ETV Bharat / state

Madan on Partha-Arpita: 'জীবনের কিছুটা সময় একা চলতে হয়' পার্থ প্রসঙ্গে মন্তব্য মদন মিত্রের - তারকেশ্বরে পুজো দিয়ে রাজনীতি ও পার্থ নিয়ে নানা কথা শোনা গেল কামারহাটির বিধায়কের মুখে

তারকেশ্বরে পুজো দিয়ে রাজনীতি ও পার্থ নিয়ে নানা কথা শোনা গেল কামারহাটির বিধায়কের মুখে (Madan Mitra on Partha-Arpita Controversy)। সেই সঙ্গে কথা ও গানে ভরিয়ে দিলেন মদন মিত্র।

Madan on Partha-Arpita
কামারহাটির বিধায়ক
author img

By

Published : Aug 6, 2022, 10:08 PM IST

তারকেশ্বর, 6 অগস্ট: চলছে শ্রাবণ মাস ৷ ভোলেবাবার কাছে শনিবার তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র ৷ সেখান থেকে পুজো দিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি (Madan Mitra on Partha-Arpita Controversy) ৷ পার্থ-অর্পিতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে দল য়ে কারণে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।"

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি একা, এই প্রসঙ্গে মদনবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হিটলারকেও একা থাকে হয়েছিল। জীবনের কিছুটা সময় একা চলতে হয়, জীবনের কিছুটা সময় একা চলতে হয়। একা চলতে শেখাটা একটা আর্ট ৷ তবে পার্থ বারবার বলছেন একটি ষড়যন্ত্র রয়েছে যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কী ষড়যন্ত্র রয়েছে সেটা বলে দিক।"

রাজনীতি ও পার্থ নিয়ে নানা কথা শোনা গেল কামারহাটির বিধায়কের মুখে

আরও পড়ুন: খাসির মাংস-ভাত অতীত! রুটি-সবজি, পুরনো ফ্যানের হাওয়াতেই জেলযাপন পার্থর

ফের প্রশ্ন আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তরে, "সামনে পঞ্চায়েত দলের সর্বস্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমরা নিশ্চিত 98% তৃণমূল জয়লাভ করবে। তারকেশ্বর, চাঁপাডাঙ্গা ও আরামবাগে পঞ্চায়েতে ফলাফল হবে তা সর্ব কালের রেকর্ডকে ছাপিয়ে যাবে। পুজো দিতে এসে আমাদের দলের ভক্তদের দেখে নিলাম।"

তারকেশ্বর, 6 অগস্ট: চলছে শ্রাবণ মাস ৷ ভোলেবাবার কাছে শনিবার তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র ৷ সেখান থেকে পুজো দিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি (Madan Mitra on Partha-Arpita Controversy) ৷ পার্থ-অর্পিতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে দল য়ে কারণে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।"

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি একা, এই প্রসঙ্গে মদনবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হিটলারকেও একা থাকে হয়েছিল। জীবনের কিছুটা সময় একা চলতে হয়, জীবনের কিছুটা সময় একা চলতে হয়। একা চলতে শেখাটা একটা আর্ট ৷ তবে পার্থ বারবার বলছেন একটি ষড়যন্ত্র রয়েছে যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কী ষড়যন্ত্র রয়েছে সেটা বলে দিক।"

রাজনীতি ও পার্থ নিয়ে নানা কথা শোনা গেল কামারহাটির বিধায়কের মুখে

আরও পড়ুন: খাসির মাংস-ভাত অতীত! রুটি-সবজি, পুরনো ফ্যানের হাওয়াতেই জেলযাপন পার্থর

ফের প্রশ্ন আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তরে, "সামনে পঞ্চায়েত দলের সর্বস্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমরা নিশ্চিত 98% তৃণমূল জয়লাভ করবে। তারকেশ্বর, চাঁপাডাঙ্গা ও আরামবাগে পঞ্চায়েতে ফলাফল হবে তা সর্ব কালের রেকর্ডকে ছাপিয়ে যাবে। পুজো দিতে এসে আমাদের দলের ভক্তদের দেখে নিলাম।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.