লিলুয়া, 1 জুন : আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম গণেশ হাউলি (35) । লিলুয়ার জগদীশপুরের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাজে বের হয় গণেশ । সেই সময় স্থানীয় এক বাসিন্দা তাঁকে আম পাড়ার জন্য ডাকেন । আম পাড়তে গাছে ওঠার কিছুক্ষণের মধ্যেই ডাল ভেঙে পড়ে যান তিনি । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।
পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।