ETV Bharat / state

বিকাশ-সুজন গণতন্ত্রের কলঙ্ক, মোদি কলঙ্কিত নায়ক : কল্যাণ - Sujan

মোদিকে "কলঙ্কিত নায়ক" বলে কটাক্ষ করলেন কল্যান ব্যানার্জি।

কল্যাণ ব্যানার্জি
author img

By

Published : Apr 11, 2019, 5:05 PM IST

Updated : Apr 11, 2019, 7:12 PM IST

শ্রীরামপুর, ১১ এপ্রিল : "বিকাশ ভাট্টাচার্য, সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? ওঁরা গণতন্ত্রের নামে কলঙ্ক।" আজ মনোনয়ন জমা দিতে গিয়ে এই ভাষায় CPI(M)-কে কটাক্ষ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদিকে "কলঙ্কিত নায়ক" বলেও কটাক্ষ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ চুঁচুড়া জেলাশাসক দপ্তরে ADM রাজর্ষি মিত্রর কাছে মনোনয়ন জমা দেন কল্যাণ ব্যানার্জি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মনোনয়ন জমা দিলাম। এবার জয়ের সার্টিফিকেট নেব। বিরোধীদের পাঁচ বছরে তো দেখা যায় না। তাঁরা ভোটের পাখি। আমি আশা করি দুই-আড়াই লাখ ভোটে জিতব। বিরোধীরা নয়, মানুষ শেষ কথা বলবে।"

আজ উত্তরবঙ্গে অনেক EVM-র সমস্য দেখা গেছে। এই প্রশ্নে তিনি বলেন, "EVM-এ সমস্যা রয়েছেই। আমরা বারবার বলেছি EVM বাদ দিয়ে ব্যালটে ভোট করতে। EVM-এ সবথেকে বেশি কারচুপি হয়।" এরপর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী, প্রতারক প্রধানমন্ত্রী ভারতে নেই, হবেও না। তিনি সাদা রূপের ভিতরে যে কত বড় কলঙ্কিত নায়ক আগামী দিনে তা পরিষ্কার হবে। আমাদের সরকার তৈরি হলে দেখে রাখবেন রাফাল ইশুতে কতজন জেলে যায়।"

তিনি আরও বলেন, "রাজনীতিতে বিরোধী থাকা দরকার। কিন্তু বিরোধীদেরও কাজ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে আসেননি। CPI(M), BJP, কংগ্রেসকে পাঁচ বছরে দেখা যায় না। CPI(M)-র মতো অগণতান্ত্রিক দল আছে? বিকাশ ভট্টাচার্য ২০০৫ সালে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন। পার্থ চ্যাটার্জি উলটো দিকে ছিল। বিকাশবাবু বেলা ১২ টার মধ্যে সবাইকে তুলে দিয়েছিল। আজ বিকাশ ভট্টাচার্যের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? না সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে। এরা পশ্চিমবাংলায় গণতন্ত্রের নামে কলঙ্ক। ওরা নন্দীগ্রাম, সিঙ্গুর করেছে। নন্দীগ্রামে CPI(M) ক্যাডাররা একরাতে ৫০ জন মহিলাকে ধর্ষণ করেছে। সুজন চক্রবর্তীদের মতো নেতা ভারতবর্ষে আর জন্মাবে না।"

শ্রীরামপুর, ১১ এপ্রিল : "বিকাশ ভাট্টাচার্য, সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? ওঁরা গণতন্ত্রের নামে কলঙ্ক।" আজ মনোনয়ন জমা দিতে গিয়ে এই ভাষায় CPI(M)-কে কটাক্ষ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদিকে "কলঙ্কিত নায়ক" বলেও কটাক্ষ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ চুঁচুড়া জেলাশাসক দপ্তরে ADM রাজর্ষি মিত্রর কাছে মনোনয়ন জমা দেন কল্যাণ ব্যানার্জি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মনোনয়ন জমা দিলাম। এবার জয়ের সার্টিফিকেট নেব। বিরোধীদের পাঁচ বছরে তো দেখা যায় না। তাঁরা ভোটের পাখি। আমি আশা করি দুই-আড়াই লাখ ভোটে জিতব। বিরোধীরা নয়, মানুষ শেষ কথা বলবে।"

আজ উত্তরবঙ্গে অনেক EVM-র সমস্য দেখা গেছে। এই প্রশ্নে তিনি বলেন, "EVM-এ সমস্যা রয়েছেই। আমরা বারবার বলেছি EVM বাদ দিয়ে ব্যালটে ভোট করতে। EVM-এ সবথেকে বেশি কারচুপি হয়।" এরপর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী, প্রতারক প্রধানমন্ত্রী ভারতে নেই, হবেও না। তিনি সাদা রূপের ভিতরে যে কত বড় কলঙ্কিত নায়ক আগামী দিনে তা পরিষ্কার হবে। আমাদের সরকার তৈরি হলে দেখে রাখবেন রাফাল ইশুতে কতজন জেলে যায়।"

তিনি আরও বলেন, "রাজনীতিতে বিরোধী থাকা দরকার। কিন্তু বিরোধীদেরও কাজ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে আসেননি। CPI(M), BJP, কংগ্রেসকে পাঁচ বছরে দেখা যায় না। CPI(M)-র মতো অগণতান্ত্রিক দল আছে? বিকাশ ভট্টাচার্য ২০০৫ সালে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন। পার্থ চ্যাটার্জি উলটো দিকে ছিল। বিকাশবাবু বেলা ১২ টার মধ্যে সবাইকে তুলে দিয়েছিল। আজ বিকাশ ভট্টাচার্যের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? না সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে। এরা পশ্চিমবাংলায় গণতন্ত্রের নামে কলঙ্ক। ওরা নন্দীগ্রাম, সিঙ্গুর করেছে। নন্দীগ্রামে CPI(M) ক্যাডাররা একরাতে ৫০ জন মহিলাকে ধর্ষণ করেছে। সুজন চক্রবর্তীদের মতো নেতা ভারতবর্ষে আর জন্মাবে না।"

Last Updated : Apr 11, 2019, 7:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.