শ্রীরামপুর, 7 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার পরই উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। হয়েছে বিক্ষোভ। সংসদেও উঠেছে বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। তাঁদের সুর যখন চড়ছে তখন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন, নিজের সততার জন্যই কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পেরেছেন মমতা। এটা ভারতে নজিরবিহীন ঘটনা ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কল্যাণবাবু বলেন, "কাটমানি ফেরতের কথা মমতা বলতে পারলেও, রাফালের 11 হাজার কোটি টাকা কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পারেননি মোদি ।"
এদিকে লোকসভা নির্বাচনের পর দলবদল অব্যাহত । তৃণমূলের একের পর নেতা-কর্মী BJP-তে যোগ দিচ্ছেন । এপ্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "যারা কাটমানি খেয়েছে তারাই দল ছা়ড়ছে ।" মুকুল রায়কে কটাক্ষ করে তিনি বলেন, "সবচেয়ে বেশি যে কাটমানি খেয়েছে সেই BJP-র পশ্চিমবঙ্গের নেতা ।"
এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার