ETV Bharat / state

চণ্ডীতলায় যুবতীর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে অত্যাচার শাশুড়ির, আটক 3 - সহবাস

বিয়ের পর থেকে নানা ভাবে চলত অত্যাচার ৷ একদিন হঠাৎ শাশুড়ি তার পুরুষ বন্ধুকে পুত্রবধূর ঘরে ঢুকিয়ে দেয়, পুত্রবধূর মতামত না নিয়েই ৷ জোর করে অন্যরকম সম্পর্ক স্থাপন করতে ৷ তাতে রাজি না হওয়ায় যুবতীর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে নৃশংস অত্যাচার চালায় শাশুড়ি ৷

চলছে নারী নির্যাতন
চলছে নারী নির্যাতন
author img

By

Published : Jul 22, 2021, 8:55 AM IST

চণ্ডীতলা, (হুগলি), 22 জুলাই : অন্য পুরুষের সঙ্গে সহবাসে রাজি না হওয়ায় পুত্রবধূর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার একলকি মান্নাপাড়ায় ।

8 মাস আগে একলকি মান্নাপাড়ার গৌতম মান্নার সঙ্গে বিয়ে হয় ডানকুনির এক যুবতীর । অভিযোগ বিয়ের পর থেকে অত্যাচার চলত তাঁর উপর । গত 4-5 পাঁচদিনে সেই অত্যাচার মাত্রা ছাড়ায় । যুবতীর শাশুড়ি জয়ন্তী মান্না তার বন্ধু নিমাইকে পুত্রবধূর ঘরে ঢুকিয়ে দিত, তাঁর মতামত না নিয়েই । যুবতী জানিয়েছেন, তাঁর শাশুড়ি একদিন নিমাই বলে একজনকে অসৎ উদ্দেশ্যে তাঁর ঘরে ঢুকিয়ে দিয়েছিল । স্বাভাবিক ভাবে তিনি তাতে সম্মত না হওয়ায় তাঁর উপর অকথ্য অত্যাচার চালাত শাশুড়ি জয়ন্তী মান্না । এমনকি তাঁর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ঢেলে দিত শাশুড়ি । আর এই কথা কাউকে বললে অত্যাচারের মাত্রা বেড়ে যেত বলে অভিযোগ করেছেন ওই যুবতী ।

আরও পড়ুন : ইংরেজবাজারে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

যুবতীর মা জানিয়েছেন, বিয়ের পর থেকে নানা ভাবে অত্যাচার চলত তাঁর মেয়ের উপর । দু'বার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে গেলেও শ্বশুরবাড়ির লোকজন আনতে দেয়নি । তখন তাঁরা চণ্ডীতলা থানায় অভিযোগ জানাতে এলে পুলিশ মেয়েকে সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে আসতে বলে । কিন্তু মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন না ছাড়ায় তাঁর পক্ষে থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি । প্রতিবেশীরা তাঁকে খবর দেয় । তখন তিনি মেয়েকে থানায় নিয়ে যেতে বলেন । তাঁরও একই অভিযোগ, শাশুড়ি নিমাই নামে একজন অপরিচিত ব্যক্তিকে তাঁর মেয়ের ঘরে অন্য উদ্দেশ্যে ঢুকিয়ে দিতেন ।

পরে বিষয়টি জানতে পেরে যুবতীর খুড়শাশুড়ি প্রতিবাদ করেন । তাঁকেও মারধর করে জয়ন্তী মান্না । তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে । প্রতিবেশীরা জয়ন্তী মান্নার বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে । পরে চণ্ডীতলা থানার পুলিশকে খবর দিয়ে শ্বশুর, শাশুড়ি ও স্বামী গৌতমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ তিনজনকে আটক করেছে । থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অত্যাচারিত যুবতী । প্রতিবেশীদের দাবি, স্বামী গৌতম সব জানলেও প্রতিবাদ করত না । তারা শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি জানিয়েছেন ।

চণ্ডীতলা, (হুগলি), 22 জুলাই : অন্য পুরুষের সঙ্গে সহবাসে রাজি না হওয়ায় পুত্রবধূর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার একলকি মান্নাপাড়ায় ।

8 মাস আগে একলকি মান্নাপাড়ার গৌতম মান্নার সঙ্গে বিয়ে হয় ডানকুনির এক যুবতীর । অভিযোগ বিয়ের পর থেকে অত্যাচার চলত তাঁর উপর । গত 4-5 পাঁচদিনে সেই অত্যাচার মাত্রা ছাড়ায় । যুবতীর শাশুড়ি জয়ন্তী মান্না তার বন্ধু নিমাইকে পুত্রবধূর ঘরে ঢুকিয়ে দিত, তাঁর মতামত না নিয়েই । যুবতী জানিয়েছেন, তাঁর শাশুড়ি একদিন নিমাই বলে একজনকে অসৎ উদ্দেশ্যে তাঁর ঘরে ঢুকিয়ে দিয়েছিল । স্বাভাবিক ভাবে তিনি তাতে সম্মত না হওয়ায় তাঁর উপর অকথ্য অত্যাচার চালাত শাশুড়ি জয়ন্তী মান্না । এমনকি তাঁর যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো ঢেলে দিত শাশুড়ি । আর এই কথা কাউকে বললে অত্যাচারের মাত্রা বেড়ে যেত বলে অভিযোগ করেছেন ওই যুবতী ।

আরও পড়ুন : ইংরেজবাজারে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

যুবতীর মা জানিয়েছেন, বিয়ের পর থেকে নানা ভাবে অত্যাচার চলত তাঁর মেয়ের উপর । দু'বার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে গেলেও শ্বশুরবাড়ির লোকজন আনতে দেয়নি । তখন তাঁরা চণ্ডীতলা থানায় অভিযোগ জানাতে এলে পুলিশ মেয়েকে সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে আসতে বলে । কিন্তু মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন না ছাড়ায় তাঁর পক্ষে থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি । প্রতিবেশীরা তাঁকে খবর দেয় । তখন তিনি মেয়েকে থানায় নিয়ে যেতে বলেন । তাঁরও একই অভিযোগ, শাশুড়ি নিমাই নামে একজন অপরিচিত ব্যক্তিকে তাঁর মেয়ের ঘরে অন্য উদ্দেশ্যে ঢুকিয়ে দিতেন ।

পরে বিষয়টি জানতে পেরে যুবতীর খুড়শাশুড়ি প্রতিবাদ করেন । তাঁকেও মারধর করে জয়ন্তী মান্না । তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে । প্রতিবেশীরা জয়ন্তী মান্নার বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে । পরে চণ্ডীতলা থানার পুলিশকে খবর দিয়ে শ্বশুর, শাশুড়ি ও স্বামী গৌতমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ তিনজনকে আটক করেছে । থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অত্যাচারিত যুবতী । প্রতিবেশীদের দাবি, স্বামী গৌতম সব জানলেও প্রতিবাদ করত না । তারা শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.