ETV Bharat / state

ডেয়ারি শিল্প বাঁচাতে কর্মী স্থায়ীকরণের পক্ষে সওয়াল মন্ত্রীর - ডেয়ারি শিল্প বাঁচাতে কর্মী স্থায়ীকরণের পক্ষে সওয়াল মন্ত্রীর

দুধের ফর্টিফিকেশান প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন 'এ' আর ভিটামিন 'ডি' এর পুষ্টি উপাদান বাড়াতে নতুন প্রজেক্ট শুরু হল ডানকুনি মাদার ডেয়ারি প্ল্যান্টে । আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ । ভিটামিন 'এ' চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, ভিটামিন 'ডি' হাড় মজবুত করে ।

ডেয়ারি শিল্প বাঁচাতে কর্মী স্থায়ীকরণের পক্ষে সওয়াল মন্ত্রীর
author img

By

Published : Aug 22, 2019, 10:56 PM IST

ডানকুনি, 22 অগাস্ট : মাদার ডেয়ারিতে শ্রমিক সংখ্যা কমা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের ৷ আজ দুধের গুণগত মান বাড়ানোর জন্য ফর্টিফিকেশন প্রকল্পের উদ্বোধনে আসেন তিনি ৷ সেখানে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেন, উৎপাদন যদি বাড়াতে হয় স্থায়ী কর্মী সংখ্যা বাড়াতে হবে ৷

দুধের ফর্টিফিকেশান প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন 'এ' আর ভিটামিন 'ডি' এর পুষ্টি উপাদান বাড়াতে নতুন প্রজেক্ট শুরু হল ডানকুনি মাদার ডেয়ারি প্ল্যান্টে । আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ । ভিটামিন 'এ' চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, ভিটামিন 'ডি' হাড় মজবুত করে ।

শ্রমিকদের তরফে দাবি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের ব্যবস্থা করুক সরকার । দুধের উৎপাদন বাড়াতে গেলে শ্রমিকের প্রয়োজন, সে বিষয়ে গুরুত্ব দিক সরকার । ট্রেড ইউনিয়নের তরফে তারকনাথ দত্ত বলেন, "1978 সালে যখন মাদার ডেয়ারি শুরু হয় তারপর থেকে 6 লাখ লিটার প্ল্যান তৈরি করা হয়েছিল । 78 সাল থেকে 2019, মাদার ডেয়ারির যেমন বয়স বেড়েছে তেমনই শ্রমিক-কর্মচারীদের বয়স বেড়েছে। সেই কারণেই অনেক শ্রমিক অবসর নিয়েছেন । কোনও এক অজানা কারণে কর্মীদের স্থায়ীকরণ হচ্ছে না বলে দাবি করা হয়েছে শ্রমিক ইউনিয়নের তরফের । এর জন্য যৌথ আন্দোলনে নামছে তারা ।


আজ ফর্টিফিকেশান (সমৃদ্ধি করণ) প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বি পি গোপালিকা, মাদার ডেয়ারি ফেডারেশানের চেয়ারম্যান পরশ দত্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান ।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিবকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ডানকুনি মাদার ডেয়ারিতে একটা সময় তিন হাজার শ্রমিক ছিল এখন তা ছ'শোতে দাঁড়িয়েছে । স্থায়ী শ্রমিক কমে ঠিকা শ্রমিক বেড়েছে । উৎপাদন বাড়াতে এবং এই ডেয়ারিকে বাঁচাতে শ্রমিক বাড়াতে হবে ।

ডানকুনি, 22 অগাস্ট : মাদার ডেয়ারিতে শ্রমিক সংখ্যা কমা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের ৷ আজ দুধের গুণগত মান বাড়ানোর জন্য ফর্টিফিকেশন প্রকল্পের উদ্বোধনে আসেন তিনি ৷ সেখানে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেন, উৎপাদন যদি বাড়াতে হয় স্থায়ী কর্মী সংখ্যা বাড়াতে হবে ৷

