ETV Bharat / state

পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, আর বাইরে মহিলাদের মারছে : লকেট - কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের মারধরের ঘটনা প্রসঙ্গে লকেট চ্যাটার্জির প্রতিক্রিয়া

আজ হুগলির আদিসপ্তগ্রামে দলের সদস‍্য সংগ্রহ অভিযানে যোগ দেন লকেট ৷ কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর মারধরের ঘটনা প্রসঙ্গে জানান, যারা জড়িত তাদের শাস্তি হোক ৷

লকেট চ্যাটার্জি
author img

By

Published : Aug 18, 2019, 10:47 PM IST

Updated : Aug 20, 2019, 6:13 PM IST

আদিসপ্তগ্রাম, 18 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি ৷ ঘটনায় জড়িত পুলিশকর্মীদের শাস্তি দাবি করেন ৷ পুলিশকে আক্রমণ করে বলেন, "একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খাচ্ছে পুলিশ ৷ আর বাইরে এসে মহিলাদের মারছে ৷ ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷"

আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

আজ হুগলির আদিসপ্তগ্রামে সদস‍্য সংগ্রহ অভিযানে যোগ দেন লকেট ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্শ্ব শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছিলেন ৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্র যদি থাকত তাহলে তাঁদের আন্দোলন করতে হত না । রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ সেখানে মহিলার ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷ জাতীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে । এটা পুলিশের কাছে কাম্য নয় ৷ মুখ্যমন্ত্রীর এই ঘটনার তদন্ত করা উচিত ৷ পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত ৷" তাঁর কথায়, দোষী পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক ৷ যাতে আগামীদিনে কোনও পুলিশ মহিলার গায়ে হাত না তোলে ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : পার্শ্ব শিক্ষকদের সমর্থনে অর্জুন, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি

আদিসপ্তগ্রাম, 18 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি ৷ ঘটনায় জড়িত পুলিশকর্মীদের শাস্তি দাবি করেন ৷ পুলিশকে আক্রমণ করে বলেন, "একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খাচ্ছে পুলিশ ৷ আর বাইরে এসে মহিলাদের মারছে ৷ ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷"

আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

আজ হুগলির আদিসপ্তগ্রামে সদস‍্য সংগ্রহ অভিযানে যোগ দেন লকেট ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্শ্ব শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছিলেন ৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্র যদি থাকত তাহলে তাঁদের আন্দোলন করতে হত না । রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ সেখানে মহিলার ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷ জাতীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে । এটা পুলিশের কাছে কাম্য নয় ৷ মুখ্যমন্ত্রীর এই ঘটনার তদন্ত করা উচিত ৷ পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত ৷" তাঁর কথায়, দোষী পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক ৷ যাতে আগামীদিনে কোনও পুলিশ মহিলার গায়ে হাত না তোলে ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : পার্শ্ব শিক্ষকদের সমর্থনে অর্জুন, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি

Intro:Body:একদিকে তৃনমুলের দুস্কৃতি দ্বারা মার খেয়ে থানার টেবিলের তলায় লুকোচ্ছে পুলিশ,অন‍্যদিকে প্রকাশ‍্যে মহিলাদের মারচ্ছে,মহিলাদের শ্লীলতহানি করছে।পুরো বিষয়টা তদন্ত করে দোষী পুলিশদের বিরুদ্ধে কেস করা উচিত"। গতকাল কল‍্যানীতে পাশ্বশিক্ষকদের উপর পুলিশী লাঠিচার্জের ঘটনার জেরে এমন ই মন্ত‍্যব করলেন বিজেপির রাজ‍্য মহিলা শাখার সভাপতি ও হুগলী লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ‍্যায়।

তিনি আরো বলেন, "মহিলা শিক্ষকরা শান্তিপূর্নভাবে তাদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছিল,পশ্চিমবঙ্গে গনতন্ত্র যদি থাকত তাহলে তাদের আন্দোলন করতে হত না। তাদের মারধর করা হয়েছে।গায়ের জামা ছিড়ে দেওয়া হয়েছে তাদের কাছে জাতীয় পতাকা ছিল,তা ছিড়ে দেওয়া হয়েছে।পুলিশ কাঁধে যখন সংবিধানের প্রতীকগুলো লাগায় তখন এই জিনিসগুলো করা পুলিশের মানায় না "। উল্লেখ‍্য গতকাল রাতে যেভাবে পাশ্বশিক্ষকদের উপর লাঠিচালনা হাওয়া,তা নিয়ে সর্বত্র ই নিন্দার ঝড় উঠেছে। সোশ‍্যাল মিডিয়ায এই নিয়ে সমস্ত স্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছে।
আজ হুগলীর আদি সপ্তগ্ৰামে সদস‍্য সংগ্ৰহ অভিযানে এসে বলেন লকেট চ্যাটার্জি।

সেই সঙ্গে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের এই বিষয়ে শীর্ঘ্র ই তদন্তের দাবি জানিয়েছন।এবং এই ঘটনায় অবিলম্বে মুখ‍্যমন্ত্রীর মহিলা পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়ান উচিত বলে ও জানান লকেট।
অন‍্য আরেকটি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি আসা তৃনমুল নেতাদের মিথ‍্যা কেসের ভয় দেখিয়ে আবার ও তৃনমুলে নিয়ে গেলেও ভোট বিজেপিতে পড়বে।

wb_hgl_01_adisoptogram_loket_copi_10007Conclusion:
Last Updated : Aug 20, 2019, 6:13 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.