কোন্নগর, 12 ডিসেম্বর : "কামারহাটি আর কোন্নগর যমজ দুই ভাই ৷ মাঝখানে একটা নদী। মনে রাখবেন আমিও আপনাদেরই একজন। প্রবীরবাবু এসেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন ৷" রবিবার কোন্নগরে বইমেলার মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বইমেলায় এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মদন মিত্র ও প্রবীর ঘোষাল (madan mitra and prabir ghoshal both share one stage at konnagar)। কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে উত্তরপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রবীর ঘোষাল। কিন্তু তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি। তারপর থেকে বিজেপির কর্মসূচীতে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি তৃণমূল মুখপত্র জাগো বাংলায় প্রবীর ঘোষাল লেখেন "কেন বিজেপি করা যায় না"। সেই নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারপরই থেকে তৃণমূলমুখী প্রবীরবাবু। রবিবার সন্ধায় কোন্নগর বইমেলায় অতিথি হিসাবে মদন মিত্রর সঙ্গে তিনি ও উপস্থিত হন।
আরও পড়ুন : খেলার গানে জুটি বাঁধলেন মদন-নচিকেতা
পরে মদন মিত্র সাংবাদিকদের বলেন, "প্রবীর ঘোষাল যদি আমার দলে আবার যোগ দেন তাহলে আমি তাঁকে স্বাগত জানাব। ব্যাক্তিগত ভাবে প্রবীরবাবুর সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক। আমি দলের লোক। দল যদি বলে গেটে দাঁড়িয়ে থাকো থাকব। দল যদি বলে শ্মশানে যাও যাব। দল যদি বলে মন্ত্রিসভায় যাও চলে যাব । আমি দলের একনিষ্ঠ কর্মী দল যা বলবে করব । প্রবীর ঘোষাল বলেন, "মদন মিত্র অত্যন্ত সংস্কৃতিবান মানুষ, ওনাকে দীর্ঘ চল্লিশ বছর চিনি। ঠিক জায়গায় ঠিক অতিথি হিসাবেই এসেছেন।" কবে তৃণমূলে যোগ দেবেন এ প্রসঙ্গে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক বলেন, "বইমেলা রাজনীতির জায়গা নয়। এখানে রাজনীতির আলোচনা করব না।" তবে, রাজনৈতিক মহলের ধারণা ফের তৃণমূলে ফিরছেন প্রবীর ঘোষাল।