ETV Bharat / state

পরিবেশ দূষণের মাত্রা কমায় হরিপালে পরিযায়ী পাখিদের আনাগোনা

লকডাউনের জেরে পরিবেশ দূষণের মাত্রা কমেছে । আর তাই হরিপালের বলদবাঁধের চিত্রও অনেকটা বদলেছে । শীতের মরশুম শুরু হতে না হতেই অসংখ্য পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে ।

author img

By

Published : Nov 23, 2020, 12:35 PM IST

হরিপালে পরিযায়ী পাখি
হরিপালে পরিযায়ী পাখি

হরিপাল, 23 নভেম্বর : কোরোনা আবহে কমেছে পরিবেশ দূষণের মাত্রা । আর তার জেরেই হরিপালে পরিযায়ী পাখির আনাগোনা বেড়েছে । শীতের শুরুতে হুগলি হরিপালের বলদবাঁধ এলাকার ঝিলগুলিতে অসংখ্য পরিযায়ী পাখির দেখা মিলছে ।

কোরোনা আবহে দূষণের মাত্রা কমায় পরিবেশের ভারসাম্য বদলেছে । পরিযায়ী পাখি আসতে শুরু করেছে বলদবাঁধের ঝিলগুলিতে । বলদবাঁধে রয়েছে 8 টি ঝিল । অন্যান্য বছরের তুলনায় এবছর বহু সংখ্যায় পরিযায়ী আসছে । স্বরূপ কুমার মিত্র নামে এক স্থানীয়ের কথায়," শীত যত বাড়ছে, ততই বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা । তবে লকডাউনের সময় থেকেই পরিযায়ী পাখিদের দেখা গেছে ।"

তিনি আরও বলেন, "আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, বলদবাঁধে প্রচুর পাখি আসে যায় । এবারেও তাই দেখা গেছে । অন্যান্য বছরে বায়ু ও শব্দ দূষণের কারণে পরিযায়ীদের সংখ্যাটা কম ছিল । তবে এবছর উলটো চিত্র ধরা পড়েছে বলদবাঁধ এলাকায় ।" অন্যদিকে চোরাশিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে যথেষ্ট সচেতন স্থানীয়রা ।"

হরিপাল, 23 নভেম্বর : কোরোনা আবহে কমেছে পরিবেশ দূষণের মাত্রা । আর তার জেরেই হরিপালে পরিযায়ী পাখির আনাগোনা বেড়েছে । শীতের শুরুতে হুগলি হরিপালের বলদবাঁধ এলাকার ঝিলগুলিতে অসংখ্য পরিযায়ী পাখির দেখা মিলছে ।

কোরোনা আবহে দূষণের মাত্রা কমায় পরিবেশের ভারসাম্য বদলেছে । পরিযায়ী পাখি আসতে শুরু করেছে বলদবাঁধের ঝিলগুলিতে । বলদবাঁধে রয়েছে 8 টি ঝিল । অন্যান্য বছরের তুলনায় এবছর বহু সংখ্যায় পরিযায়ী আসছে । স্বরূপ কুমার মিত্র নামে এক স্থানীয়ের কথায়," শীত যত বাড়ছে, ততই বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা । তবে লকডাউনের সময় থেকেই পরিযায়ী পাখিদের দেখা গেছে ।"

তিনি আরও বলেন, "আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, বলদবাঁধে প্রচুর পাখি আসে যায় । এবারেও তাই দেখা গেছে । অন্যান্য বছরে বায়ু ও শব্দ দূষণের কারণে পরিযায়ীদের সংখ্যাটা কম ছিল । তবে এবছর উলটো চিত্র ধরা পড়েছে বলদবাঁধ এলাকায় ।" অন্যদিকে চোরাশিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে যথেষ্ট সচেতন স্থানীয়রা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.