ETV Bharat / state

বাইক থেকে ফেলে দিয়ে চার লাখ ছিনতাই - হিন্দমোটর

আজ হিন্দমোটর এলাকার মাইতি পাড়ায় এক বেসরকারি সংস্থার কর্মী বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । তখন তিনটি বাইকে চেপে পাঁচজনের এক দুষ্কৃতী দল সেই কর্মীর উপর চড়াও হয় । দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । দুষ্কৃতীরা ওই কর্মীকে তাঁর বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় । তারপর মারধর করে । আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় ।

hindmotor robbery
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 7, 2020, 3:39 AM IST

উত্তরপাড়া, 7 জানুয়ারি : হিন্দমোটরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা । ছিনতাই করার সময় দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে মারধর করে । সোমবার দুপুরের ঘটনা । তদন্তে নেমেছে পুলিশ । তবে দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি ।

আজ হিন্দমোটর এলাকার মাইতি পাড়ায় এক বেসরকারি সংস্থার কর্মী বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । তখন তিনটি বাইকে চেপে পাঁচজনের এক দুষ্কৃতী দল সেই কর্মীর উপর চড়াও হয় । দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । দুষ্কৃতীরা ওই কর্মীকে তাঁর বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় । তারপর মারধর করে । আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় ।

ঘটনার সময় রাস্তায় লোকজন থাকলেও দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে কেউ বাধা দিতে সাহস পাননি । তবে ছিনতাইয়ের পর স্থানীয়রা চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা একটি বাইক ফেলে পালায় । সেটি উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকা থেকে কিছু CCTV ফুটেজ সংগ্রহ করেছে । সেগুলি খতিয়ে দেখছে তারা ।

দুষ্কৃতীদের মারধরে জখম ওই কর্মীকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় । পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় ডাকে । ওই কর্মী জানিয়েছেন, দুষ্কৃতীরা প্রত্যেকেই হেলমেট পরা ছিল, তাই কাউকে চেনা যায়নি । পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ দেখে সূত্র খোঁজার চেষ্টা চলছে ।

উত্তরপাড়া, 7 জানুয়ারি : হিন্দমোটরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা । ছিনতাই করার সময় দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে মারধর করে । সোমবার দুপুরের ঘটনা । তদন্তে নেমেছে পুলিশ । তবে দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি ।

আজ হিন্দমোটর এলাকার মাইতি পাড়ায় এক বেসরকারি সংস্থার কর্মী বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । তখন তিনটি বাইকে চেপে পাঁচজনের এক দুষ্কৃতী দল সেই কর্মীর উপর চড়াও হয় । দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । দুষ্কৃতীরা ওই কর্মীকে তাঁর বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় । তারপর মারধর করে । আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় ।

ঘটনার সময় রাস্তায় লোকজন থাকলেও দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে কেউ বাধা দিতে সাহস পাননি । তবে ছিনতাইয়ের পর স্থানীয়রা চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা একটি বাইক ফেলে পালায় । সেটি উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকা থেকে কিছু CCTV ফুটেজ সংগ্রহ করেছে । সেগুলি খতিয়ে দেখছে তারা ।

দুষ্কৃতীদের মারধরে জখম ওই কর্মীকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় । পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় ডাকে । ওই কর্মী জানিয়েছেন, দুষ্কৃতীরা প্রত্যেকেই হেলমেট পরা ছিল, তাই কাউকে চেনা যায়নি । পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ দেখে সূত্র খোঁজার চেষ্টা চলছে ।

Intro:হিন্দ মোটরে বন্দুক ঠেকিয়ে বেসরকারি কর্মী কাছ থেকে চার লাখ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা।আগ্নেয়াস্ত্র নিয়ে এক দুস্কৃতিদল মারধর করে টাকা নিয়ে যায়।উত্তরপাড়া থানার পুলিশ CCTV ছবি খতিয়ে দেখছে।ফেলে যাওয়া বাইক উদ্ধার করেছে।ঘটনাটি হিন্দমোটর মাইতি পাড়া।আজ বিকেলে একটি বেসরকারি সংস্থার কর্মী বাবাই টাকা কালেকশন করছিল শপিং মল, দোকান ও প্রতিষ্ঠান থেকে।প্রতিদিনের মতোই বিভিন্ন সংস্থার কাছ থেকে ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে যায়।সেই সময় তিনটি বাইকে করে পাঁচ জনের একটি দুষ্কৃতি দল তার উপর চড়াও হয়।প্রত্যেকের ই হাতে আগ্নেয়াস্ত্র ছিল।মাইতি পাড়ার কাছে তাকে বাইক থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়।তারপর তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।দুষ্কৃতিরা এলাকা ছাড়ার সময় বন্ধুক উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পালিয়ে যায়।সাধারণ মানুষ আগ্নেয়াস্ত্র দেখে তারা আর পিছু নিতে সাহস করতে পারেনি।এই ঘটনা যথেষ্টই আতঙ্কে এলাকা বাসী। ঘটনার তদন্তে নেমে একটি বহু তলের CCTV ছবি খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।টাকা কালেকশন করতে আসা বাবাই এর বাড়ী ডানকুনিতে।সে আজও টাকা কালেকশন করতেই বেরিয়ে ছিল।সেও বুঝতে পারেনি তাকে পিছু নিচ্ছিল দুষ্কৃতিরা।প্রথমে তাকে উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান হয়।পরে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে। দুষ্কৃতিরা প্রত্যেকেই হেলমেট পড়া অবস্থায় ছিল কাজেই কাউকেই চেনা যায়নি।পুলিশ CCTV ফুটেজ দেখে বাইকের নম্বরের হতিশ চালাচ্ছে।স্থানীয় মানুষের চেঁচামেচিতে দুষ্কৃতীরা একটি বাইক ফেলে পালায়।তা উদ্ধার করে পুলিশ।Body:WB_HGL_HINDMOTOR CRIME_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.