ETV Bharat / state

আর্থিক সচ্ছলতা আনতে বইমেলায় স্টল দিচ্ছেন পর্বতারোহী পিয়ালী! - Mountain climber

Piyali Basak: দরকার আর্থিক সচ্ছলতা, তার সঙ্গে ইচ্ছা পর্বত আরোহনের প্রশিক্ষন দেওয়ার, সব মিলিয়ে বিভিন্ন মেলায় জ্যাকেট-জুতোর স্টল দিচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক ৷

Etv Bharat
বইমেলায় স্টল পর্বতারোহী পিয়ালী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 6:39 PM IST

জ্যাকেট-জুতোর স্টল এভারেস্ট জয়ী পিয়ালীর

চন্দননগর, 2 জানুয়ারি: পর্বত আরোহনের জন্য 80 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায়। তার উপর অসুস্থ বাবার চিকিৎসা ৷ সঙ্গে শরীরে বাসা বেঁধেছে টিউমার ৷ সংসারে আর্থিক সচ্ছলতা বাড়াতে ও ঋণ থেকে মুক্তি পেতে পর্বতারোহী পিয়ালী বসাক এবার বিভিন্ন মেলায় দিচ্ছেন স্টল ৷ পাহাড়ি জ্যাকেট ও জুতোর স্টল নিয়ে চন্দননগর বইমেলায় স্টল দিলেন পিয়ালী ও বোন তমালি বসাক ৷

চন্দননগরের বছর একত্রিশের পিয়ালী বসাক বার বার পাহাড়ের টানে প্রাকৃতিক ও আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক পর্বত জয় করেছেন। বহুবার প্রান সংশয়ের মধ্যেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কিছুতেই থেমে থাকেননি এই বঙ্গ তনয়া। সম্প্রতি তার মা স্বপ্না বসাকের মৃত্যু হয়েছে। অসুস্থ বাবা তপন বসাক শয্যাশায়ী। বর্তমানে পিয়ালী নিজে অসুস্থ ৷ দিল্লী এইমসে চিকিৎসা করাচ্ছেন। সব কিছু নিয়ে আর্থিক সঙ্কট বেড়েই চলছে। বোন তমালিও পর্বত আরোহনের ট্রেনারের কাজ করতেন। মায়ের মৃত্যুর পর তিনি এখন বাড়িতেই বসে আছেন। পাশাপাশি, ছেলে-মেয়েদের মধ্যে পর্বত আরোহনের আগ্রহ বাড়াতেও বিভিন্ন মেলায় স্টল দেওয়ার ভাবনা দুই বোনের ৷

পিয়ালী বলেন, "অনেক পর্বতারোহী আছেন যাঁরা ঠিক মত প্রশিক্ষণ নিতে পারেন না। অনেক ছাত্র-ছাত্রী যারা পর্বত আরোহনে উৎসাহী, তাঁরা অনেক কিছুই জিজ্ঞাসা করেন। আমি তাদের সরাসরি সেই বিষয়গুলো বলতে পারছি এই স্টল দেওয়ার মধ্য দিয়ে। কম খরচে কী করে পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়া যায় সেটা জানাতে পারছি। পাহাড়ে কী ধরনের প্রতিকূলতা থাকে তা জানা দরকার। পাশাপাশি পাহাড় চরার জ্যাকেট, প্যান্ট, জুতো, রুকশ্যাক, ন্যাপশ্যাক, বিদেশীরা যেগুলো ব্যবহার করেন সেগুলো অনেক সময় সবাই কিনতে পারেন না। তাই আমি আর আমার বোন তমালী সেই সামগ্রী স্টলে রেখেছি। কলকাতা বইমেলা-সহ বিভিন্ন বই মেলাতে আমি থাকব। কারণ সেখানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়।"

পিয়ালির বোন তমালী বসাক চন্দননগর বইমেলা স্টলে রয়েছেন ৷ পর্বত আরোহনে ব্যাপারে জানানোর জন্য ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের চিন্তাভাবনা থেকেই মেলায় আসা বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য, পৃথিবীর সর্বচ্চ এভারেস্ট-সহ মোট ছয়টা আট হাজারি শৃঙ্গ জয়ের তালিকায় রয়েছেন পিয়ালী। 2018 সালে মানাসুলু, 2021 সালে ধবলাগিরি, 2022 সালে আংশিক অক্সিজেন নিয়ে এভারেস্ট জয় করেছেন পিয়ালী ৷ 2023 সালে এপ্রিল ও মে মাসে যথাক্রমে অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালী।

