ETV Bharat / state

রাজ্যে বিভিন্ন গুলি চালনার ঘটনায় CBI তদন্তের দাবি লকেটের

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ হুগলিতে এসে রাজ্যে বিভিন্ন গুলি চালনার ঘটনায় CBI তদন্তের দাবি লকেটের ।

রাজ্যে বিভিন্ন গুলি চালনার ঘটনায় CBI তদন্তের দাবি লকেটের
author img

By

Published : Jun 23, 2019, 10:26 PM IST

হুগলি, 23 জুন : চুঁচুড়া, বাঁকুড়া ও ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় CBI তদন্তের দাবি করলেন হুগলির BJP সংসদ লকেট চট্টোপাধ্যায় । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ হুগলিতে আসেন লকেট । সেখানে রাজ্যে বিভিন্ন জায়গায় গুলিচালনা নিয়ে তিনি বলেন, "তৃণমূল ভালো ফল করতে পারেনি এমন জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে । ভাটপাড়া, বাঁকুড়া, চুঁচুড়া এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা মনে হয় উপযুক্ত তদন্ত হওয়া দরকার কারণ বেশির ভাগ জায়গায় ক্ষোভটা গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর । এই সব জায়গায় কোনও রাজনৈতিক রং না দেখে যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার ।"

মুখ্যমন্ত্রী বলেছেন রং না দেখে শাস্তি দিতে । এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু পুলিশ খুঁজে খুঁজে BJP কর্মীদের মারছে । মুখ্যমন্ত্রী যেটা বলছে আর আমরা যেটা বলছি তার মধ্যে অনেক পার্থক্য আছে । মুখ্যমন্ত্রী সামনে এরকম কথা বলেন পিছনে আর এক রকম কথা বলেন ।"

লকেট আরও বলেন, "কাটমানি নিয়ে বলছেন কাটমানি কেউ খাবেন না, কাটমানি ফেরত দিন । পুরো সরকারটাই কাটমানি সরকার হয়ে গেছে । পুরো সরকারটাকেই গ্রেপ্তার করতে হয় । এমন কোনও লোক নেই যে কাটমানি খায়নি । মুখ্যমন্ত্রী ভাবতেও পারেননি কাটমানির সঙ্গে এত লোক জড়িত যে ওনার ডান দিক বাম দিক উপর নিচ সবাই কাটমানির সাথে জড়িত। যারা সৎ লোক তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিচ্ছে ।"

হুগলি, 23 জুন : চুঁচুড়া, বাঁকুড়া ও ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় CBI তদন্তের দাবি করলেন হুগলির BJP সংসদ লকেট চট্টোপাধ্যায় । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ হুগলিতে আসেন লকেট । সেখানে রাজ্যে বিভিন্ন জায়গায় গুলিচালনা নিয়ে তিনি বলেন, "তৃণমূল ভালো ফল করতে পারেনি এমন জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে । ভাটপাড়া, বাঁকুড়া, চুঁচুড়া এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা মনে হয় উপযুক্ত তদন্ত হওয়া দরকার কারণ বেশির ভাগ জায়গায় ক্ষোভটা গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর । এই সব জায়গায় কোনও রাজনৈতিক রং না দেখে যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার ।"

মুখ্যমন্ত্রী বলেছেন রং না দেখে শাস্তি দিতে । এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু পুলিশ খুঁজে খুঁজে BJP কর্মীদের মারছে । মুখ্যমন্ত্রী যেটা বলছে আর আমরা যেটা বলছি তার মধ্যে অনেক পার্থক্য আছে । মুখ্যমন্ত্রী সামনে এরকম কথা বলেন পিছনে আর এক রকম কথা বলেন ।"

লকেট আরও বলেন, "কাটমানি নিয়ে বলছেন কাটমানি কেউ খাবেন না, কাটমানি ফেরত দিন । পুরো সরকারটাই কাটমানি সরকার হয়ে গেছে । পুরো সরকারটাকেই গ্রেপ্তার করতে হয় । এমন কোনও লোক নেই যে কাটমানি খায়নি । মুখ্যমন্ত্রী ভাবতেও পারেননি কাটমানির সঙ্গে এত লোক জড়িত যে ওনার ডান দিক বাম দিক উপর নিচ সবাই কাটমানির সাথে জড়িত। যারা সৎ লোক তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.