দুধের ফর্টিফিকেশান প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন 'এ' আর ভিটামিন 'ডি' এর পুষ্টি উপাদান বাড়াতে নতুন প্রজেক্ট শুরু হল ডানকুনি মাদার ডেয়ারি প্ল্যান্টে । আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ । ভিটামিন 'এ' চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, ভিটামিন 'ডি' হাড় মজবুত করে ।

শ্রমিকদের তরফে দাবি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের ব্যবস্থা করুক সরকার । দুধের উৎপাদন বাড়াতে গেলে শ্রমিকের প্রয়োজন, সে বিষয়ে গুরুত্ব দিক সরকার । ট্রেড ইউনিয়নের তরফে তারকনাথ দত্ত বলেন, "1978 সালে যখন মাদার ডেয়ারি শুরু হয় তারপর থেকে 6 লাখ লিটার প্ল্যান তৈরি করা হয়েছিল । 78 সাল থেকে 2019, মাদার ডেয়ারির যেমন বয়স বেড়েছে তেমনই শ্রমিক-কর্মচারীদের বয়স বেড়েছে। সেই কারণেই অনেক শ্রমিক অবসর নিয়েছেন । কোনও এক অজানা কারণে কর্মীদের স্থায়ীকরণ হচ্ছে না বলে দাবি করা হয়েছে শ্রমিক ইউনিয়নের তরফের । এর জন্য যৌথ আন্দোলনে নামছে তারা ।


আজ ফর্টিফিকেশান (সমৃদ্ধি করণ) প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বি পি গোপালিকা, মাদার ডেয়ারি ফেডারেশানের চেয়ারম্যান পরশ দত্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান ।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিবকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ডানকুনি মাদার ডেয়ারিতে একটা সময় তিন হাজার শ্রমিক ছিল এখন তা ছ'শোতে দাঁড়িয়েছে । স্থায়ী শ্রমিক কমে ঠিকা শ্রমিক বেড়েছে । উৎপাদন বাড়াতে এবং এই ডেয়ারিকে বাঁচাতে শ্রমিক বাড়াতে হবে ।

