ETV Bharat / state

সততার জন্য কাটমানি ফেরতের কথা বলতে পেরেছেন মমতা : কল্যাণ - কাটমানি

"নিজের সততার জন্য কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পেরেছেন । এটা ভারতে নজিরবিহীন ঘটনা ।" মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

কল্যাণ
author img

By

Published : Jul 7, 2019, 9:49 PM IST

Updated : Jul 7, 2019, 9:58 PM IST

শ্রীরামপুর, 7 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার পরই উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। হয়েছে বিক্ষোভ। সংসদেও উঠেছে বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। তাঁদের সুর যখন চড়ছে তখন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন, নিজের সততার জন্যই কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পেরেছেন মমতা। এটা ভারতে নজিরবিহীন ঘটনা ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কল্যাণবাবু বলেন, "কাটমানি ফেরতের কথা মমতা বলতে পারলেও, রাফালের 11 হাজার কোটি টাকা কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পারেননি মোদি ।"

কাটমানি নিয়ে যা বললেন কল্যাণ

এদিকে লোকসভা নির্বাচনের পর দলবদল অব্যাহত । তৃণমূলের একের পর নেতা-কর্মী BJP-তে যোগ দিচ্ছেন । এপ্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "যারা কাটমানি খেয়েছে তারাই দল ছা়ড়ছে ।" মুকুল রায়কে কটাক্ষ করে তিনি বলেন, "সবচেয়ে বেশি যে কাটমানি খেয়েছে সেই BJP-র পশ্চিমবঙ্গের নেতা ।"

এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

শ্রীরামপুর, 7 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার পরই উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। হয়েছে বিক্ষোভ। সংসদেও উঠেছে বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। তাঁদের সুর যখন চড়ছে তখন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন, নিজের সততার জন্যই কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পেরেছেন মমতা। এটা ভারতে নজিরবিহীন ঘটনা ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কল্যাণবাবু বলেন, "কাটমানি ফেরতের কথা মমতা বলতে পারলেও, রাফালের 11 হাজার কোটি টাকা কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে পারেননি মোদি ।"

কাটমানি নিয়ে যা বললেন কল্যাণ

এদিকে লোকসভা নির্বাচনের পর দলবদল অব্যাহত । তৃণমূলের একের পর নেতা-কর্মী BJP-তে যোগ দিচ্ছেন । এপ্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "যারা কাটমানি খেয়েছে তারাই দল ছা়ড়ছে ।" মুকুল রায়কে কটাক্ষ করে তিনি বলেন, "সবচেয়ে বেশি যে কাটমানি খেয়েছে সেই BJP-র পশ্চিমবঙ্গের নেতা ।"

এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

Intro:কাট মানি ফেরত ভারতবর্ষে নজির বিহীন ঘটনা।এটা কি নরেন্দ্র মোদী পেরেছেন?প্রশ্ন সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জীর।
মমতা ব্যানার্জির সততার জন্যই তিনি বলেছেন কাট মানি ফেরত দাও এটা ভারতবর্ষে নজিরবিহীন। সে জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো বলতে পারেননি যে রাফালের জন্য 11 হাজার কোটি টাকার কাঠ মানি ফেরত দেওয়া কথা। মমতা ব্যানার্জি যে বলেছেন সেটা তার সততা।এদিন কল্যাণ বাবু বলেন যদি কেউ কার্ড পানি খেয়ে থাকেন সেটা তার নিজস্ব ব্যাপার।তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।সে কোন দিন দলের বদনাম করতে পারে না।আর যারা কাট মানি খেয়েছে তারাই দল ছেড়ে চলে যাচ্ছে বাঁচার জন্য।নাম না করে মুকুল রায়ের উদ্দেশ্য বলেন সব চেয়ে বেশি কাটমানি খেয়েছেন যিনি। সেই এখন বিজেপি পশ্চিমবাংলার নেতা।
আজ শ্রীরামপুরে RMS ময়দানে দুর্গা পুজোর খুঁটি পুজো উপলক্ষে সাংসদ কল্যাণ ব্যানার্জী পুজো করেন।পরে তিনি বলেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে।যারা ধর্ম বেচে রাজনীতি করছে তারা নপুংষক। কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে কল্যান বাবু বলেন এই বাজেটে সাধারণ মানুষের কোন রিলিফ দেয়া হয়নি। এই বাজেটে দিশা হীন বাজেট। সাধারণ মানুষের কিছু উপকার নেই।এটা সম্পূর্ণ কর্পোরেট সেকশনের বাজেট। এই বাজেট আমি পড়েছি এখনো পর্যন্ত দীর্ঘতম বাজেট ঠিকই কিন্তু নিদিষ্ট করে কিছু বলা নেই।বাজেটে বলা আছে কৃষি প্রযুক্তির পরিকাঠামো বানাবো।সেটা কি কি ভাবে হবে কিছু বলা নেই।বেকারত্ব ঘোচাবো সেটা কি করে হবে সেটাও বলা নেই।মধ্যবিত্ত জন্য কিছু নেই বাজেটে।বাজেটে বলা হচ্ছে 45 লক্ষ টাকা বাড়ি কিনলে 3 লক্ষ থেকে সাড়ে 3 লক্ষ টাকা ছাড় দেওয়া হবে।অর্থ মন্ত্রীকে ও যে বলছে তার কাছে আমার প্রশ্ন মেট্রো সিটি তে 45 লক্ষ টাকা 1BHK একটি বাড়ি কিনে আমাকে দেখিয়ে দিক।তাহলে এই কথা অনুযায়ী মেট্রো সিটিতে গরিব ও মধ্যবিত্ত কেউ থাকে না।এই বাজেট বাঙালি শেষ করার জন্য সার্থক।বিজেপির পরিকল্পনা বাঙালি শেষ করা সেটাই প্রমান করে দিয়েছে।
Body:WB_HGL_07JUL SRIRAMPUR CUT MONEY KALYAN_7203418Conclusion:
Last Updated : Jul 7, 2019, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.