আরামবাগ, 10 মে : করোনা ক্রমশ ভাবাচ্ছে দেশের মানুষকে । প্রতিদিনই লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন । রাজ্যের আক্রান্তের সংখ্যাও কম নয় । একইসাথে আরামবাগ মহকুমায় বিধ্বংসী আকার ধারণ করছে মারণ ভাইরাস করোনা । কয়েকদিন আগেই আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০ বেডের করোনা হাসপাতাল করা হয়েছে । কিন্তু দিনের-পর-দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় বেড বাড়ানো হয়েছে আরামবাগ মহকুমার একমাত্র কোভিড হাসপাতালটিতে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে 320টি বেডের কোভিড হাসপাতাল করা হল । এতদিন পর্যন্ত সুপার স্পেশালিটিতে যে সমস্ত বিভাগের চিকিৎসা চলত তার স্থানান্তর করা হয়েছে মহকুমা হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ে ।
মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ খতিয়ে দেখতে সোমবার ঝটিকা সফরে এলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । এই টিমে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার তথা বর্তমান বাঙ্গুর হাসপাতালের সুপার শিশির নস্কর । এদিন আরামবাগ কোভিড হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক সুব্রত ঘোষকে নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখলেন । এছাড়া তার সাথে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা হাসপাতালে সুপার সত্যজিৎ সরকারও ।
আরও পড়ুন : 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়
হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন শিশির নস্কর । তিনি জানান, আগামীদিনে সাধারণ রোগীদের পরিষেবা আরও ভাল দেওয়ার জন্য ও কোভিড চিকিৎসার ক্ষেত্রে সার্বিক দিক খতিয়ে দেখার লক্ষ্যেই এই সফর ।