ETV Bharat / state

মোদির মনোনয়ন বাতিল হওয়া উচিত: কল্যাণ - narendra modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়ন বাতিল হওয়া উচিত। কারণ তিনি মনোনয়ন পত্রে তাঁর স্ত্রী-র স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি । এই মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি।

কল্যাণ ব্যানার্জি (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 28, 2019, 9:13 AM IST

Updated : Apr 28, 2019, 10:10 AM IST

শ্রীরামপুর, 28 এপ্রিল : "নরেন্দ্র মোদির মনোনয়ন বাতিল হওয়া উচিত । " গতকাল নির্বাচনী প্রচারে এই মন্তব্য করলেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি ।

ভিডিয়োয় শুনুন কল্যাণ ব্যানার্জির বক্তব্য

তিনি বলেন, "নরেন্দ্র মোদি তাঁর মনোনয়ন পত্রে স্ত্রী-র সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি । তিনি লিখেছেন স্ত্রী-র স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই । তাই যদি হয় তাহলে তাঁর মনোনয়ন বাতিল হওয়া উচিত । যদি তাঁদের বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলত । বা দু'জনের ডিভোর্স হয়ে যেত তাহলে নয় বিষয়টি মেনে নেওয়া যেত । এই হলফনামা সঠিক নয় এবং ভুল তথ্য দেওয়া আছে । আর নির্বাচন কমিশন যদি তাঁর এই মনোনয়ন গ্রহণ করে তাহলে বুঝতে হবে তিনি প্রধানমন্ত্রী তাই এই পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে । তাঁর মনোনয়ন পত্র অবিলম্বে বাতিল করা উচিত । "

শ্রীরামপুর, 28 এপ্রিল : "নরেন্দ্র মোদির মনোনয়ন বাতিল হওয়া উচিত । " গতকাল নির্বাচনী প্রচারে এই মন্তব্য করলেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি ।

ভিডিয়োয় শুনুন কল্যাণ ব্যানার্জির বক্তব্য

তিনি বলেন, "নরেন্দ্র মোদি তাঁর মনোনয়ন পত্রে স্ত্রী-র সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি । তিনি লিখেছেন স্ত্রী-র স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই । তাই যদি হয় তাহলে তাঁর মনোনয়ন বাতিল হওয়া উচিত । যদি তাঁদের বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলত । বা দু'জনের ডিভোর্স হয়ে যেত তাহলে নয় বিষয়টি মেনে নেওয়া যেত । এই হলফনামা সঠিক নয় এবং ভুল তথ্য দেওয়া আছে । আর নির্বাচন কমিশন যদি তাঁর এই মনোনয়ন গ্রহণ করে তাহলে বুঝতে হবে তিনি প্রধানমন্ত্রী তাই এই পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে । তাঁর মনোনয়ন পত্র অবিলম্বে বাতিল করা উচিত । "

Intro:নরেন্দ্র মোদির নমিনেশন ক্যানসেল হয়ে যাওয়া উচিত।তার হলফ নামাতে স্ত্রীর সম্পত্তির কোনো তথ্যে উল্লেখ নেই।নরেন্দ্র মোদী নমিনেশন যদি নির্বাচন কমিশন গ্রহণ করে ।তাহলে বুঝবো পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন কেবল মাত্র প্রধানমন্ত্রী বলে।আজ নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নমিনেশন দাখিল নিয়ে প্রশ্ন তোলেন শ্রীরামপুর তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জ্জী।
Body:উল্লেখ্য নরেন্দ্র মোদির নমিনেশনের হলফনামাতে তার স্ত্রীর সম্পতির উল্লেখের জায়গায় কোনো কিছুই জাননি।যেটা সম্পূর্ণ বাধ্য তা মূলক।তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন তার স্ত্রী সম্পত্তি কলামে লিখেছেন সম্পত্তির পরিমান জানা নেই।এটা নিয়েই কল্যাণ ব্যানার্জ্জী প্রশ্ন তুলেছেন।তিনি আরো বলেন আজ আমি যদি বলতাম আমার স্ত্রীর সম্পত্তি বা টাকার হিসাব জানা নেই।তাহলে তো আমার নমিনেশন ক্যানসেল হয়ে যেত।তাহলে নরেন্দ্র মোদীর বেলায় নমিনেশন ক্যানসেল হবে না কেন।যদি বিবাহ বিচ্ছেদের মামলা চলত বা ডিভোর্স হয়ে যেত তাহলে নয় একটা প্রশ্ন ছিল।এই হলফনামা সঠিক নয় এবং ভুল তথ্য দেওয়া আছে।তাই তার নমিনেশন ক্যানসেল হওয়া উচিত।Conclusion:
Last Updated : Apr 28, 2019, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.