ETV Bharat / state

'5 রাজ্যে তো কেউ 'ইন্ডিয়া' থেকে ভোটে দাঁড়াল না, এটা কোনও নির্বাচনী জোটই নয়;' কটাক্ষ সেলিমের - Md Salim on India Alliance

Md Salim on India Alliance: ইন্ডিয়া জোট কোনও নির্বাচনী জোট নয়, বললেন মহম্মদ সেলিম ৷ সিঙ্গুরে এসে পাঁচ রাজ্যের ভোটে ফলে ইন্ডিয়া জোটের লড়াই নিয়ে কী বললেন তিনি ৷

Etv Bharat
মহম্মদ সেলিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 1:21 PM IST

মহম্মদ সেলিমের বক্তব্য

সিঙ্গুর, 2 ডিসেম্বর: রাত পোহালেই পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশ ৷ তার আগে শুক্রবার সিঙ্গুরে সুহৃদ দত্তের স্মরণ সভায় এসে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরব হলেন ইন্ডিয়া জোট নিয়ে ৷

এদিন ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি বলেন, "এটা কোনও নির্বাচনী জোট না । এই এতগুলো রাজ্যে ভোট হচ্ছে, কোথাও ইন্ডিয়া জোটের নামে তো কেউ ভোটে লড়েনি । এটা রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামের ভোটে প্রমাণিত হয়েছে । এখানে কেবল এলাকার রাজনৈতিক দলগুলিই লড়েছে । যেমন আমাদের রাজ্যে বামফ্রন্টের জোট আছে । সেভাবে লড়াই হয়েছে ওই রাজ্যগুলিতেও । ইন্ডিয়া জোটের নামে তো কেউ ভোট দাঁড়ায়নি ৷ এই জোটে আরও দল আসবে । তবে তৃণমূল বেশিদিন থাকবে না । ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি বিরোধিতা আস্তে আস্তে কমে যাবে ।"

এদিন তিনি জানান, বিজেপি 370 ধারা বাতিল করে কাশ্মীর সমস্যা সমাধানের কথা বলে নাটক করেছিল । এখনও কাশ্মীরে প্রতিদিন সুরক্ষা কর্মী ও মানুষ খুন হচ্ছে । কাশ্মীরের মানুষ লাদাখে ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে । আজকে উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার কথা বলে মানুষের কাছে ভোট চাইবে । মণিপুর দেখে মানুষ বুঝতে পেরেছে । কীভাবে তফসিলি জাতি ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করেছে । এতে বিজেপির অবস্থা খারাপ অবস্থা হচ্ছে গোটা দেশে ।

তোপ দেগেছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও ৷ তাঁর কথায়, "বিধায়কের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে ৷ এখনও অভিষেকের বাড়িতে টাকা রেখে দিয়েছে নাকি, ইতিমধ্যেই ব্যাংকগুলো ফাঁক করে দিয়ে বিদেশী সঙ্গিনীদের পাচার করে দিয়েছে । ইডি-সিবিআই মোহন ভগবতের নির্দেশে এবং বিজেপি কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সব চোরদের টাকা পাচার করতে ও গা বাঁচাতে সাহায্য করছে । তাই তৃণমূলও আর তার বিরোধিতা করবে না ৷"

আরও পড়ুন :

1 'গুজরাতে কী হয়েছিল', শাহকে নিশানা করে 'বামেরা সন্ত্রাসবাদী'র জবাব সেলিমের

2 ইন্ডিয়া জোটে ভাঙন ধরাতে চাইছেন ‘মীরজাফর’ সেলিম, কটাক্ষ ফিরহাদের

3 কংগ্রেসকে নিশানা সেলিমের, অধীর দিলেন 'জ্ঞানার্জনের' উপদেশ

মহম্মদ সেলিমের বক্তব্য

সিঙ্গুর, 2 ডিসেম্বর: রাত পোহালেই পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশ ৷ তার আগে শুক্রবার সিঙ্গুরে সুহৃদ দত্তের স্মরণ সভায় এসে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরব হলেন ইন্ডিয়া জোট নিয়ে ৷

এদিন ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি বলেন, "এটা কোনও নির্বাচনী জোট না । এই এতগুলো রাজ্যে ভোট হচ্ছে, কোথাও ইন্ডিয়া জোটের নামে তো কেউ ভোটে লড়েনি । এটা রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামের ভোটে প্রমাণিত হয়েছে । এখানে কেবল এলাকার রাজনৈতিক দলগুলিই লড়েছে । যেমন আমাদের রাজ্যে বামফ্রন্টের জোট আছে । সেভাবে লড়াই হয়েছে ওই রাজ্যগুলিতেও । ইন্ডিয়া জোটের নামে তো কেউ ভোট দাঁড়ায়নি ৷ এই জোটে আরও দল আসবে । তবে তৃণমূল বেশিদিন থাকবে না । ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি বিরোধিতা আস্তে আস্তে কমে যাবে ।"

এদিন তিনি জানান, বিজেপি 370 ধারা বাতিল করে কাশ্মীর সমস্যা সমাধানের কথা বলে নাটক করেছিল । এখনও কাশ্মীরে প্রতিদিন সুরক্ষা কর্মী ও মানুষ খুন হচ্ছে । কাশ্মীরের মানুষ লাদাখে ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে । আজকে উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার কথা বলে মানুষের কাছে ভোট চাইবে । মণিপুর দেখে মানুষ বুঝতে পেরেছে । কীভাবে তফসিলি জাতি ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করেছে । এতে বিজেপির অবস্থা খারাপ অবস্থা হচ্ছে গোটা দেশে ।

তোপ দেগেছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও ৷ তাঁর কথায়, "বিধায়কের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে ৷ এখনও অভিষেকের বাড়িতে টাকা রেখে দিয়েছে নাকি, ইতিমধ্যেই ব্যাংকগুলো ফাঁক করে দিয়ে বিদেশী সঙ্গিনীদের পাচার করে দিয়েছে । ইডি-সিবিআই মোহন ভগবতের নির্দেশে এবং বিজেপি কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সব চোরদের টাকা পাচার করতে ও গা বাঁচাতে সাহায্য করছে । তাই তৃণমূলও আর তার বিরোধিতা করবে না ৷"

আরও পড়ুন :

1 'গুজরাতে কী হয়েছিল', শাহকে নিশানা করে 'বামেরা সন্ত্রাসবাদী'র জবাব সেলিমের

2 ইন্ডিয়া জোটে ভাঙন ধরাতে চাইছেন ‘মীরজাফর’ সেলিম, কটাক্ষ ফিরহাদের

3 কংগ্রেসকে নিশানা সেলিমের, অধীর দিলেন 'জ্ঞানার্জনের' উপদেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.