ETV Bharat / state

Piyali Basak : পিয়ালিকে তিন লক্ষ টাকা প্রদান মন্ত্রী ইন্দ্রনীল সেনের

শুক্রবার এভারেস্ট জয়ী পিয়ালিকে তিন লাখ টাকা দিয়ে সংবর্ধনা দিল চন্দননগর বিধানসভা উৎসব কমিটি। মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ পৌরনিগমের মেয়র অন্যান্য কাউন্সিলরা শুক্রবার তিন লক্ষ টাকার চেক ও ফুলের তোড়া তুলে দিলেন তাঁর হাতে (Minister Indranil Sen Give Rs 3 lakh)। যদিও এভারেস্ট জয়ের শংসাপত্র পেতে প্রয়োজন আরও ছয় লাখ টাকা।

Piyali Basak
এভারেস্ট জয়ের শংসাপত্র পেতে প্রয়োজন আরও ছয় লাখ টাকা
author img

By

Published : Jun 24, 2022, 10:42 PM IST

চন্দননগর, 24 জুন : এতদিন এভারেস্ট ও লোৎসে জয়ের জন্য কয়েক লক্ষ টাকা প্রয়োজন ছিল পিয়ালির। সেই মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পিয়ালিকে টাকা দেয়। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বহু মানুষ পাশেও দাঁড়িয়েছেন। এভারেস্টের জন্য পিয়ালির ক্ষেত্রে টাকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বরাবরই। এদিন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল আর্থিক সাহায্য করেছেন (Minister Indranil Sen Give Rs 3 lakh)।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে পিয়ালি কোনও সাহায্য পাননি। শুক্রবার চন্দননগর রবীন্দ্রভবনে জ্যোতিরিন্দ্র সভাকক্ষে এভারেস্ট জয়ীকে সম্বর্ধনা দেওয়া হয়, চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে। চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীদের উপস্থিতিতে হয় সংবর্ধনা অনুষ্ঠান। উৎসব কমিটির পক্ষ থেকে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয় পিয়ালির হাতে।

পিয়ালিকে চেক প্রদানের পর মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখেছি অনেকে দাবি তুলেছে। তাঁরা কতটা কী করেছে আমি জানি না তবে আমি বলব, রাজ্য সরকারের একটা প্যারামিটার থাকে। সরকার সব সময়ই খেলোয়াড়, শিল্পীদের পাশে ছিল আগামিদিনেও থাকবে।"

এভারেস্ট জয়ী পিয়ালিকে তিন লাখ টাকা দিয়ে সম্বর্ধনা দিল চন্দননগর বিধানসভা উৎসব কমিটি

আরও পড়ুন : এভারেস্ট জয়ী খুকু পিয়ালীর বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

পিয়ালি জানান, অক্সিজেন ছাড়া যেহেতু আমি অনেক উপরে উঠতে পারি তাই আগামিদিনে বাকি পর্বত শৃঙ্গগুলোতে ওঠার চেষ্টা করব। রাজ্য সরকারের দফতরে যোগাযোগ করেছিলাম কিন্তু দীর্ঘসূত্রিতা এবং অভিযানের সময় হয়ে যাওয়ায় আমাকে নেপালে চলে যেতে হয়। এখনও ছয় লাখ টাকা বাকি, সেই টাকা না-মেটালে শংসাপত্র পাওয়া যাবে না। সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, অসংখ্য সংবাদ।

চন্দননগর, 24 জুন : এতদিন এভারেস্ট ও লোৎসে জয়ের জন্য কয়েক লক্ষ টাকা প্রয়োজন ছিল পিয়ালির। সেই মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পিয়ালিকে টাকা দেয়। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বহু মানুষ পাশেও দাঁড়িয়েছেন। এভারেস্টের জন্য পিয়ালির ক্ষেত্রে টাকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বরাবরই। এদিন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল আর্থিক সাহায্য করেছেন (Minister Indranil Sen Give Rs 3 lakh)।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে পিয়ালি কোনও সাহায্য পাননি। শুক্রবার চন্দননগর রবীন্দ্রভবনে জ্যোতিরিন্দ্র সভাকক্ষে এভারেস্ট জয়ীকে সম্বর্ধনা দেওয়া হয়, চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে। চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীদের উপস্থিতিতে হয় সংবর্ধনা অনুষ্ঠান। উৎসব কমিটির পক্ষ থেকে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয় পিয়ালির হাতে।

পিয়ালিকে চেক প্রদানের পর মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখেছি অনেকে দাবি তুলেছে। তাঁরা কতটা কী করেছে আমি জানি না তবে আমি বলব, রাজ্য সরকারের একটা প্যারামিটার থাকে। সরকার সব সময়ই খেলোয়াড়, শিল্পীদের পাশে ছিল আগামিদিনেও থাকবে।"

এভারেস্ট জয়ী পিয়ালিকে তিন লাখ টাকা দিয়ে সম্বর্ধনা দিল চন্দননগর বিধানসভা উৎসব কমিটি

আরও পড়ুন : এভারেস্ট জয়ী খুকু পিয়ালীর বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

পিয়ালি জানান, অক্সিজেন ছাড়া যেহেতু আমি অনেক উপরে উঠতে পারি তাই আগামিদিনে বাকি পর্বত শৃঙ্গগুলোতে ওঠার চেষ্টা করব। রাজ্য সরকারের দফতরে যোগাযোগ করেছিলাম কিন্তু দীর্ঘসূত্রিতা এবং অভিযানের সময় হয়ে যাওয়ায় আমাকে নেপালে চলে যেতে হয়। এখনও ছয় লাখ টাকা বাকি, সেই টাকা না-মেটালে শংসাপত্র পাওয়া যাবে না। সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, অসংখ্য সংবাদ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.