ETV Bharat / state

হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর মৃত্যু, বিক্ষোভ পরিবারের - হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর মৃত্যু

হাসপাতাল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে চন্ডীতলা থানার দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । গতকাল মৃতের পরিবার জানতে পারে সেই খবর । আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা ।

Serampore news
ছবি
author img

By

Published : May 16, 2021, 4:46 PM IST

শ্রীরামপুর, 16 মে : হাসপাতালে থেকে নিখোঁজ হওয়ার পর পথদুর্ঘটনা । তারপরই চন্ডিতলায় মৃত্যু হয় । মৃতের নাম জনক দেও দাস । শ্রীরামপুর ৭, হাসপাতাল লেনের বাসিন্দা ।

11 মে ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । পরশু রাত দশটা নাগাদ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান 66 বছরের বৃদ্ধ জনক দেও । শ্রীরামপুর থানায় নিখোঁজ ডায়রি করে হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতাল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে চন্ডীতলা থানার দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । গতকাল মৃতের পরিবার জানতে পারে সেই খবর । আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা ।

বৃদ্ধের আত্মীয় গীতা দেবী বলেন, "যে লোকটা ভালো হাঁটতে পারে না ৷ সে কি করে অতখানি চলে গেল ৷ সে একা গেল নাকি তাকে কেউ নিয়ে গেল ।" সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর দাবি করে বৃদ্ধের পরিবার । হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য পুলিশকে জানিয়েছে বৃদ্ধ নিজেই হাসপাতাল থেকে পালিয়ে যান।

শ্রীরামপুর, 16 মে : হাসপাতালে থেকে নিখোঁজ হওয়ার পর পথদুর্ঘটনা । তারপরই চন্ডিতলায় মৃত্যু হয় । মৃতের নাম জনক দেও দাস । শ্রীরামপুর ৭, হাসপাতাল লেনের বাসিন্দা ।

11 মে ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । পরশু রাত দশটা নাগাদ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান 66 বছরের বৃদ্ধ জনক দেও । শ্রীরামপুর থানায় নিখোঁজ ডায়রি করে হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতাল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে চন্ডীতলা থানার দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । গতকাল মৃতের পরিবার জানতে পারে সেই খবর । আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা ।

বৃদ্ধের আত্মীয় গীতা দেবী বলেন, "যে লোকটা ভালো হাঁটতে পারে না ৷ সে কি করে অতখানি চলে গেল ৷ সে একা গেল নাকি তাকে কেউ নিয়ে গেল ।" সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর দাবি করে বৃদ্ধের পরিবার । হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য পুলিশকে জানিয়েছে বৃদ্ধ নিজেই হাসপাতাল থেকে পালিয়ে যান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.