ডানকুনি, 9 নভেম্বর: আবারও নিরুদ্দেশ পোস্টার (Missing poster) উত্তরপাড়ার বিধায়কের নামে । ডানকুনি থানার রঘুনাথপুরে বিধায়ক কাঞ্চন মল্লিকের (Uttarpara MLA Kanchan Mullick) ছবি দিয়ে পোস্টার পড়ল ৷ আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
পোস্টারে লেখা, 'রঘুনাথপুরের এলাকাবাসী বিধায়ক কাঞ্চল মল্লিককে খুঁজে পাচ্ছেন না ৷ সন্ধান দিতে পারলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকব' ৷ ভারতীয় জনতা পার্টি রঘুনাথপুর শাখার তরফে লাগানো হয়েছে এই পোস্টারগুলি । শুক্রবার সকালে ডানকুনির রঘুনাথপুর এলাকায় একাধিক দেওয়ালে এই পোস্টার দেখা যায় । তাতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দুই দলের মধ্যে । অন্যদিকে শ্রীরামপুর সাংসদকেও খুঁজে পাওয়া যাচ্ছে না-বলে পোস্টার লাগানো হয়েছে ৷ তাতে লেখা রয়েছে, 'এলাকাবাসী পানীয় জলের সমস্যায় জেরবার ৷ ডেঙ্গির প্রকোপ বাড়ছে ৷ এর সমাধান কবে হবে এলাকাবাসী জানতে চায়' ।
হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁই বলেন, "বিজেপির রাজনৈতিকভাবে কোনও জায়গা নিয়ে পশ্চিমবাংলায় ৷ তাই বিজেপি চেষ্টা করছে, যে করেই হোক মানুষকে হেনস্থা করার । তাদের দলের নেতারাই ঠিক নেই । তাই তারা পোস্টার মেরে মানুষকে বোঝাতে চাইছে । মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে । তাঁর প্রতিনিধিরা মানুষের জন্য সময় দেয়, কাজ করে । উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে বিজেপি ।"
শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, "পশ্চিমবঙ্গে বর্তমানে ডেঙ্গির যা অবস্থা, তাতে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত ও সন্ত্রস্ত হয়ে আছেন । এলাকায় পরিষেবা বলে কিছু নেই । এলাকায় বিধায়ককে দেখা যায় না । শুধু ভারতীয় জনতা পার্টি নয় । সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু পোস্টার পড়েছে । বিজেপি চেষ্টা করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য । বিধায়ক সিনেমায় ব্যস্ত । আজ তাই মানুষ ও বিজেপি রাস্তায় নেমেছে । ডেঙ্গি থেকে মানুষ যাতে মুক্তি পায়, প্রশাসন ও বর্তমান শাসক দলের কাছে অনুরোধ রাজনীতি ভুলে তারা যেন মানুষের পাশে থাকেন ।"
আরও পড়ুন: আমি এলাকায় না এলে কি আমার ভূত আসে ? 'নিরুদ্দেশ' পোস্টার নিয়ে পালটা প্রশ্ন কাঞ্চনের
বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, "বিজেপিকে আমি কৈফিয়ৎ দেব না । কেউ নিরুদ্দেশ পোস্টার সাটালেই আমি নিখোঁজ নই । আবার কেউ যদি বলে কাঞ্চন মল্লিক মরে গিয়েছে, তবে কি আমি মরে যাব ?৷ "