আরও পড়ুন

1. টাকার 'পাহাড়ে' আটকে পিয়ালীর এভারেস্ট জয়ের স্বীকৃতি

2. অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর

3. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য

জ্যাকেট-জুতোর স্টল এভারেস্ট জয়ী পিয়ালীর

চন্দননগর, 2 জানুয়ারি: পর্বত আরোহনের জন্য 80 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায়। তার উপর অসুস্থ বাবার চিকিৎসা ৷ সঙ্গে শরীরে বাসা বেঁধেছে টিউমার ৷ সংসারে আর্থিক সচ্ছলতা বাড়াতে ও ঋণ থেকে মুক্তি পেতে পর্বতারোহী পিয়ালী বসাক এবার বিভিন্ন মেলায় দিচ্ছেন স্টল ৷ পাহাড়ি জ্যাকেট ও জুতোর স্টল নিয়ে চন্দননগর বইমেলায় স্টল দিলেন পিয়ালী ও বোন তমালি বসাক ৷

চন্দননগরের বছর একত্রিশের পিয়ালী বসাক বার বার পাহাড়ের টানে প্রাকৃতিক ও আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক পর্বত জয় করেছেন। বহুবার প্রান সংশয়ের মধ্যেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কিছুতেই থেমে থাকেননি এই বঙ্গ তনয়া। সম্প্রতি তার মা স্বপ্না বসাকের মৃত্যু হয়েছে। অসুস্থ বাবা তপন বসাক শয্যাশায়ী। বর্তমানে পিয়ালী নিজে অসুস্থ ৷ দিল্লী এইমসে চিকিৎসা করাচ্ছেন। সব কিছু নিয়ে আর্থিক সঙ্কট বেড়েই চলছে। বোন তমালিও পর্বত আরোহনের ট্রেনারের কাজ করতেন। মায়ের মৃত্যুর পর তিনি এখন বাড়িতেই বসে আছেন। পাশাপাশি, ছেলে-মেয়েদের মধ্যে পর্বত আরোহনের আগ্রহ বাড়াতেও বিভিন্ন মেলায় স্টল দেওয়ার ভাবনা দুই বোনের ৷

পিয়ালী বলেন, "অনেক পর্বতারোহী আছেন যাঁরা ঠিক মত প্রশিক্ষণ নিতে পারেন না। অনেক ছাত্র-ছাত্রী যারা পর্বত আরোহনে উৎসাহী, তাঁরা অনেক কিছুই জিজ্ঞাসা করেন। আমি তাদের সরাসরি সেই বিষয়গুলো বলতে পারছি এই স্টল দেওয়ার মধ্য দিয়ে। কম খরচে কী করে পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়া যায় সেটা জানাতে পারছি। পাহাড়ে কী ধরনের প্রতিকূলতা থাকে তা জানা দরকার। পাশাপাশি পাহাড় চরার জ্যাকেট, প্যান্ট, জুতো, রুকশ্যাক, ন্যাপশ্যাক, বিদেশীরা যেগুলো ব্যবহার করেন সেগুলো অনেক সময় সবাই কিনতে পারেন না। তাই আমি আর আমার বোন তমালী সেই সামগ্রী স্টলে রেখেছি। কলকাতা বইমেলা-সহ বিভিন্ন বই মেলাতে আমি থাকব। কারণ সেখানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়।"

পিয়ালির বোন তমালী বসাক চন্দননগর বইমেলা স্টলে রয়েছেন ৷ পর্বত আরোহনে ব্যাপারে জানানোর জন্য ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের চিন্তাভাবনা থেকেই মেলায় আসা বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য, পৃথিবীর সর্বচ্চ এভারেস্ট-সহ মোট ছয়টা আট হাজারি শৃঙ্গ জয়ের তালিকায় রয়েছেন পিয়ালী। 2018 সালে মানাসুলু, 2021 সালে ধবলাগিরি, 2022 সালে আংশিক অক্সিজেন নিয়ে এভারেস্ট জয় করেছেন পিয়ালী ৷ 2023 সালে এপ্রিল ও মে মাসে যথাক্রমে অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালী।

আরও পড়ুন

1. টাকার 'পাহাড়ে' আটকে পিয়ালীর এভারেস্ট জয়ের স্বীকৃতি

2. অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর

3. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.