উত্তরপাড়া, 7 জানুয়ারি : হিন্দমোটরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা । ছিনতাই করার সময় দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে মারধর করে । সোমবার দুপুরের ঘটনা । তদন্তে নেমেছে পুলিশ । তবে দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি ।
আজ হিন্দমোটর এলাকার মাইতি পাড়ায় এক বেসরকারি সংস্থার কর্মী বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । তখন তিনটি বাইকে চেপে পাঁচজনের এক দুষ্কৃতী দল সেই কর্মীর উপর চড়াও হয় । দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । দুষ্কৃতীরা ওই কর্মীকে তাঁর বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় । তারপর মারধর করে । আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় ।
ঘটনার সময় রাস্তায় লোকজন থাকলেও দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে কেউ বাধা দিতে সাহস পাননি । তবে ছিনতাইয়ের পর স্থানীয়রা চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা একটি বাইক ফেলে পালায় । সেটি উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকা থেকে কিছু CCTV ফুটেজ সংগ্রহ করেছে । সেগুলি খতিয়ে দেখছে তারা ।
দুষ্কৃতীদের মারধরে জখম ওই কর্মীকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় । পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় ডাকে । ওই কর্মী জানিয়েছেন, দুষ্কৃতীরা প্রত্যেকেই হেলমেট পরা ছিল, তাই কাউকে চেনা যায়নি । পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ দেখে সূত্র খোঁজার চেষ্টা চলছে ।