে দেখতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। এই ভাবেই কটাক্ষ করেন বিজেপি রাজ্য নেতা মুকুল রায়। আজ শ্রীরামপুরে বেন্টিং বাজারে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এর 125 তম জন্মদিন উপলক্ষে সদস্য অভিযানও যোগদান সভা থেকে এই ভাবেই মুকুলবাবু মমতা ব্যানার্জিকে একের পর কটাক্ষ করতে থাকেন।শ্রীরামপুর মল্লিকপাড়ায় সদস্য সংগ্রহ অভিযানে এদিন মুকুল ছিলেন আগাগোড়া আক্রমনাত্মক।মিসড্ কল করে কিভাবে সদস্য হতে হবে তা বলে দেন এই বিজেপি নেতা।

মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় হেলিকপ্টারে চড়ে মাহেশ এবং ইস কনে রথ যাত্রায় যান।জগন্নাথ এর রথযাত্রা মানুষের বৈচিত্র্যপূর্ণ একটি জায়গা।জগন্নাথ দেব এমন একমাত্র বিগ্রহ যিনি তার ভক্তদের জন্য রথে করে রাস্তায় বেরোন।মমতা ব্যানার্জী কে উদ্যেশে করে মুকুল বাবু বলেন আপনি জগন্নাথের রথ যাত্রায় নুসরত কে নিয়ে এলেন কি করে।আপনি জানেন জগন্নাথের কি রীতি নীতি আছে।নুসরতের শিল্পী স্বত্ব নিয়ে আমার কিছু বলার নেই।তিনি বলেন আমি একটা ধর্মে বিশ্বাস করি অন্যের ধর্মকে শ্রদ্ধা করি।আমার ধর্মে আঘাত করার অধিকার মমতা দেবী আপনার নেই।আপনি মুখ্যমন্ত্রী হিসাবে নুসরত কে দিয়ে রথ টানালেন।তিনি বলেন একটি হিন্দু ছেলে যে তার ধর্ম বজায় রেখে হজে যেতে চায় তাহলে মমতা দেবী আপনার আপনার ক্ষমতা আছে তাকে হজে পাঠানোর।মুকুল বাবু এদিন সতর্ক করেন আপনি অন্যের ধর্মকে আঘাত করবেন না।বাংলাটা এখন মমতা দেবীর হাতে।তার সরকার এক বছরে যাবে না 2দুই বছরে যাবে বলতে পারবো না।তবে বাংলা থেকে তৃণমূল দলটাই উঠে যাবে।বিজেপি সরকার যে বিকাশ করছে মমতা ব্যানার্জী বাংলাটা পিছিয়ে দিচ্ছেন।তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিরল উপজাতি পরিণত হবে।

ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রামের খুনের কেসে আগামী কাল আমাদের বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় মিশ্রকে মিথ্যা কেসে গ্রেফতার করা হয়েছে।মুকুল বাবু পুলিশের উদ্যেশে বলেন আপনারা যারা মিথ্যা কেসে আমাদের ফাঁসাচ্ছেন।আপনারা জেনে রাখুন আপনাদের পরিবার আছে।এই জন্মের পাপ এই জন্মেই ভোগ করতে হবে।
পেট্রা পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল আন্দোলনের প্রসঙ্গে মুকুল বাবু বলেন নরেন্দ্র মোদি যে বাজেট দিয়েছে তা গরিব মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে।সবাই বাজেট নিয়ে সমর্থন করেছেন।মমতা পাগলের মতো কথা বলছেন।উনি যা বলছেন তার মধ্যে কোন প্রাসঙ্গিকতা নেই।

সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা করতে না দেওয়া হিমালায়ন ব্ল্যান্ডার ছিল। বাংলার যুবকরা তা ভিক্ষা চাইছে না ভাগা চাইছে না তাদের হাত আছে তারা চায় দাও আমরা কাজ করে খেতে চাই বর্তমানে বাংলায় দাঁড়িয়ে বাংলায় একটা শিল্প আনতে পারেননি মমতা ব্যানার্জি সিউড়িতে এখন না হবে শিল্প না হবে চাষ জমির অবস্থাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমরা মমতা ব্যানার্জিকে আন্দোলনে সঙ্গ দিয়েছি এখন দেখছি ভুল করেছি ।এদিন শ্রীরামপুরে আরো একবার স্বীকার করেন বিজেপি নেতা মুকুল রায়।তিনি বলেন ভুল আন্দোলন করে টাটাকে তাড়িয়ে ছিলেন মমতা।মমতাকে কটাক্ষ করে তার এক সময়ের সঙ্গী বলেন,আমার লেখাপড়া কম,মমতাদেবীর লেখাপড়া বেশি তাই আমি বলতে পারব না রামমোহন এই বিধানসাভার সদস্য ছিলেন।আমার জানা আছে একটা বিধ্বংসী আন্দোলন করে পশ্চিমবঙ্গ বিধানসভায় নেতৃত্ব দিয়ে ভাঙিয়েছিলেন তার নাম মমতা বন্দোপাধ্যায়।
Body:WB_HGL_06JUL_SRIRAMPUR BJP MUKUL ROY_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.