সিঙ্গুর (হুগলি), 28 মার্চ: জিএসটি (GST) নিয়ে কেন্দ্রীয় সরকারকে এর আগে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এবার এই কর ব্য়বস্থা নিয়ে ভুল স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার হুগলির সিঙ্গুরে এক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি ৷ সেখানেই তিনি বলেন, ‘‘আমাদের সবচেয়ে ভুল হয়েছে জিএসটিকে সমর্থন করা ।’’
এদিন হুগলির সিঙ্গুর থেকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া সিঙ্গুরের রতনপুরের ওই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেন । সেখানেই ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যের 22টি জেলার 30 হাজার গ্রামের রাস্তায় কাজ করা হবে । আমাদের এখানে এই রাস্তা তৈরি করতে পৌনে চার কোটি টাকা খরচ হবে ।’’
এর পরই তিনি মনে করিয়ে দেন যে এই রাস্তা তৈরির টাকা রাজ্য সরকারের তহবিল থেকেই খরচ হচ্ছে ৷ এখানে কেন্দ্রীয় সরকারের কোনও বরাদ্দ অর্থ নেই ৷ আর তার পরই জিএসটির প্রসঙ্গ তোলেন তিনি (Mamata Slams Centre on GST Issue) ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা জানেন জিএসটি করার পর কেন্দ্র সব টাকায় তুলে নিয়ে যায় । আমাদের সবচেয়ে ভুল হয়েছে জিএসটিকে সমর্থন করা ।’’
জিএসটি নিয়ে এর পর তিনি বলেন, ‘‘আমরা ভেবেছিলাম রাজ্যগুলো লাভবান হবে । কিন্তু এখন দেখছি 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে । জবকার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না । গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে । ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে ।’’
কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘নতুন করে ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্পে টাকা দিতে হচ্ছে । ঐক্যশ্রীতে 23 লক্ষ আবেদন পরে আছে । একটাও দেয়নি । সেটাও আমাদের সরকারকে দিতে হবে ৷ এদিন রাজ্যে 12 হাজারের বেশি রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন । তিনি বলেন, ‘‘এবার দুয়ারে সরকার বুথে বুথে যাবে দুয়ারে সরকার ক্যাম্প হবে । যদি কোনও সমস্যা থাকবে দয়া করে যাবেন । লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ম করেছি আমরা, যেই 60 বছর হয়ে যাবে সকল জাতি-উপজাতির জন্য এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে ।’’
আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার আগে সিঙ্গুরের মাটি ছুঁতে এসেছেন, জানালেন মমতা