ETV Bharat / state

Durga Puja Special : থিম গণবিবাহ, সামাজিক বার্তা দিচ্ছে হিন্দ মোটরের প্রগতি সংঘের পুজো - হিন্দ মোটরের প্রগতি সংঘ

কন্যাদায়গ্রস্ত বহু পরিবার অর্থের অভাবে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারেন না ৷ এই বিষয়টিই গণবিবাহের থিমের মধ্যমে এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা ৷

Durga Puja Special
থিম গণবিবাহ, সামাজিক বার্তা দিচ্ছে হিন্দ মোটরের প্রগতি সংঘের পুজো
author img

By

Published : Oct 14, 2021, 10:29 PM IST

হুগলি, 14 অক্টোবর : করোনার কারণে তৈরি হওয়া আর্থিক সমস্যা ও সমাজের পিছিয়ে পড়া মেয়েদের বিয়ের সমস্যার বার্তা উঠে এসেছে হিন্দ মোটরের প্রগতি সংঘের এবছরের দুর্গাপুজোয়। 62 তম বর্ষে এবার তাদের থিম গণবিবাহ।

কন্যাদায়গ্রস্ত বহু পরিবার অর্থের অভাবে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারেন না ৷ এই বিষয়টিই গণবিবাহের থিমের মধ্যমে এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা ৷ রয়েছে এই সমস্যার সমাধানের বার্তাও ৷ মণ্ডপের ভিতরে ছাদনা তলায় সেই গণবিবাহের দৃশ্য তুলে ধরা হয়েছে । মূল মণ্ডপটি বর ও কনের শোলার টোপরের আদলে গড়া হয়েছে । মণ্ডপের দেওয়ালে পট চিত্র ও যামিনী রায়ের ছবি আঁকা হয়েছে ।

Durga Puja Special
আর্থিক সমস্যা ও সমাজের পিছিয়ে পড়া মেয়েদের বিয়ের সমস্যার বার্তা উঠে এসেছে হিন্দ মোটরের প্রগতি সংঘের এবছরের দুর্গাপুজোয়

আরও পড়ুন : Puja Parikrama: রঙে রঙে রঙিন পুরুলিয়া স্টেশনপাড়া সর্বজনীনের পুজো

মা দুর্গা এখানে মাতৃরূপে অধিষ্ঠিত ৷ এই পুজোর সঙ্গে যুক্ত সুরজিৎ চৌধুরী জানিয়েছেন, করোনা আবহাওয়াতে নিম্নবিত্ত মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে ৷ বেশি খরচ করে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না বহু মানুষের পক্ষে। সেই কারণেই গণবিবাহের থিম বেছে নেওয়া হয়েছে । ফুটিয়ে তোলা হয়েছে গণবিবাহের বিষয়টি । এখানে থিমের সাদৃশ্য রেখেই মা দুর্গাকে মাতৃরূপে সাজিয়ে তোলা হয়েছে ।

হুগলি, 14 অক্টোবর : করোনার কারণে তৈরি হওয়া আর্থিক সমস্যা ও সমাজের পিছিয়ে পড়া মেয়েদের বিয়ের সমস্যার বার্তা উঠে এসেছে হিন্দ মোটরের প্রগতি সংঘের এবছরের দুর্গাপুজোয়। 62 তম বর্ষে এবার তাদের থিম গণবিবাহ।

কন্যাদায়গ্রস্ত বহু পরিবার অর্থের অভাবে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারেন না ৷ এই বিষয়টিই গণবিবাহের থিমের মধ্যমে এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা ৷ রয়েছে এই সমস্যার সমাধানের বার্তাও ৷ মণ্ডপের ভিতরে ছাদনা তলায় সেই গণবিবাহের দৃশ্য তুলে ধরা হয়েছে । মূল মণ্ডপটি বর ও কনের শোলার টোপরের আদলে গড়া হয়েছে । মণ্ডপের দেওয়ালে পট চিত্র ও যামিনী রায়ের ছবি আঁকা হয়েছে ।

Durga Puja Special
আর্থিক সমস্যা ও সমাজের পিছিয়ে পড়া মেয়েদের বিয়ের সমস্যার বার্তা উঠে এসেছে হিন্দ মোটরের প্রগতি সংঘের এবছরের দুর্গাপুজোয়

আরও পড়ুন : Puja Parikrama: রঙে রঙে রঙিন পুরুলিয়া স্টেশনপাড়া সর্বজনীনের পুজো

মা দুর্গা এখানে মাতৃরূপে অধিষ্ঠিত ৷ এই পুজোর সঙ্গে যুক্ত সুরজিৎ চৌধুরী জানিয়েছেন, করোনা আবহাওয়াতে নিম্নবিত্ত মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে ৷ বেশি খরচ করে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না বহু মানুষের পক্ষে। সেই কারণেই গণবিবাহের থিম বেছে নেওয়া হয়েছে । ফুটিয়ে তোলা হয়েছে গণবিবাহের বিষয়টি । এখানে থিমের সাদৃশ্য রেখেই মা দুর্গাকে মাতৃরূপে সাজিয়ে তোলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.