ETV Bharat / state

সরকারি বাসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, আটক যুবক - শ্লীলতাহানি

দুর্গাপুর থেকে এক সাথে বাসে ওঠে ওই যুবক । প্রথম থেকেই যুবতীর পাশে বসে অশ্লীল ভিডিয়ো দেখতে থাকে সে ৷ সিঙ্গুরের কাছে এসে তার শরীরে স্পর্শ করে । এরপর সে আশেপাশের যাত্রীদের বিষয়টি বলতে বাসযাত্রীরা ও চালক মিলে গাড়ি থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় ৷

Molestation in govt bus near dankuni, hoogly
সরকারি বাসে শ্লীলতাহানির অভিযোগ, আটক যুবক
author img

By

Published : Feb 27, 2020, 12:40 AM IST

ডানকুনি, 26 ফেব্রুয়ারি : সরকারি বাসে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ ঘটনাটি সামনে আসতেই ওই যুবককে ডানকুনি পুলিশের হাতে তুলে দেন বাসযাত্রীরা ও চালক ৷ ওই যুবককে আটক করেছে ডানকুনি থানার পুলিশ ৷

SBSTC-র ওই বাসটি দুর্গাপুর থেকে কলকাতা করুনাময়ী আসছিল৷ সিঙ্গুরের কাছে বাস আসতেই হঠাৎ পাশে বসে থাকা ওই মহিলাকে উত্ত্যক্ত করা শুরু করে যুবক৷ তাকে অশ্লীল ভিডিয়ো দেখানোর চেষ্টা করে ৷ বাসে থাকা যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন ৷ এরপর বাস চালক ডানকুনি হাউজ়িং মোড়ে বাস থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ ওই যুবকের বিরুদ্ধে ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

অভিযোগকারিণী বলেন , "দুর্গাপুর থেকে একসাথে বাসে ওঠে ওই যুবক । প্রথম থেকেই পাশে বসে অশ্লীল ভিডিয়ো দেখছিল৷ সিঙ্গুরের কাছে এসে আমার শরীরে স্পর্শ করে । আশেপাশের যাত্রীদের বিষয়টি বলতে তাঁরা ও চালক মিলে গাড়ি থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ "

বাসে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা ৷ সরকারি বাসে এত যাত্রী থাকার সত্ত্বেও কীভাবে ওই যুবক সাহস পায় ? বাসযাত্রী অতীন বোস বলেন, " বিষয়টি অশোভনীয় । ওই যুবককে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ৷ "

ডানকুনি, 26 ফেব্রুয়ারি : সরকারি বাসে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ ঘটনাটি সামনে আসতেই ওই যুবককে ডানকুনি পুলিশের হাতে তুলে দেন বাসযাত্রীরা ও চালক ৷ ওই যুবককে আটক করেছে ডানকুনি থানার পুলিশ ৷

SBSTC-র ওই বাসটি দুর্গাপুর থেকে কলকাতা করুনাময়ী আসছিল৷ সিঙ্গুরের কাছে বাস আসতেই হঠাৎ পাশে বসে থাকা ওই মহিলাকে উত্ত্যক্ত করা শুরু করে যুবক৷ তাকে অশ্লীল ভিডিয়ো দেখানোর চেষ্টা করে ৷ বাসে থাকা যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন ৷ এরপর বাস চালক ডানকুনি হাউজ়িং মোড়ে বাস থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ ওই যুবকের বিরুদ্ধে ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

অভিযোগকারিণী বলেন , "দুর্গাপুর থেকে একসাথে বাসে ওঠে ওই যুবক । প্রথম থেকেই পাশে বসে অশ্লীল ভিডিয়ো দেখছিল৷ সিঙ্গুরের কাছে এসে আমার শরীরে স্পর্শ করে । আশেপাশের যাত্রীদের বিষয়টি বলতে তাঁরা ও চালক মিলে গাড়ি থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ "

বাসে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা ৷ সরকারি বাসে এত যাত্রী থাকার সত্ত্বেও কীভাবে ওই যুবক সাহস পায় ? বাসযাত্রী অতীন বোস বলেন, " বিষয়টি অশোভনীয় । ওই যুবককে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.