Intro:মাদার ডিয়ারী শ্রমিক সংখ্যা কমা নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রীর।আজ ডানকুনি মাদার ডিয়ারীর দুধের গুনগত মান বাড়ানোর জন্য উদ্বোধনে এসে প্রিন্সিপাল সেক্রেটারি কে উদ্যেশ্য করে বলেন উৎপাদন যদি বাড়তে হয় স্থায়ী শ্রমিকের সংখ্যা বাড়তে হবে।সরকারি ভাবে গর্বের মাদার ডিয়ারী কে বাঁচানো অনুরোধ খোদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের।শ্রমিকদের তরফে দাবি অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করণ এর ব্যবস্থা করুক সরকার।দুধের উৎপাদন বাড়তে গেলে শ্রমিকের প্রয়োজন সে বিষয়ে গুরুত্ব দিক সরকার।
দুধের ফর্টিফিকেশান প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন "এ" আর ভিটামিন "ডি" এর পুষ্টি উপাদান বাড়াতে নতুন প্রজেক্ট শুরু হলো ডানকুনি মাদার ডেয়ারী প্ল্যান্টে।যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।ভিটামিন 'এ' চোখের দৃষ্টি শক্তি বাড়ায়,ভিটামিন 'ডি' হাড় মজবুত করে।ফর্টিফিকেশান প্রজেক্টের মাধ্যমে সেই ভিটামিন যুক্ত করার ফলে মাদার ডেয়ারীর দুধের খাদ্য গুন আরো বাড়লো।ডানকুনিতে মাদার ডেয়ারী ক্যালকাটার কারখানা তৈরী হয় ১৯৭৮ সালে।সময় যত গেছে ততই আধুনিক হয়েছে ডানকুনি মাদার ডেয়ারী।আজ ফর্টিফিকেশান(সমৃদ্ধি করন) প্রকল্প চালু হওয়ায় আরো একধাপ আধুনিক হলো মাদার ডেয়ারী। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বি পি গোপালিকা,মাদার ডেয়ারী ফেডারেশানের চেয়ারম্যান পরশ দত্ত,হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ডানকুনি মাদার ডেয়ারীতে একটা সময় তিন হাজার শ্রমিক ছিলো এখন ছশোতে দাঁড়িয়েছে।স্থায়ী শ্রমিক কমে ঠিকা শ্রমিক বেড়েছে।উৎপাদন বাড়াতে এই ডেয়ারীকে বাঁচাতে শ্রমিক বাড়াতে হবে।এই মর্মে দপ্তরের সচিব গোপালিকার কাছে আবেদনও করেন মন্ত্রী স্বপন দেবনাথ।স্বপন বাবু আরো বলেন,১৯৭৮ সালে গ্রামীন দুগ্ধ উৎপাদনকারীদের আয় বাড়াতে এবং দুধকে প্রক্রিয়াকরন করে স্বাস্থ্য সম্মত দুধ ঘরে ঘরে পৌঁছে দিতে চালু হয়েছিল ডানকুনি মাদার ডেয়ারী প্ল্যান্ট।বর্তমানে এক লক্ষ চার হাজার চাষীর থেকে দুধ সংগ্রহ করা হয়।প্রতিদিন তিন লক্ষ লিটার দুধ উৎপাদন হয়।২০১৮-১৯ এ দশ কোটি টাকার বেশি লাভ করেছে মাদার ডেয়ারী।তাই এই সাফল্যকে বজায় রাখতে হবে বলেন মন্ত্রী।আটা ছাড়াও রাজ্যে এই প্রথম দুধে ফর্টিফিকেশান করা হলো।
ট্রেড ইউনিয়নের তরফে তারক নাথ দত্ত বলেন 1978 সালে যখন মাদার ডেয়ারি শুরু হয় তারপর থেকে 6 লক্ষ লিটার প্ল্যান তৈরি করা হয়েছিল।2011-12 সালে চার লাখ থেকে সাড়ে চার লাখ ডানকুনিতে দুধ সরবরাহ হত। 78 সাল থেকে 2019 মাদার ডেয়ারি যেমন বয়স বেড়েছে তেমনই শ্রমিক-কর্মচারীদের বয়স বেড়েছে। সেই কারণেই অনেক শ্রমিক অবসর নিয়েছেন। এই ভাবেই কমেছে মাদার ডিয়ারীর শ্রমিক সংখ্যা। যদি তার পাশাপাশি শ্রমিক নেওয়ার প্রয়োজনীয়তাটা বাড়তো তখন প্রোডাকশন বাড়তো।2011 -12 সালে সাড়ে চার লাখ দুধ সেল ছিল বর্তমানে দেড় লক্ষ সেল হয়েছে। স্বাভাবিকভাবেই উৎপাদন কমেছে ডানকুনি মাদার ডেয়ারি।মাদার ডেয়ারিতে আড়াইশো জন স্থায়ী শ্রমিক কমেছে কিন্তু সেই তুলনায় ঠিকা শ্রমিক আছে 381 জন। এই প্লান্টে শ্রমিকদের সঙ্গে সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না। সে ক্ষেত্রে মাদার ডেয়ারি তে শ্রমিক থেকে স্থায়ীকরণ করলে আর্থিক দেখে দিক থেকে ফলপ্রসূ হবে এই প্ল্যান্ট। বছরে প্রায় লাখ লাখ টাকার সাশ্রয় হবে মাদারী ডিয়ারীর।কোন এক অজানা কারণে স্থায়ীকরণ হচ্ছে না বলে দাবি করেছেন শ্রমিক ইউনিয়নের তরফের ।এর জন্য যৌথ আন্দোলনে নামছে তারা।Body:WB_HGL_DANKUNI MOTHER DAIRY_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.